ত্রিদেশীয় সিরিজে টানা দ্বিতীয় জয় পেয়েছে পাকিস্তান। প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারানো পাকিস্তান এবার হেসেখেলেই হারাল স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে। পাকিস্তানের দেয়া বড় লক্ষ্য তাড়া করতে নেমে আসিফ খান দুর্দান্ত অর্ধশতক হাঁকালেও বড় হার এড়াতে পারেনি আমিরাত।
শনিবার (৩০ আগস্ট) শারজাহ'য় স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে ৩১ রানে হারিয়েছে পাকিস্তান। টস জিতে আগে ব্যাটিং নেয়া পাকিস্তান সাইম আইয়ুব ও হাসান নওয়াজের অর্ধশতকে ভর করে নির্ধারিত ২০ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ২০৭ রান তোলে।
জবাবে ব্যাট করতে নামা আমিরাতের হয়ে আসিফ খান ও মোহাম্মদ ওয়াসিম ছাড়া কেউই ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। আসিফ মাত্র ৩৫ বলে ৭৭ রান করলেও নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৭৬ রানে থামে আমিরাত। ২০৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪.১ ওভারেই ৩৯ রান তোলে আমিরাত। মোহাম্মদ নওয়াজ পাকিস্তানকে প্রথম ব্রেকথ্রু এনে দেন। মোহাম্মদ জোহাইব ১৪ বলে ১৩ রান করে আউট হন।
ঝড় তুলেছিলেন আরেক ওপেনার মোহাম্মদ ওয়াসিম। ষষ্ঠ ওভারে তিনিও রানআউট হয়ে যান। তার আগে মাত্র ১৮ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৩ রান করেন তিনি।
এরপরই মড়ক লাগে আমিরাতের ইনিংসে। সে ওভারেই হাসান আলী ইথান ডি'সুজাকে (৩) ফেরান। দেখতে দেখতে ৭৬ রানেই পঞ্চম উইকেট হারিয়ে ফেলে আমিরাত।
ছয় নম্বরে নামা আসিফের ব্যাটে ঘুরে দাঁড়ায় আমিরাত। ব্যাট হাতে ঝড় তোলেন তিনি। তবে ততক্ষণে ম্যাচ থেকে প্রায় ছিটকে পড়েছে স্বাগতিকরা। তার দারুণ ইনিংসে শুধু হারের ব্যবধানই কমেছে।
২০তম ওভারের দ্বিতীয় বলে আউট হওয়ার আগে ৩৫ বলে ৬টি করে চার-ছক্কায় ৭৭ রান করেন তিনি। ধ্রুব পরাশর ১৯ বলে ১৫, সাগির খান ৭ বলে ১১ রান তুলে সময়ের দাবি মেটাতে পারেননি।
হাসান আলী ৪ ওভারে ৪৭ রানে ৩ উইকেট শিকার করেন। নওয়াজ ২টি এবং সালমান মির্জা ও সাইম আইয়ুব ১টি করে উইকেট পান। এর আগে পাকিস্তানকে বড় সংগ্রহ পায় আইয়ুব ও হাসান নওয়াজের অর্ধশতকে ভর করে। আইয়ুব ওপেনিংয়ে নেমে ৩৮ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৬৯ এবং নওয়াজ ২৬ বলে ২ চার ও ৬ ছক্কায় ৫৬ রান করেন। এছাড়া মোহাম্মদ নওয়াজ ১৫ বলে ২৫ রান করেন।
জুনাইদ সিদ্দিক ও সগির খান ৩টি করে উইকেট শিকার করেন। হায়দার আলী নেন ২ উইকেট।