অনেক শোবিজ তারকা সোশ্যাল মিডিয়ায় খুব সরব থাকলেও জনপ্রিয় অভিনেত্রী ও উপস্থাপিকা মাসুমা রহমান নাবিলা তেমনটা নন। তিনি প্রতিদিন কিছু না কিছু পোস্ট করেন না।
গুরুত্বপূর্ণ কোন ঘটনা কিংবা কাজের ছবিই তিনি ফেসবুকে দেন। কখনো কখনো মনের চলমান অনুভূতিকে প্রকাশ করেন লেখার মাধ্যমে।
আজ তেমনি একটি স্ট্যাটাস দিয়েছেন চলমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে। তিনি লিখেছেন, ‘যে চোর সে যখন নীতিকথা বলে, আর তার ভণ্ডামিতে মগজ ধোলাই হওয়া মানুষগুলো যখন মারহাবা মারহাবা করে তখন নিজেকে খুব অসহায় লাগে। কারণ, তার ভণ্ডামির কথা কেউ জানাতে পারছে না। সমাজের এক অদ্ভুত শেকলে আমরা বাঁধা আর আমাদের এই অসহায়ত্বের সুযোগ নিয়ে সেই সকল চোর আর সৃজনশীল ভন্ড একের পর এক তার ভণ্ডামি চালিয়ে যায়.....’।
এদিকে, নাবিলা অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘আকা’ হইচইতে মুক্তি পেয়েছে গত সপ্তাহে। ভিকি জাহেদ পরিচালিত সিরিজটিতে নাবিলার বিপরীতে আছেন আফরান নিশো।
এই সিরিজে মেঘা নামের একটি চরিত্রে অভিনয় করেছেন নাবিলা। এই সিরিজে নিজের অভিনয়ে নতুনত্ব আনতে নাবিলা তার কথা বলার ধরনে পরিবর্তন এনেছেন। যা অনেকেই নোটিশ করেছেন এবং প্রশংসাও করেছেন।
থ্রিলার ধাচের এই সিরিজটিতে উঠে এসেছে একজন রকস্টার হতে চাওয়া তরুণের টিকে থাকার গল্প।
‘আকা’র মাধ্যমে ওয়েব সিরিজে অভিষেক হতে যাচ্ছে নাবিলার। হইচই-এর একদম প্রথম দিকের একটা কনটেন্টে তাকে কিছুক্ষণ দেখা গেলেও এই সিরিজে গুরুত্বপূর্ণ এক চরিত্রে অভিনয় করেছেন তিনি। এ ব্যাপারে নাবিলা বলেন, ‘আমার জন্য আকা খুবই বিশেষ কাজ। আমার প্রথম সিরিজ হিসেবে এই কাজটা করে আমি খুবই আনন্দিত। আমি সত্যিই আশা করি দর্শক শুধু আমার চরিত্রটাই নয়, আকা সিরিজের গল্প, আবহ এবং নির্মাণকে আপন করে নেবে।’
কেএন/টিকে