কার্গো ফ্লাইটে পিছিয়ে পড়ছে শাহ আমানত বিমানবন্দর

পিছিয়ে পড়ছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট অপারেশন। উদ্যোগ থাকলেও এখনো প্রয়োজনীয় মেশিনারিজ স্থাপন করতে পারেনি বাংলাদেশ বিমান। সংকট রয়েছে ওয়্যারহাউজসহ অন্যান্য অবকাঠামোর। বন্দরনগরী হিসেবে অনেক আগেই নজর দেয়া উচিত ছিল বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। তবে দ্রুত কারিগরি কাজ শেষ করার কথা জানিয়েছে গ্রাউন্ড হ্যান্ডেলার সংস্থা বাংলাদেশ বিমান।

ঢাকা বিমানবন্দরের পর দ্বিতীয় অপশন হিসেবে কার্গো ফ্লাইট চালু হয় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। বর্তমানে এ বিমানবন্দর দিয়ে সপ্তাহে তিনটি কার্গো ফ্লাইট পরিচালিত হচ্ছে। তবে সক্ষমতায় পিছিয়ে পড়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো কার্যক্রম।

সমুদ্র পথে বাণিজ্যের অবারিত সুবিধা থাকলেও সৃষ্টি হয় জটিলতা। এমন প্রেক্ষাপটে আকাশ পথে একই চত্বর থেকে স্বল্প সময়ে পণ্য রফতানির সুযোগ পাচ্ছেন না ব্যবসায়ীরা।

মোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ কবির বলেন, প্রচুর সি-শিপমেন্ট হচ্ছে। ভ্যাসেলের সময়সূচি মিস হলে পণ্য দ্রুত এয়ার শিপমেন্টের প্রয়োজন হয়। কিন্তু চট্টগ্রাম বিমানবন্দর থেকে এটি করা সম্ভব না হওয়ায় পণ্য ঢাকায় আনতে হয়। তবে বন্দরের একই কাস্টমসের মাধ্যমে চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে এয়ার শিপমেন্ট করতে পারলে সময় ও ব্যয় উভয়ই সাশ্রয় হবে।’

খাত সংশ্লিষ্টরা বলছেন, উদ্যোগ থাকলেও অত্যাবশ্যক হিসেবে পণ্য পরীক্ষা করার এক্সপ্লোসিভ ডিটেকশন সিস্টেম-ইডিএস মেশিন না বসানো, পণ্যের ওয়্যার হাউজের সক্ষমতা কম ও রেগুলেটেড এজেন্টের অনুমতি মেলেনি চট্টগ্রাম বিমানবন্দরের কার্গো ভিলেজে।

দ্যা বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল হক জানান, ‘চট্টগ্রাম বিমানবন্দরে প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব রয়েছে। স্টোরেজ সক্ষমতাও পর্যাপ্ত নয়। ইতোমধ্যেই তৈরি করা গোডাউনটিও কার্গো ওয়্যারহাউজ হিসেবে ব্যবহারে উপযোগী নয়, যার ফলে বিমানবন্দরটি পূর্ণরূপে ব্যবহার করা সম্ভব হচ্ছে না।’

বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের (বাফা) সভাপতি কবির হোসেন বলেন, ‘কমপ্লায়েন্স নিশ্চিত করার জন্য ইডিএস মেশিন স্থাপন অত্যাবশ্যক। তবে সেটি এখনও চট্টগ্রাম বিমানবন্দরে স্থাপন করা হয়নি। বিমানবন্দরে স্ক্যানার বসিয়ে সেটি ইইউ ভ্যালিডেটরের মাধ্যমে ভ্যালিডেশন করতে হবে। সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ ওয়্যারহাউজের জন্য পদক্ষেপ নিলেও তাতে এখনো উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়নি।’

তবে দ্রুতই রেগুলেটেড এজেন্টের অনুমতিসহ কার্গো সেবার আনুষঙ্গিক কাজ শেষ করার প্রত্যাশা বাংলাদেশ বিমানের। প্রতিষ্ঠানটির পরিচালক (কার্গো ভিলেজ) মো. শাকিল মেরাজ বলেন, ‘চট্টগ্রাম বিমানবন্দরকেও সার্টিফিকেশন করা হচ্ছে, যাতে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে সরাসরি বাংলাদেশি পণ্য পৌঁছে দেয়া যায়।’

চট্টগ্রাম বিমানবন্দরে কার্গো সার্ভিস শুরু হলে নতুন করে গতি বাড়বে আমদানি-রফতানিতে। পাশাপাশি বাড়বে সরকারের রাজস্ব।

এসএস/টিকে

Share this news on:

সর্বশেষ

মোট ভোটারের অর্ধেকই অনাবাসিক, বদলে যেতে পারে বিজয়ের সমীকরণ Oct 13, 2025
img
মেঘনায় মা ইলিশ রক্ষা অভিযানে আটক ১১ জেলে, ৮ জনের কারাদণ্ড Oct 13, 2025
ট্রাইব্যুনালে হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের বিচার প্রক্রিয়া শুরু Oct 13, 2025
প্রয়োজনে নারীরা যেকোনো কার্যক্রমে যুক্ত থাকতে পারেন: শিবিরের ভিপি প্রার্থী Oct 13, 2025
আটক ১৫ সেনা কর্মকর্তাকে অবশ্যই আদালতে আনতে হবে: চিফ প্রসিকিউটর Oct 13, 2025
পিরোজপুর জেলা জামায়াতের স্মারকলিপি প্রদান Oct 13, 2025
নির্বাচনের ব্যস্ততা নিয়ে যা বললেন জিএস প্রার্থী আম্মার Oct 13, 2025
img
বিপিএলে বিদেশি ফ্র‍্যাঞ্চাইজির আসতে বাধা নেই Oct 13, 2025
রাজনৈতিক পরিচয়ে বেশি সুবিধা পাবে এটা হতে দিব না - বললেন শিবির জিএস ফাহিম Oct 13, 2025
রাবি শিক্ষার্থীদের যেসব অঙ্গীকার দিলেন ছাত্রশিবির প্যানেলের ভিপি প্রার্থী জাহিদ Oct 13, 2025
গান গেয়ে শিবির প্যানেলের প্রচারণা! Oct 13, 2025
শবনম ফারিয়ার মুখোশ ফাঁস: ভণ্ডামি শুধু দেশেই Oct 13, 2025
img
আমাকে গুম করা হতে পারে : এনসিপির কেন্দ্রীয় নেতা Oct 13, 2025
img
ইলিয়াস কাঞ্চনের জন্য দোয়া চাইলেন শাকিব খান Oct 13, 2025
img
মধ্যপ্রাচ্যের মতো ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পকে জেলেনস্কির আহ্বান Oct 13, 2025
img
কক্সবাজারে আদালতের খাস কামরা থেকে বিচারকের আইফোন চুরি Oct 13, 2025
দীর্ঘদিনের অপেক্ষার অবসান, বিপিএলে যুক্ত হচ্ছে নোয়াখালী Oct 13, 2025
বিশ্বকাপে বাংলাদেশের খেলা অনিশ্চিত, যা করতে হবে মিরাজদের Oct 13, 2025
img
‘মানিয়ে নিতে না পারলে আপনারই সমস্যা’, দীপিকার ৮ ঘন্টা শিফট প্রসঙ্গে প্রিয়ামনি Oct 13, 2025
img
মাঠ ও মাঠের বাইরে হামজাকে নেতা মানেন বাংলাদেশের কোচ Oct 13, 2025