বাগদানের পর পুরনো ছবি ঘিরে নতুন ঝড় টেলর সুইফটের জীবনে

টেলর সুইফটকে ঘিরে ভক্তদের উন্মাদনার শেষ নেই। আর সেই উন্মাদনাকেই কাজে লাগিয়ে এক মার্কিন তরুণ সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে। অ্যান্ডি স্লাই নামের এক ব্যক্তি দাবি করেন, তিনি নাকি টেলর সুইফটের হাইস্কুল প্রেমিক ছিলেন। সেই দাবির পক্ষে তিনি প্রকাশ করেন ২০০৮ সালের একটি ছবি, যেখানে সুইফটের সঙ্গে তাকে দেখা যায়। মুহূর্তেই ছবিটি ভাইরাল হয়ে যায় এবং ছড়িয়ে পড়ে নানা জল্পনা-কল্পনা-টেলরের প্রথম দিককার প্রেম-বিচ্ছেদের গানগুলো কি তবে এই মানুষটিকে ঘিরেই লেখা?

তবে কিছুদিন পরেই অ্যান্ডি নিজেই সব খুলে বলেন। তিনি স্বীকার করেন, ছবিটি একশ শতাংশ সত্য হলেও বাস্তবে তিনি কখনোই সুইফটের প্রেমিক ছিলেন না। আসলে ২০০৮ সালে ন্যাশভিলে অ্যালান জ্যাকসনের কনসার্টে টেলরের সঙ্গে ভক্ত হিসেবে ছবিটি তোলেন তিনি। সেই সময় নিজের বান্ধবীর সঙ্গেই সেখানে গিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে বান্ধবীকে ছবির বাইরে রেখে শুধু টেলর আর নিজেকে রেখে প্রকাশ করেন। অ্যান্ডি জানান, তিনি বরাবরই টেলরের ভক্ত, ছবিটি কোনোভাবেই ফটোশপ করা নয়।

তিনি আরও বলেন, “আমরা এক ঘণ্টারও বেশি লাইনে দাঁড়িয়ে ছিলাম শুধু একটি ছবির জন্য। টেলর প্রত্যেক ভক্তের সঙ্গেই সেই সময় ছবি তুলেছিলেন, সবার জন্যই সময় বের করেছিলেন। পাঁচ-দশ সেকেন্ডের ছোট্ট এক আলিঙ্গনে আমি বুঝেছিলাম তিনি ভেতর থেকে একজন অসাধারণ মানুষ।”

অ্যান্ডির এই মজার পোস্টে লাখো ভক্ত প্রতিক্রিয়া জানান। কেউ কেউ তাকে মনে করেছিলেন টেলরের গাওয়া বিখ্যাত গান টিয়ারড্রপস অন মাই গিটার-এর ‘ড্রু’। আবার অনেকে তুলনা টেনে আনেন টেলরের বর্তমান বাগদত্তা আমেরিকান ফুটবল তারকা ট্রাভিস কেলসের সঙ্গে। কেউ কেউ আবার রসিকতা করে বলেন, যেহেতু অ্যান্ডি এখন পেশাদার বিয়ের ভিডিওগ্রাফার, তাই হয়তো তাকেই সুইফট-কেলসের বিয়ের ভিডিও ধারণ করতে দেওয়া উচিত।

টেলর সুইফটের প্রেমের ইতিহাস নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে এই ঘটনার পর। ২০০৮ সালে জো জোনাসের সঙ্গে তার সংক্ষিপ্ত সম্পর্ক থেকে শুরু করে টেলর লটনার, জন মেয়ার, জেক গিলেনহল কিংবা হ্যারি স্টাইলস-বছরের পর বছর নানা আলোচিত সম্পর্ক তার ভক্তদের মুগ্ধ করেছে। তবে সবচেয়ে আলোচিত প্রেম ছিল অভিনেতা জো অ্যালউইনের সঙ্গে দীর্ঘ ছয় বছরের সম্পর্ক, যা শেষ পর্যন্ত ভাঙনের মুখে পড়ে। আর এই বছরের শুরুর দিকেই ট্রাভিস কেলসের সঙ্গে বাগদানের খবর দিয়ে নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন টেলর।

অ্যান্ডির ভাইরাল পোস্ট প্রমাণ করেছে, টেলর সুইফটের জনপ্রিয়তা শুধু সংগীতেই সীমাবদ্ধ নয়; তার ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের কৌতূহল সবসময় আকাশচুম্বী।

টিকে/

Share this news on:

সর্বশেষ

img

নিলোফার মনি

নির্বাচন ও সংস্কার নিয়ে দ্বিমুখী কথা বলছে জামায়াত Sep 04, 2025
img
জামায়াত নির্বাচনে অংশ নিতে প্রস্তুত : আব্দুল মান্নান Sep 04, 2025
img
পর্তুগালে ভয়াবহ ক্যাবল রেল দুর্ঘটনায় ১৫ জনের প্রাণহানি Sep 04, 2025
img
১৫০ বছর বাঁচা নিয়ে পুতিন-শি জিনপিংয়ের আলোচনা Sep 04, 2025
img
ইউটিউবের সুপারস্টার ভুবন বাম বলিউডে! Sep 04, 2025
img
মূল সুরের প্রতি শ্রদ্ধা, রিমেক নিয়ে সোনুর আবেগ Sep 04, 2025
img
পরিচালক পদে লড়বেন নান্নু! Sep 04, 2025
পাসপোর্ট নেই, দেশও নেই! দুই বোনের জীবন থমকে আছে ভারতেই Sep 04, 2025
গণভোটে অংশগ্রহণের আহ্বান ইসলামী আন্দোলনের! Sep 04, 2025
‘নির্বাচন ঘোষণার পর থেকে বিদেশি ব্যবসায়ীরা বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছেন’ Sep 04, 2025
নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ, স্পষ্ট করল ইসি Sep 04, 2025
জাতীয় দলে হামজা, লেস্টারের বাধা! Sep 04, 2025
img
প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগ গণমানুষের প্রাণের দাবি: শায়খ আহমাদুল্লাহ Sep 04, 2025
img
২০২৬ সুপার বোলের হাফটাইমে টেইলর সুইফটের সম্ভাবনা! Sep 04, 2025
img
আদালত ঘোষিত পলাতক ব্যক্তি প্রার্থী হতে পারবেন না: ইসি সানাউল্লাহ Sep 04, 2025
img
বলিউডে কৃতি স্যাননের কঠিন সময়! Sep 04, 2025
img
নতুন সিনেমা নিয়ে ফিরছেন আল্লু অর্জুন! Sep 04, 2025
img
মীনাক্ষী ও জনের জুটিতে আসছে ফোর্স ৩! Sep 04, 2025
img
আবেগের বাঁধনেই মায়ের সিনেমায় নতুন যাত্রার প্রস্তুতি Sep 04, 2025
img
রজনীকান্তের কুলি ওটিটিতে আসছে সেপ্টেম্বরে! Sep 04, 2025