ম্যাচের বয়স ৩১ মিনিট মোটে, তখনই পিএসজি এগিয়ে ৪ গোলে। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের জালে আরও দুবার বল পাঠাল পিএসজি। হ্যাটট্রিকের আনন্দে ভাসলেন জোয়াও নেভেস। প্রতিপক্ষ তুলুসও পিএসজির জালে বল পাঠাল তিনবার। সব মিলিয়ে দর্শক সাক্ষী হলো গোলবন্যার এক ম্যাচের।
শনিবার (৩০ আগস্ট) লিগ ওয়ানের ম্যাচে স্বাগতিক তুলুসকে ৬-৩ গোলে হারিয়েছে পিএসজি। হ্যাটট্রিক করে ম্যাচ রাঙিয়েছেন পিএসজির জোয়াও নেভেস। জোড়া গোল করেছেন ওসমান দেম্বেলে। বাকি গোলটি করেন ব্রাডলি বারকোলা। তুলুসের পক্ষে চার্লি ক্রেসওয়েল, ইয়ান গোবহো ও আলেক্সিস ভোসা গোল করেন।
লিগে টানা তিন জয়ে দারুণ সূচনা করলো পিএসজি। পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে থেকে আন্তর্জাতিক বিরতিতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচের শুরুতেই প্রতিপক্ষকে কোণঠাসা করে ফেলে পিএসজি। ১৫ মিনিটের মধ্যেই ৩-০ গোলে এগিয়ে যায়।
সপ্তম মিনিটে দেম্বেলে সেটপিস থেকে উঁচু করে বল বাড়ান। দারুণ বাইসাইকেল শটে গোলের খাতা খোলেন নেভেস। এর ৬ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন বারকোলা। ফাবিয়ান রুইসের থ্রুবল ধরে বাঁ দিক থেকে শটে ব্যবধান দ্বিগুণ করেন এই ফরাসি। তৃতীয় গোলটিও আসে বাইসাইকেল কিক থেকে। কর্নার থেকে আসা বলে বাইসাইকেল কিকে এই গোলটিও করেন নেভেস।
৩১ মিনিটে স্পটকিক থেকে গোল করেন দেম্বেলে। দিজেরে দুয়ে তুলুসের ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক থেকে ম্যাচে নিজের প্রথম গোলটি করেন দেম্বেলে। ৩৭ মিনিটে গোল করে ব্যবধান কমান ক্রসওয়েল।
দ্বিতীয়ার্ধের শুরুতে ফের পেনাল্টি পায় পিএসজি। বারকোলা ফাউলের শিকার হলে রেফারি স্পটকিকের নির্দেশ দেন। সফল স্পটকিক থেকে ম্যাচে ব্যক্তিগত দ্বিতীয় গোলটি কতেন দেম্বেলে।
৭৮ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন নেভেস। ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরাল শট থেকে গোল করেন এই পর্তুগিজ মিডফিল্ডার। ম্যাচের শেষদিকে গোবহো ও ভোসা আরও দুটি গোল শোধ করেন।
এটি আসরে তুলুসের প্রথম হার। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে তারা।
এসএস/টিকে