ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর সাবেক কমিশনার ললিত মোদি প্রকাশ করেছেন, ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় ক্রিকেটারদের একটি বিশেষ পুরস্কারের প্রলোভন তিনি দিয়েছিলেন। মোদি বলেছিলেন, কেউ যদি এক ওভারে ছয়টি ছক্কা মারে বা ছয়টি উইকেট নেয়, তবে তিনি নিজের খরচে তাদের জন্য একটি পোর্শে গাড়ি দেবেন।
মাইকেল ক্লার্কের পডকাস্টে মোদি জানিয়েছেন, যুবরাজ সিং ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের বিরুদ্ধে ছয় ছক্কা মারার পর সেই প্রতিশ্রুতি অনুযায়ী গাড়ি পান। মোদি তখনই ঐ ঐতিহাসিক ব্যাটটি সংগ্রহ করেন।
ঐ ঐতিহাসিক ব্যাটটি আজও তার ঘরে সংরক্ষিত।
মোদি আরও বলেছেন, “যুবরাজ আমাকে দেখেছিল সীমানার ধারে… ব্যাট উঁচিয়ে এসে বলল, ‘আমার পোর্শে চাই’, আমি বললাম, ব্যাটটা আমাকে দাও।”
মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে সেই বিশ্বকাপ জেতে ভারত, যা পরবর্তীতে আইপিএলের জন্মের মূল ভিত্তি হিসেবে কাজ করে। যুবরাজের এই অসাধারণ কীর্তি ভারতীয় ক্রিকেটপ্রেমীদের উজ্জীবিত করেছিল এবং আইপিএলের অভূতপূর্ব উত্থানের পথ প্রশস্ত করেছিল বলে জানান মোদি।
এসএস/টিকে