ডাচ অ্যাটাকিং মিডফিল্ডার জাভি সিমন্সকে নিয়ে আগ্রহ ছিল ইউরোপের একাধিক ক্লাবের। কিন্ত শেষ পর্যন্ত তাকে দলে ভেড়াল ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার। খরচও করতে হয়েছে মোটা অঙ্কের অর্থ।
বিবিসি স্পোর্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২২ বছর বয়সী এ ডাচকে জার্মান ক্লাব আরবি লাইপজিগ থেকে দলে টানতে ৬০ মিলিয়ন ইউরো খরচ করতে হয়েছে স্পারকে। বাংলাদেশি মুদ্রায় যা (১৪০ টাকা দরে) ৮৫১ কোটি টাকার বেশি। ২০৩০ সাল পর্যন্ত স্পারের সঙ্গে চুক্তি সিমন্সের।
ইউরোপের একাধিক ক্লাবের চাহিদায় থাকলেও টটেনহ্যামে যাওয়ার আগ্রহটা নিজে থেকেই দেখিয়েছেন সিমন্স। মেডিকেল পরীক্ষার পর এ ডাচ বলেন, ‘এখানে আসার স্বপ্নটা দীর্ঘদিনের।’
তিনি আরও বলেন, ‘আমি সত্যিই খুশি এবং টটেনহ্যামের হয়ে যাত্রা শুরু করতে অপেক্ষা করতে পারছি না। এটা দারুণ ক্লাব। যখন আমি কোচের সঙ্গে সাক্ষাৎ করেছি তখনই বুঝতে পেরেছি এটাই আমার জন্য সঠিক জায়গা।’
২০২৩ সালে ফরাসি ক্লাব পিএসজি থেকে লোনে লাইগজিগে গিয়েছিলেন সিমন্স। এরপর চলতি বছরের জানুয়ারিতে স্থায়ী হয়ে যান ক্লাবটিতে।
লাইপজিগের হয়ে ৭৮ ম্যাচ খেলে ২২ গোলের পাশাপাশি ২৪টি অ্যাসিস্ট রয়েছে সিমন্সের। জার্মান অধ্যায় শেষ করে এবার তিনি পাড়ি জমালেন ইংল্যান্ডে।
এমআর/টিএ