চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের বিপক্ষে রিয়াল মাদ্রিদের নাম থাকাটা এখন সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। টানা দ্বিতীয় মৌসুমে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে স্প্যানিশ জায়ান্টদের প্রতিপক্ষ হিসেবে পেল ইংলিশ ক্লাবটি। তবে নিয়ম অনুযায়ী আগামী মৌসুমে (২০২৬/২৭) আর অ্যানফিল্ডে রিয়ালকে আতিথ্য দিতে পারবে না লিভারপুল।
চ্যাম্পিয়নস লিগের নতুন ফরম্যাটে ধারাবাহিক তিন মৌসুমে একই মাঠে একই দুই দলের ম্যাচ আয়োজনের বিধিনিষেধ রয়েছে।
সেই নিয়মের কারণে আগামীবার অ্যানফিল্ডে রিয়ালকে আতিথ্য দেওয়া লিভারপুলের পক্ষে আর সম্ভব নয়।
গত নভেম্বরে অ্যানফিল্ডে মাদ্রিদের বিপক্ষে ২–০ ব্যবধানে জিতেছিল লিভারপুল। এই মৌসুমে আবারও ইংলিশদের মাটিতে নামছে দুই দল। এটিই হবে ইউরোপসেরা প্রতিযোগিতায় তাদের ১৩তম মুখোমুখি লড়াই।
এর মধ্যে শেষ ১৬ বছরের মধ্যেই হয়েছে প্রায় সবকটি ম্যাচ।
এর আগে গ্রুপ পর্বে লিভারপুল–মাদ্রিদের দেখা হয়েছিল ২০১৪ সালে। বাকি সব লড়াই নকআউট পর্বে, যার মধ্যে রয়েছে তিনটি ফাইনাল—১৯৮১, ২০২১ ও ২০২২ সালে।
তবে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার বিধি (ধারা ১৬.০৩) অনুযায়ী একই প্রতিযোগিতায় টানা তিনবার একই মাঠে একই প্রতিপক্ষকে খেলানো যাবে না।
উয়েফার ক্লাব প্রতিযোগিতা কমিটির সিদ্ধান্তে বলা হয়েছে, ‘একই দুই দলের মধ্যে যদি টানা দুই মৌসুম একই ভেন্যুতে ম্যাচ হয়, তবে তৃতীয় মৌসুমে সেই ভেন্যুতে ম্যাচ আয়োজন করা যাবে না। তবে অন্য ভেন্যুতে দুই দল মুখোমুখি হতে পারবে।’
এ কারণেই ২০২৪/২৫ এবং ২০২৫/২৬ মৌসুমে অ্যানফিল্ডে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলার পর ২০২৬/২৭ মৌসুমে লিভারপুলের সেই সুযোগ আর থাকছে না। তবে সান্তিয়াগো বের্নাব্যুতে দেখা হলে কোনো সমস্যা নেই।
এমআর/টিএ