পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আজ (রোববার) ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেখানে পৌঁছে আজিজুল হাকিম তামিমরা ইংল্যান্ড যুবাদের সঙ্গে লড়বে। এই দলকে নিয়ে খুব আশাবাদী জাতীয় দলের সাবেক নির্বাচক হাবিবুল বাশার সুমন।
বাশার বলেন, ‘আমি খুব আশাবাদী এই দলটা নিয়ে। এই দলে বেশ কিছু খেলোয়াড় আছে যাদেরকে নিয়ে আমরা ভবিষ্যতে আশাবাদী হতে পারি। তবে আমাদের বুঝতে হবে যে অনূর্ধ্ব-১৯ কিন্তু কেবলই সূচনা। ওদের এখনও অনেক দূরে যেতে হবে।’
সাবেক এই অধিনায়ক মনে করেন, বয়সভিত্তিক স্তর কেবল শুরু, যেখান থেকে তরুণরা অভিজ্ঞতা নিয়ে পরবর্তী স্তরে উন্নত হবে। বাশার জানান, ‘এখানে বেশ কিছু সম্ভাবনাময় খেলোয়াড় আছে। এখান থেকে বের হয়ে যাওয়ার পরে আমরা যদি তাদের সঠিকভাবে পরিচর্যা করতে পারি এবং তারাও যদি নিজেদেরকে আরও ভালোভাবে তৈরি করতে পারে, এটা কিন্তু দুই দিক থেকেই কাজ করতে হয়। তাদের সামর্থ্য আছে, মেধা আছে বড় পর্যায়ে যাওয়ার জন্য।’
বোর্ড ও টিম ম্যানেজমেন্টের সঠিক পরিচর্যা এবং খেলোয়াড়দের নিজের কঠোর পরিশ্রম- এই দুইয়ের সমন্বয়েই তারা বড় মঞ্চে জায়গা করে নিতে পারবে। অনূর্ধ্ব-১৯ দল বরাবরই বাংলাদেশকে সাফল্য উপহার দিয়ে আসছে। জাতীয় দলের হয়েও তারা ভরসা হয়ে উঠতে পারবেন কি না তা পরিচর্যা ও তাদের পরিশ্রমের ওপর নির্ভর করবে বলে মনে করেন বাশার, ‘সময়ই বলে দেবে আমরা তাদেরকে কতটা ভালোভাবে পরিচর্যা করতে পারি এবং তারা নিজেদেরকে কিভাবে আরো ভালোভাবে প্রস্তুত করতে পারে।’
এসএস/টিকে