আগস্টের শেষ সপ্তাহে এশিয়া কাপ গুঞ্জনে সিলমোহর পড়ে গিয়েছিল। অনেক নাটকীয়তার পর সূচি ঘোষণা করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসর যে এবার সংযুক্ত আরব আমিরাতে বসতে যাচ্ছে, সেটি তখনই নিশ্চিত করা হয়েছিল। খেলা শুরুর সময় ও কোন ভেন্যুতে কোন ম্যাচ হবে সেটিও ইতোমধ্যে জানা গিয়েছে।
ঘোষিত সূচিতে দেখা গেছে, বাংলাদেশ গ্রুপপর্বের তিনটি ম্যাচই খেলবে আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে। আগামী ৯ সেপ্টেম্বর আসন্ন এশিয়া কাপের পর্দা উঠবে। ফাইনাল ম্যাচ হবে ২৮ সেপ্টেম্বর। ৮টি দল দুই গ্রুপে ভাগ হয়ে আসরে অংশ নেবে। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে তাদের সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। ‘বি’ গ্রুপের ৬টি ম্যাচই হবে আবুধাবিতে।
তবে আলোচনা ছিল, বাংলাদেশ থেকে কারা থাকবেন আম্পায়ারের দায়িত্বে। এসিসি বিসিবির কাছে দু’জন আম্পায়ার চেয়েছিলেন এশিয়া কাপের জন্য। বিসিবিও সেই হিসেবে দুইজনকে পাঠাতে যাচ্ছে ম্যাচ পরিচালনার জন্য। এক্ষেত্রে দুটি নাম উঠে এসেছে মাসুদুর রহমান মুকুল এবং গাজী সোহেল।
তবে এশিয়া কাপ শেষে বিশ্রাম পাচ্ছেন না মুকুল। আবার ধরতে হবে ওমানের বিমান। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোয়ালিফায়ারের জন্য ওমানে যাবেন আম্পায়ার মুকুল। সেখানেই করবেন আসন্ন কোয়ালিফায়ারের আম্পায়ারিং। এছাড়া খুব দ্রুতই জানা যাবে আরও কারা থাকছেন দায়িত্বে।
এদিকে আজ (শনিবার) থেকে সিলেটে শুরু হচ্ছে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি। এই সিরিজেও আম্পায়ারিং করতে দেখা যাবে মুকুলকে।
এমকে/এসএন