সোশাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার সোহিনী গঙ্গোপাধ্যায়ের মাতৃত্বকালীন যাত্রা সম্প্রতি অনুরাগীদের মন ছুঁয়ে গেলেও একটি দুঃখজনক সংবাদ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। দীর্ঘদিন সোশাল মিডিয়াতে তাঁর সাজপোশাক, রান্না এবং ব্যক্তিগত জীবনের মুহূর্ত শেয়ার করা ভিডিওর জন্য জনপ্রিয় সোহিনী সম্প্রতি গর্ভপাতের শিকার হয়েছেন।
মাতৃত্বকালীন এই যাত্রায় তিনি ‘মেটারনিটি ফটোশুট’ থেকে শুরু করে পেটে জগন্নাথের মুখ আঁকার মতো নানা রীতির উদ্ভাবনী কাজ সম্পন্ন করেছেন। তবে সেই জগন্নাথের মুখ আঁকার কারণে সোশাল মিডিয়ায় বহু কটূক্তি এবং মন্তব্যও চলে এসেছে। গর্ভপাতের পর এই বিষয়টি আরও জোরদার হয়েছে।
এই কঠিন মুহূর্তে পাশে দাঁড়িয়েছেন টলিপাড়ার সদ্য মা অভিনেত্রী অহনা দত্ত। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, সোহিনীকে বিশেষত মহিলারা নানা কটূক্তি করেছেন। অহনা বলেন, “এটি একটি দুর্ঘটনা, কোনো ব্যক্তিগত ভুল নয়। আমরা সবাই চাই না কারও সন্তানের ক্ষতি হোক। আশা করি, সোহিনীর কোলে দ্রুত আবার ফুটফুটে সন্তান আসুক।”
অহনা নিজেও সম্প্রতি মাতৃত্বের আনন্দ উপভোগ করেছেন এবং সোশাল মিডিয়ায় এই যাত্রার আপডেট শেয়ার করেছেন। তাই হয়তো নিজের অভিজ্ঞতার কারণে তিনি আরও ভালোভাবে সোহিনীর যন্ত্রণা বুঝতে পেরেছেন এবং পাশে দাঁড়িয়েছেন। এই মানবিক সহানুভূতি সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকের প্রশংসা কুড়িয়েছে।
এমকে/এসএন