রশিদের ঝড় থামিয়ে আফগানদের হার নিশ্চিত করলেন রউফ

৯৭ রানে ৭ উইকেট হারিয়েই হারের দ্বারপ্রান্তে চলে গিয়েছিল আফগানিস্তান। এরপর ৫ ছক্কায় ঘুরে দাঁড়ানোর জোরালো ইঙ্গিত দেন অধিনায়ক রশিদ খান। তবে শেষ হাসিটা হাসলেন হারিস রউফ। রশিদের ঝড় তো থামালেনই, পাশাপাশি ৪ উইকেট শিকার করে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের ৩৯ রানের জয় নিশ্চিত করেছেন।

এশিয়া কাপের আগমুহূর্তে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে গতকাল (শুক্রবার) থেকে পাকিস্তান, আফগানিস্তান ও স্বাগতিক আমিরাতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু হয়েছে। যার প্রথমটিতে আগে ব্যাট করতে নামা পাকিস্তানকে ১৮২ রানের বড় পুঁজি এনে দেন অধিনায়ক সালমান আলি আগা। বিপরীতে লক্ষ্য তাড়ায় আফগানিস্তানের রশিদ বাদে বাকি ব্যাটাররা ব্যর্থ হয়েছেন। এক বল বাকি থাকতেই তারা গুটিয়ে গেছে ১৪৩ রানে।

শারজাহতে আগে ব্যাটিংয়ে নেমে পাক ওপেনার সাহিবজাদা ফারহান প্রথম ওভারে একটি করে ছক্কা ও চার মেরে শুরু করেন। তৃতীয় ওভারে আরেকটি ছক্কার পর ১০ বলে ২১ রান করে তিনি আউট। অস্বস্তিতে থাকা সাইম আইয়ুবও ১৬ বলে ১৪ রানে বিদায় নেন। ফখর জামান (১৭ বলে ২০), হাসান নেওয়াজরাও (১৩ বলে ৯) বেশিক্ষণ টিকতে পারেননি। পঞ্চম উইকেটে সালমান ও মোহাম্মদ নওয়াজ ইনিংসসেরা ৫৩ রানের জুটিতে দলকে এগিয়ে নেন।

নওয়াজ ১১ বলে ২ ছক্কা ও এক চারে ২১ রান এবং সালমান ৩৩ বলে পূর্ণ করেন চতুর্থ টি-টোয়েন্টি ফিফটি (৩টি করে চার-ছক্কায় ৫৩ রানে অপরাজিত)। ১৩ বলে ১৫ রান করে মোহাম্মদ হারিস আউট হলেও একটি করে চার ও ছক্কায় ৫ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন ফাহিম আশরাফ। আফগানিস্তানের পক্ষে পেসাররা খরুচে হলেও, স্পিনার রশিদ, মোহাম্মদ নবি ও মুজিব-উর-রহমান নিয়ন্ত্রিত বোলিংয়ে একটি করে উইকেট শিকার করেন। ফরিদ আহমেদ নেন ২ উইকেট।



লক্ষ্য তাড়ায় ধীরগতির শুরুর পর শাহিন আফ্রিদির বলে বোল্ড হয়ে দলীয় ১৭ রানে ফেরেন আফগান ওপেনার ইব্রাহিম জাদরান (৯)। ৫১ রানের জুটিতে সেই ক্ষত সারানোর প্রচেষ্টা চালান রহমানউল্লাহ গুরবাজ ও সেদিকউল্লাহ অটল। গুরবাজ ২৭ বলে ৩৮ এবং ১৯ বলে ২৩ করেন সেদিকউল্লাহ। ১১.২ ওভারে ৯২ রান তুলে ঠিকমতোই আগাচ্ছিল আফগানিস্তান। এরপর ৯৩ রানে পরপর তিন উইকেট হারিয়ে দিশেহারা অবস্থা। সেদিকউল্লাহ’র পরপর আউট করিম জানাত (০) ও দারউইশ রাসুলি (১৩ বলে ২১)।

আফগানদের স্কোরবোর্ড দ্রুতই ৯৭/৭ এ পরিণত হয় আজমতউল্লাহ ওমরজাই (০) ও মোহাম্মদ নবির (৩) বিদায়ে। ক্রিজে নেমে রশিদ চতুর্থ বলেই ছক্কা মারেন আফ্রিদিকে। এরপর সুফিয়ান মুকিমের পরপর দুই বলে মারেন ছক্কা-চার এবং পরের ওভারে রউফকে তিনটি ছক্কা হাঁকান। আরেকটি ছক্কার চেষ্টায় ওই ওভারেই শেষ হয় তার ঝড়ো ইনিংস। আফগানিস্তানের ক্ষীণ আশাও সেখানেই শেষ হয়ে যায়। ১৬ বলে ৫ ছক্কা ও এক চারে ৩৯ রান করেন রশিদ।

৩১ রানে ৪ উইকেট নিয়ে পাকিস্তানের সফলতম বোলার হারিস রউফ। এ ছাড়া আফ্রিদি, নওয়াজ ও সুফিয়ান মুকিম ২টি করে শিকার ধরেন। যদিও প্রথম ইনিংসে ভিত গড়ে দেওয়া ফিফটি করে সালমান আগা ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন।

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
দিল্লি সফরে যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান Nov 14, 2025
img
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১,৯২৩ জন Nov 14, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Nov 14, 2025
মোস্ট ওয়ান্টেড থেকে হোয়াইট হাউস: শারার ঐতিহাসিক সফর Nov 14, 2025
ভারত চীনের সীমান্তে লাদাখে নতুন সামরিক বিমানঘাঁটি উদ্বোধন Nov 14, 2025
img
পর্তুগালের হয়ে প্রথম লাল কার্ড ক্রিশ্চিয়ানো রোনালদোর, আইরিশদের বিপক্ষে হার Nov 14, 2025
যে কারণে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালো বিএনপি! Nov 14, 2025
জন্মদিনের রেশ কাটতেই রাজকীয় লুকে মিম Nov 14, 2025
“এই মন তোমাকে দিলাম” গানের এক মুহূর্তেই বিতর্কে পরী Nov 14, 2025
খোয়াবনামায় মিলিয়ন ভিউ, অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেলেন তৌসিফ Nov 14, 2025
হাসিমুখে প্রেম প্রকাশ, উচ্ছ্বসিত রাশমিকা Nov 14, 2025
হামজার গোলটা ক্লাসিক, বাংলাদেশের খেলার উন্নতি হয়েছে: ক্রীড়া উপদেষ্টা আসিফ Nov 14, 2025
img
ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট শুরু আজ Nov 14, 2025
img
চুয়াডাঙ্গায় ২০ জামায়াত নেতাকর্মীর বিএনপিতে যোগদান Nov 14, 2025
img
জাবিতে আ. লীগের কর্মসূচির বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ Nov 14, 2025
img
১ ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপের টিকেট নিশ্চিত করল ফ্রান্স Nov 14, 2025
img
শ্রীলঙ্কাকে পূর্ণ নিরাপত্তার আশ্বাস পাকিস্তান সেনাপ্রধানের Nov 14, 2025
img
১২ দিনে রেমিট্যান্স এল ১৩৪৬ মিলিয়ন ডলার Nov 14, 2025
img
বরিশালে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার Nov 14, 2025
img
যক্ষ্মায় সবচেয়ে বেশি মৃত্যুর তালিকায় আছে বাংলাদেশও Nov 14, 2025