পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামীকাল ইংল্যান্ডে যাচ্ছে বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দল। তার আগে আজ শনিবার মিরপুর শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দলীয় ফটোসেশন সেরেছে যুবা টাইগাররা। পরে গণমাধ্যমের মুখোমুখি হন অধিনায়ক আজিজুল হাকিম তামিম।
লর্ডসে খেলার কথা এবং বেন স্টোকসের সঙ্গে দেখা করার কথা জানিয়ে তামিম বলেন, ‘অবশ্যই প্রত্যেকটা ছেলের স্বপ্ন থাকে লর্ডসে খেলার। ওইভাবে যদি সুযোগ থাকে, আমরা লর্ডসে যাব। আর ইংল্যান্ডের অনেক ক্রিকেটার আছে আমার পছন্দের। তবে অবশ্যই বেন স্টোকসের সঙ্গে দেখা করার ইচ্ছা আছে।’
ভবিষ্যতের কথা মাথায় রেখে এই সফর থেকে অভিজ্ঞতা পাওয়ার আশা তামিমের, ‘ইংল্যান্ডে খেলে আমরা অনেক অভিজ্ঞতা পাবো। এখন হয়তো বিশ্বকাপের খেলা নেই সেখানে। তবে সামনে ইনশাআল্লাহ্ আমরা এইচপি বা অন্য কিছুতে খেলতে আমরা যেতে পারি। তখন অভিজ্ঞতাটা কাজে লাগবে।’
বিশ্বকাপের জন্য নিজেদের চূড়ান্ত কম্বিনেশন সাজিয়ে নেওয়ার আশা যুব দলের অধিনায়ক তামিমের, ‘আমাদের কম্বিনেশন যদি দেখেন... এখন কিছু ইনজুরি আছে যেমন ইমন ইনজুরিতে। তো যারা আসছে তাদের এখন চান্স। স্যারও এটাই বললেন। কম্বিনেশনের ব্যাপারে... এরপর অক্টোবরে সম্ভবত আমাদের আফগানিস্তান সিরিজ। আমরা সেভাবেই প্রস্তুত হচ্ছি। এটাও একটা ভালো অভিজ্ঞতা।’
ইএ/টিএ