গত এক বছর ধরেই বলিউড সুপারস্টার সালমন খানকে ঘিরে আতঙ্ক কম নয়। বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে একের পর এক খুনের হুমকি পেয়েছেন তিনি। এত কিছুর মাঝেও নিরাপত্তার কড়াকড়িকে যেন অবহেলা করেই আবারও প্রমাণ করলেন তাঁর ‘দাবাং’ স্বভাব। বৃহস্পতিবার গভীর রাতে মুম্বইয়ের রাস্তাই যেন মঞ্চ হয়ে উঠল ভাইজানের জন্য। ঢোল-তাশার তালে পরিবারের সঙ্গে ধুমধাম নাচলেন সল্লু মিঞা। আর সেই দৃশ্যের সাক্ষী থাকল গোটা শহর।
পরনে ধূসর টিশার্ট, জিন্স আর পায়ে সাধারণ চপ্পল কোনও সুপারস্টারসুলভ আড়ম্বর নেই। ঢাকের তালে কখনও পরিবারের সঙ্গে, কখনও বন্ধুদের সঙ্গে জমিয়ে নাচলেন তিনি। পাশে বোন অর্পিতা খান শর্মা, ভগ্নিপতি আয়ুষ শর্মা, এমনকি সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালও। পরিবারের গণেশ বিসর্জনের এই জমজমাট আসরে সবার মন জিতে নিলেন সালমন খান।
বছরের পর বছর ধরে খান পরিবারে গণেশ পুজোর আয়োজন চলে আসছে। যদিও এখন সেই ভার মূলত অর্পিতা-আয়ুষের ওপর। তবুও পুজোর কটা দিন সালমন ও পুরো পরিবার পৌঁছে যায় তাঁদের বাড়িতে। একসঙ্গে প্রার্থনা, আরতি, বিসর্জন সবেতেই অংশ নেন তাঁরা। এবারের বিসর্জনে তিন প্রজন্মকে একসঙ্গে আরতি করতে দেখা গেল। মা-বাবা, ভাই-বোন ও ভগ্নিপতিদের সঙ্গে হাত জোড় করে প্রার্থনা করলেন সালমন। মুসলিম পরিবার হওয়া সত্ত্বেও বছরের পর বছর এই উৎসবকে নিজের জীবনের অংশ করে নিয়েছেন তিনি। এর মধ্য দিয়েই আরও একবার প্রমাণ করলেন তাঁর সর্বধর্ম সমন্বয়ের বিশ্বাস।
মারণ হুমকি পেয়ে থাকলেও সেই আতঙ্ক যেন ছাপ ফেলতে পারেনি তাঁর জীবনের আনন্দময় মুহূর্তে। বরং নাচ-গানেই তিনি বোঝালেন, জীবনের মঞ্চে তিনি এখনও আগের মতোই ‘ভাইজান’। বিসর্জনের ভিডিও ইতিমধ্যেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে। মুহূর্তে ভাইরাল হয়ে দর্শকের মনে আবারও জায়গা করে নিয়েছেন সালমন খান।
এমকে/এসএন