মাত্র ২০ বল করার জন্য যাওয়া-আসা মিলিয়ে প্রায় ৩৪ হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে চলেছেন অ্যাডাম জাম্পা। এমন ঘটনাই ঘটছে অস্ট্রেলিয়ার লেগ স্পিনারের সঙ্গে।
ঘরের মাঠে প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলেছেন তিনি। সিরিজ শেষ হয়েছে ২৪ আগস্ট।
এরই মধ্যে ডাক পড়েছে ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হানড্রেডে। ওভাল ইনভিন্সিবলসের হয়ে ফাইনালে খেলতে যাচ্ছেন তিনি।
ওভালের হয়ে নিয়মিত খেলা আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খান এবার খেলতে পারবেন না। পাকিস্তান, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে আজ শুরু হওয়া ত্রিদেশীয় সিরিজের কারণে হানড্রেডের ফাইনালে মাঠে নামা হচ্ছে না তার।
তাই বিকল্প হিসেবে জাম্পাকেই দলে ভিড়িয়েছে ওভাল।
অস্ট্রেলিয়া থেকে ইংল্যান্ডের আকাশপথের দূরত্ব প্রায় ১৬ হাজার ৯০০ কিলোমিটার। জাম্পা কোন শহর থেকে বিমানে উঠবেন, তার ওপর কিছুটা কম-বেশি হতে পারে এ দূরত্ব। অর্থাৎ যাওয়া-আসা মিলিয়ে প্রায় ৩৪ হাজার কিলোমিটার!
ওভালের কোচ টম মুডি বলেছেন, ‘আমরা জাম্পাকে চাই।
সে-ও আসতে রাজি। এই দল ও সারের সঙ্গে আগে থেকেই পরিচিত সে। এর আগে ভাইটালিটি ব্লাস্টেও খেলেছে।’
টানা তৃতীয়বার হানড্রেডের ফাইনালে উঠেছে ওভাল। এর আগে দুই মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছিল তারা।
দুই মৌসুমেই দলে ছিলেন জাম্পা। সর্বশেষ আসরে ৯ ম্যাচে নিয়েছিলেন ১৯ উইকেট।
হানড্রেডে একজন বোলার সর্বোচ্চ ২০ বল করার সুযোগ পান। অর্থাৎ জাম্পার সম্ভাব্য বোলিংয়ের সময় হবে ম্যাচে মাত্র সাড়ে সাত মিনিট, অথচ ফ্লাইটে কাটবে তার চেয়ে পাঁচ গুণ বেশি সময়।
রোববার লর্ডসে ফাইনালে ওভালের প্রতিপক্ষ হবে ট্রেন্ট রকেটস বা নর্দার্ন সুপারচার্জার্স। শনিবার হবে এলিমিনেটর ম্যাচ।
টিকে/