নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৮ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ। এশিয়া কাপের প্রস্তুতিতে নেমে স্বাগতিক টাইগাররা ডাচদের একপ্রকার উড়িয়ে দিয়েছে। বিশেষ করে ব্যাট হাতে বড় অবদান রেখেছেন বাংলাদেশ অধিনায়ক লিটস দাস। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও তারই প্রশংসায় পঞ্চমুখ নেদারল্যান্ডসের কোচ রায়ান কুক।
তিনি বলেন, ‘আমাদের বোলাররা যখনই ভুল করেছে, তখনই তারা সেটার সুযোগ নিয়েছে। দুই দিকেই তাদের শটের এক্সিকিউশন ছিল দুর্দান্ত। শুধু তাই নয়, আমি মনে করি সিঙ্গেল নেওয়ার ক্ষেত্রে তাদের শট মেকিং ও খুব ভালো ছিল, যা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, বিশেষ করে লিটনের মতো একজনের কাছ থেকে, যে অসাধারণ একটি ইনিংস খেলেছে।’
ম্যাচটিতে টস জিতে আগে ফিল্ডিং নেয় বাংলাদেশ। টস হারকে অবশ্য ম্যাচ হারের কারণ মানতে নারাজ কুক, ‘আমি মনে করি টস একটি ফ্যাক্টর, কিন্তু এমন নয় যে টস জেতা দলই ম্যাচ জিতবে। আমার মনে হয়, প্রথমে ব্যাট করেও জেতার উপায় আছে, তবে আপনাকে বোর্ডে একটি ভালো স্কোর দাঁড় করাতে হবে।’
ম্যাচ শেষে দলটির অধিনায়ক স্কট এডওয়ারডস বলেন, ‘অবশ্যই (সিরিজে আমাদের) আদর্শ শুরু হয়নি। আমি মনে করি ম্যাক্স ও’ডাউড শুরুতে ভালো ব্যাট করেছে। তবে মাঝখানে আমরা কিছুটা গতি হারিয়ে ফেলি। কিন্তু হ্যাঁ, কৃতিত্ব দিতে হবে বাংলাদেশের বোলার আর ব্যাটারদের–তিন বিভাগেই ওরা আমাদের পরাস্ত করেছে।’
পরে ব্যাটিংয়ে বড় জুটি গড়তে না পারার আক্ষেপও ঝরেছে ডাচ দলনেতার কণ্ঠে, ‘যেমনটা বললাম, কৃতিত্ব বাংলাদেশেরই। ওরা আমাদের চাপে রেখেছে। যখনই আমরা কোনো পার্টনারশিপ গড়ার চেষ্টা করেছি, ওরা উইকেট নিয়েছে। তাই আমরা আসলে কখনোই পুরোপুরি ছন্দে উঠতে পারিনি। আর ১৩০ রান কখনোই এখানে যথেষ্ট ছিল না।’
এমকে/টিকে