অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় চাননি ছেলের জীবনে কোনও তীর্যক প্রশ্ন এসে দাঁড়াক। সেই কারণেই স্বামী প্রবাল বসুর সঙ্গে আইনি বিচ্ছেদের পথে হাঁটেননি তিনি। দাম্পত্যে দূরত্ব থাকলেও দু’জনকে এখনও একসঙ্গে দেখা যায় নানা উপলক্ষে। ঠিক যেমন দেখা গেল সম্প্রতি গণেশচতুর্থীর পুজোয়।
বুধবার নিজের বাড়িতে পুজোর আয়োজন করেছিলেন রচনা। সেই মুহূর্তের ছবি পোস্টও করেন তিনি। ছবিতে দেখা যায়, পুজোয় রচনার পাশে বসে আছেন প্রবাল। স্বামী-স্ত্রী আলাদা থাকার পরেও এভাবে একসঙ্গে দেখা যাওয়া নিয়ে সমাজমাধ্যমে শুরু হয় নানা আলোচনা।
সম্পর্ক নিয়ে বহু আগে মুখ খুলেছিলেন রচনা। স্বীকার করেছিলেন, তাঁদের দাম্পত্য সুখের নয়। তবে ছেলের ভবিষ্যতের কথা ভেবেই আইনি বিচ্ছেদের সিদ্ধান্ত নেননি। তাঁর ভাষায়, ছেলের কাছে কখনওই চাইবেন না যেন বাবা-মায়ের পরিচয় হয় ‘ডিভোর্সি’ ট্যাগে। তাই আলাদা থাকলেও জীবনের গুরুত্বপূর্ণ সময়ে একে অপরের পাশে থাকেন দু’জন।
ছেলের পরীক্ষার সময় প্রবাল এসে পড়ান, আবার একসঙ্গে ঘুরতে যাওয়া বা খাওয়াদাওয়ার ছবিও দেখা যায় তাঁদের জীবনে। বলিউডের ভাষায়, রচনা ও প্রবাল আসলে বেছে নিয়েছেন ‘কো-পেরেন্টিং’।
যেখানে হৃতিক রোশন–সুজান খান কিংবা মলাইকা অরোরা–আরবাজ খানের মতো তারকারা আইনি বিচ্ছেদের পরও সন্তানদের মানুষ করছেন একসঙ্গে, টলিউডে তার প্রকৃষ্ট উদাহরণ রচনা বন্দ্যোপাধ্যায় ও প্রবাল বসু।
এসএন