অমিতাভকে সাড়ে ৪ কোটির গাড়ি উপহার দেওয়ায় চড় খেলেন পরিচালক

২০০৭ সালে মুক্তি পাওয়া ‘একলব্য: দ্য রয়েল গার্ড’ সিনেমার মধ্য দিয়ে প্রথমবার বিধু বিনোদ চোপড়ার পরিচালনায় কাজ করেন অমিতাভ বচ্চন। এই পরিচালকের সঙ্গে এক সপ্তাহ টিকতে পারবেন কি না, অমিতাভকে নিয়ে এমন সন্দেহ ছিল জয়া বচ্চনের।

যখন সিনেমাটির শুটিংয়ের জন্য অমিতাভ বচ্চন রওনা হচ্ছেন, তখন জয়া বচ্চনের মনে এই আশঙ্কা চেপে বসেছিল। এদিকে অমিতাভ শুটিং স্পটে পৌঁছান একেবারে হালকা একটি ব্যাগ নিয়ে।

সেটা দেখে বিধু বিনোদ চোপড়া একটু অবাক হয়ে জিজ্ঞেস করেন, ‘আপনার সঙ্গে এত কম লাগেজ কেন?’ ওই সময়ে অমিতাভের উত্তর ছিল, ‘জয়া বলেছে, আমি এক সপ্তাহের বেশি আপনাকে সহ্য করতে পারব না।’

জয়ার সেই ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে মিলে যায়। সিদ্ধার্থ কান্নানের সঙ্গে এক সাক্ষাৎকারে চোপড়া নিজেই স্বীকার করেন, ‘আমরা ঠিক এক সপ্তাহ বা দশ দিনের মাথায় ঝগড়া শুরু করি। কিন্তু তিনি (অমিতাভ) টিকে ছিলেন, ছবিটা শেষ করেন।

আমি কৃতজ্ঞতায় তাকে ৪.৫ কোটির একটি রোলস রয়েস গাড়ি উপহার দিই। তাঁর মতো একজন তারকা আমাকে সহ্য করেছে, এটা আমার কাছে এক বিশাল সম্মান।’

২০২১ সালের এক পুরনো সাক্ষাৎকারে বিধু বিনোদ চোপড়া স্মরণ করেন সেই দিনের কথা, যে দিন তিনি অমিতাভকে গাড়ি উপহার দেন। সঙ্গে ছিলেন তার মা।

পরিচালক বলেন, ‘আমি মাকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম। তিনিই অমিতাভের হাতে চাবি তুলে দেন। তার পর ফিরে এসে আমার নীল মারুতি ভ্যানে বসেন। বিগ বি-কে আদর করে লম্বু বলে ডাকতেন মা। তখন আমার ড্রাইভার ছিল না, আমি নিজেই গাড়ি চালাচ্ছিলাম।

মা বলেন, তুই লম্বুকে গাড়ি দিয়ে দিলি? আমি বললাম, হ্যাঁ। মা জবাবে বলেন, তুই নিজে কেন ভালো গাড়ি নিস না? আমি বললাম, সময় হলে কিনব। মা একটু হিসাব করে বলেন, গাড়িটা ১১ লাখ রুপির তো হবেই।’

মায়ের কথা শুনে হেসে উঠেছিলেন বিধু বিনোদ চোপড়া। সঙ্গে তিনি যোগ করেন, ‘আমি হেসে উঠেছিলাম, মায়ের মুখ দেখে! তিনি জানতেনই না, গাড়ির দাম সাড়ে চার কোটি ছিল। আমি যখন বললাম, তিনি এক চড় কষিয়ে বললেন ‘বেওকুফ!’ সেই মুহূর্তটা আমি কোনও দিন ভুলব না। কারণ, টাকা যদি আনন্দ দিতে না পারে, তা হলে এর মূল্য কী?’

যদিও উপহার পাওয়া সেই রোলস রয়েসটি ২০১৯ সালে এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন অমিতাভ। তবে সেটি কত টাকায় বিক্রি করেছিলেন তা জানা যায়নি। অমিতাভের সংগ্রহে থাকা লাক্সারিয়াস গাড়ির মধ্যে রয়েছে-রেঞ্জ রোভার, লেক্সাস সাব, বেন্টলে জিটিসহ আরো বেশ কিছু গাড়ি।

এদিকে ‘একলব্য: দ্য রয়েল গার্ড’ বক্স অফিসে তেমন সাড়া ফেলেনি, তবে ছবিটি ভারতের পক্ষ থেকে একাডেমি পুরস্কারের জন্য আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছিল। বিধু বিনোদ চোপড়া পরিচালিত অন্যান্য উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘পারিন্দা’, ‘১৯৪২ : আ লাভ স্টোরি’। তবে তার প্রযোজিত সবচেয়ে সফল ছবিগুলো-‘মুন্না ভাই এমবিবিএস’, ‘পিকে’ এবং ‘থ্রি ইডিয়টস’-সবগুলোই পরিচালনা করেছেন রাজকুমার হিরানি।

টিকে/

Share this news on:

সর্বশেষ

‘লাক্স সুপারস্টার’-এ জয়ার আগমন, গ্ল্যামারে কেড়েছে দর্শকের নজর! Aug 29, 2025
img
নুরুল হক নুরকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হচ্ছে Aug 29, 2025
img
পিআর পদ্ধতির কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে জামায়াত: ড. রেদোয়ান Aug 29, 2025
img
জাকসু নির্বাচনে প্রথমবারের মত লড়বেন নেপালি শিক্ষার্থী Aug 29, 2025
img
নুরের ওপর হামলা, রাতেই বিক্ষোভের ডাক এনসিপির Aug 29, 2025
img
মোহাম্মদপুরে বিশেষ অভিযান, গ্রেপ্তার ১২ Aug 29, 2025
img
নুর আহতের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সারজিস-মাসউদের বার্তা Aug 29, 2025
img
শাশ্বতকে ‘মিথ্যাবাদী’ বলে কটাক্ষ পল্লবী যোশীর Aug 29, 2025
img
মার্কিন শুল্ক নীতিতে বাংলাদেশের সাফল্য আন্তর্জাতিক মহলে আলোচনায় Aug 29, 2025
img

ইশরাকের প্রশ্ন

তখন ৭১-এর অবমাননা হয় নাই? Aug 29, 2025
img
মিয়ানমারের জলসীমায় প্রবেশে ১৯ ট্রলারসহ ১২২ জেলে আটক Aug 29, 2025
গুমের শিকার পরিবারগুলো বছরের পর বছর কষ্ট ভোগ করছে: মিয়া গোলাম পরওয়ার Aug 29, 2025
সাংবাদিকদের উদ্দেশ্যে যা বললেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ Aug 29, 2025
ইরানকে কেন্দ্র করে মার্কিন প্রশাসনের নতুন বার্তা Aug 29, 2025
নিজের গুমের যে বর্ণনা দিলেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ Aug 29, 2025
img
ইংল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ Aug 29, 2025
img
ইরানের ওপর ‘স্ন্যাপব্যাক’ নিষেধাজ্ঞার পদক্ষেপে রাশিয়া-চীনের নিন্দা Aug 29, 2025
img
জামায়াতে যোগ দিলেন কৃষকদল নেতা Aug 29, 2025
img
জিততে পারব না মনে করলে বাংলাদেশেই আসতাম না: নেদারল্যান্ডস কোচ Aug 29, 2025
img
ইশতেহার হলো প্রেমিকাকে দেওয়া প্রেমিকের মিথ্যা প্রতিশ্রুতি: মহিউদ্দিন রনি Aug 29, 2025