বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের মতো নিয়মিত আসর বসে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। অন্যতম জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে নেদারল্যান্ডসের ক্রিকেটারদের দল পেতেও দেখা গেছে। তবুও ডাচ ক্রিকেটাররা পর্যাপ্ত সযোগ পান না বলে আক্ষেপ প্রকাশ করেছেন দলটির প্রধান কোচ রায়ান কুক।
নেদারল্যান্ডস কোচের মতে, আন্তর্জাতিক অঙ্গনে ভালো ফল করলেও ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খুব একটা সুযোগ পান না ডাচ ক্রিকেটাররা। আর তাই বাংলাদেশ সফরকে তিনি দেখছেন বিশ্বমঞ্চে নিজেদের প্রমাণের বড় সুযোগ হিসেবে।
কুক বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে খুব অবাক হই যখন ফ্র্যাঞ্চাইজি লিগগুলো আসে এবং নেদারল্যান্ডস খেলোয়াড়দের বেশি সুযোগ হয় না, যদিও আমাদের ফলাফল বেশ ভালো। তাই আমি মনে করি আমাদের খেলোয়াড়দের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ বাংলাদেশের বিপক্ষে বড় মঞ্চে তাদের দক্ষতা প্রদর্শনের। যদি এটি বিপিএলের দরজা খুলে দেয় তাহলে ছেলেরা সেটাই করবে।’
পূর্ণ সদস্য দেশ না হওয়ায় নেদারল্যান্ডসের আন্তর্জাতিক ক্যালেন্ডার তুলনামূলকভাবে সীমিত। বছরে মাত্র ১২টি বাধ্যতামূলক ম্যাচ খেলার সুযোগ মেলে তাদের। এর বাইরে বড় দলগুলোর বিপক্ষে সিরিজ পাওয়া অনেকটাই দুষ্কর। ভারতের বিপক্ষে বাংলাদেশের সিরিজ পিছিয়ে যাওয়ায় এই সুযোগ পেয়ে যায় ডাচরা। কুক সেই সুযোগটি হারাতে চাননি।
তিনি বলেন, ‘আমাদের বছরে বাধ্যতামূলক মাত্র ১২টি ম্যাচ থাকে। এটাই সহযোগী ক্রিকেটের বাস্তবতা। তাই অন্য দেশে ক্রিকেট খেলার যেকোনো সুযোগ আমাদের দারুণ অভিজ্ঞতা দেয়। আমরা ছেলেদের উৎসাহিত করি যেকোনো ভেন্যুতে গিয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে। আশা করি, ছেলেরা প্রমাণ করতে পারবে যে তারা বিশ্বমানের এবং বিপিএলের দলগুলো তাদের নেবে।’
বাংলাদেশের বিপক্ষে সিরিজে তাই নেদারল্যান্ডসের ক্রিকেটাররা শুধু জয়ই নয়, নিজেদের যোগ্যতা প্রমাণ করতেও প্রচেষ্টা চালাবেন। আজ (শনিবার) থেকে শুরু দুই দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় প্রথম টি-টোয়েন্টি শুরু হবে।
এসএস/এসএন