গত রাতটা ছিল কাজাখস্তানের ফুটবল ইতিহাসে এক অবিশ্বাস্য মুহূর্ত। এমন রাতের জন্যই যেন দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল কাজাখ ফুটবল। কাজাখস্তানের ঐতিহাসিক ক্লাব কাইরাত আলমাটি প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে জায়গা করে নিয়েছে। এর আগে কাজাখ ক্লাবগুলোর মধ্যে একমাত্র আস্তানা ১০ বছর আগে এই কীর্তি গড়েছিল। এবার কাইরাত সেই ইতিহাসে যুক্ত করল নিজেদের নাম।
এই অর্জন ছিল না সহজ। ইউরোপের ঐতিহ্যবাহী ক্লাব সেল্টিকের বিপক্ষে এক রুদ্ধশ্বাস ম্যাচে ইতিহাস গড়ে কাইরাত। নির্ধারিত ৯০ মিনিটে সেল্টিককে আটকে রেখে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই দুর্দান্ত লড়াই করে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় কাইরাত। এই জয়ের মধ্য দিয়ে কাজাখ ফুটবলের জন্য এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।
এই ঐতিহাসিক সাফল্যের ফলে কাইরাত শুধু গৌরবই অর্জন করেনি, বরং পেয়েছে কোটি কোটি টাকার আর্থিক পুরস্কারও। এখন কাইরাতের সমর্থকরা নিজেদের মাঠে বিশ্বের বড় তারকাদের খেলা দেখার সুযোগ পাবে। এমন সাফল্যের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে মাত্র ১৭ বছর বয়সী ফরোয়ার্ড দাস্তান সাৎবায়েভ। এই তরুণ তারকার অনবদ্য পারফরম্যান্স ইতিমধ্যেই আলোচনায়। অনেক ইউরোপীয় ক্লাবের নজরে পড়েছেন তিনি। সবকিছু ঠিক থাকলে, ২০২৬ সালে তিনি ইংলিশ ক্লাব চেলসিতে যোগ দেবেন।
কাজাখস্তানের ফুটবলে নতুন যুগের সূচনা করতে পারে এই সাফল্য। কাইরাতের এই লড়াকু মনোভাব এবং ঐতিহাসিক জয় প্রমাণ করেছে যে পরিশ্রম, দৃঢ়তা এবং বিশ্বাস থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়।
টিকে/