আইসিসির সেরা দশের মধ্যে খুব একটা দেখা যায়না নেদারল্যান্ডস দলকে। যে কারণে আলোচনাতেও খুব একটা থাকেনা ডাচ ক্রিকেটাররা। তবে সম্প্রতি পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জেতা বাংলাদেশের যে দূর্বলতা রয়েছে সেটা কাজে লাগাতে চান নেদারল্যান্ডস কোচ রায়ান কুক।
সিলেটে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি মনে করি টি-টোয়েন্টি ক্রিকেট এমন একটা ফরম্যাট যেখানে যেকোনো দল যে কাউকে হারিয়ে দিতে পারে, জিততে পারে। সম্প্রতি তারা (বাংলাদেশ) ভালো ক্রিকেট খেলছে। কিন্তু ওই সিরিজগুলো এটাও দেখিয়েছে তাদেরও দূর্বলতা আছে। আমরা এখানে ভালো একটা আত্মবিশ্বাস নিয়েই এসেছি যে আমরা ভালো একটা ম্যাচ খেলতে পারব। আমরা জানি বাংলাদেশ ভালো ক্রিকেট খেলে আমাদেরকে চ্যালেঞ্জ জানাবে।’
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে জিততে পারেনি নেদারল্যান্ডস। তবে ডাচরা আত্মবিশ্বাস খুঁজতে পারেন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে পাওয়া জয় থেকে। এসব ছাপিয়ে প্রধান কোচ কুক মনে করিয়ে দিলেন, ঘরের মাঠে বাংলাদেশকে হারানো কঠিন।
কুক বলেন, ‘অবশ্যই, তাদের খুব ভালো খেলোয়াড় আছে এবং ঘরের মাঠে তাদের বিপক্ষে খেলা কঠিন। তাই আমাদের ছেলেদের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ হবে। কিন্তু আমরা যদি মনে করতাম আমরা জিততে পারব না, তাহলে আমরা এখানে আসতাম না। বিশ্বকাপেও আমরা তাদের সঙ্গে থাকব। আমরা যদি একই গ্রুপে পড়ি তাহলে আমরা তাদেরকে হারাতে চাইব। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের যা আছে সেটা নিয়েই এগিয়ে যেতে হবে। এবং আমরা আত্মবিশ্বাসী বাংলাদেশকে হারাতে পারব।’
ইএ/টিকে