ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিচ্ছেন এমি মার্টিনেজ!

গত মৌসুমে ঘরের মাঠের শেষ ম্যাচেই কান্নাজড়িত চোখে ক্লাবের সমর্থকদের বিদায় জানিয়েছিলেন এমি মার্টিনেজ। কিন্তু দলবদলের শেষ পর্যায়ে এসেও এই আর্জেন্টাইন নতুন গন্তব্য ঠিক করতে পারেননি। ম্যানচেস্টার ইউনাইটেডকে ঘিরে গুঞ্জন উঠলেও তার ক্লাবের উচ্চ চাহিদার কারণে চুক্তির সম্ভাবনা নাকি থমকে গিয়েছিল। এমির ভবিষ্যৎ ঘিরে নতুন করে ফের গুঞ্জন দানা বেঁধেছে।

গোলবারের নিচে গোলরক্ষকদের একের পর এক ভুলে নাজেহাল ম্যানচেস্টার ইউনাইটেড। তাদের নম্বর ওয়ান গোলরক্ষক আন্দ্রে ওনানা নিয়মিতই হাস্যকর ভুল করে দলকে ডোবাচ্ছেন। যে কারণে গ্লাভস হাতে বিশ্বস্ত গোলরক্ষকের খোঁজে নেমেছে রেড ডেভিলরা। আর এ ক্ষেত্রে এমি মার্টিনেজ তাদের তালিকার ওপরের দিকে আছে এখনও।

একটি বিদেশি গণমাধ্যম জানিয়েছে, অ্যাস্টন ভিলা থেকে এই আর্জেন্টাইন গোলরক্ষককে দলে ভেড়ানোর ব্যাপারে নতুন করে আগ্রহ দেখাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইউনাইটেড সোমবারের (১ সেপ্টেম্বর) ট্রান্সফার ডেডলাইনের আগে একজন গোলকিপার সই করাতে চায়।



রয়্যাল অ্যান্টওয়ার্পের ২৩ বছর বয়সী গোলকিপার সেনে ল্যামেন্সকে নিয়ে বেশ কয়েকদিন ধরে আলোচনা শোনা যাচ্ছে। এর আগে ভিলার কাছ থেকে এমিকে ধারে নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার পরও এই আর্জেন্টাইনের পরিস্থিতি পর্যবেক্ষণ করে আসছে রেড ডেভিলরা।

ওনানা ও আলতাই বায়িন্দিরের মৌসুমের শুরুটা ভালো না হওয়ায় ইউনাইটেড নতুন গোলকিপার আনার প্রচেষ্টা বাড়িয়েছে। কারাবাও কাপে গ্রিমসবির বিপক্ষে হারের ম্যাচে ওনানার একটি ভুলে গোল খায় ইউনাইটেড। অন্যদিকে প্রিমিয়ার লিগে প্রথম তিন ম্যাচে শুরুর একাদশে থাকা বায়িন্দিরও আর্সেনাল ও বার্নলির বিপক্ষে ভুল করেছেন।

ইউনাইটেডের আগ্রহের কারণে গুঞ্জন উঠেছে, রোববার (৩১ আগস্ট) অ্যাস্টন ভিলা প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচে এই আর্জেন্টাইন গোলরক্ষককে একাদশে না-ও রাখতে পারে।

শনিবার বার্নলিকে ৩-২ গোলে হারানোর পর গোলকিপারদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করা হলে ইউনাইটেড বস রুবেন আমোরিম তাদের সাফাই গেয়েছেন। তিনি বলেন, 'সবাই গোলকিপারের কথা বলে...এই মুহূর্তে ম্যানচেস্টার ইউনাইটেডের গোলকিপার হওয়াটা কঠিন। খেলোয়াড়রা ক্লাব ঘিরে সবকিছু নিয়েই কিছুটা লড়াই করছে। এটা স্বাভাবিক। তাই শুধু গোলকিপার নয়, সবাইকেই উন্নতি করতে হবে।'

সূত্রগুলো একটি বিদেশি গণমাধ্যম জানিয়েছে যে ওনানা উইন্ডোর শেষ হওয়ার আগে ইউনাইটেড ছাড়ার আশা করছেন না।

দলবদলের খবরের বিশ্বাসযোগ্য সূত্র ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেয়ার ব্যাপারে ব্যক্তিগতভাবে সম্মতি জানিয়েছেন এমি। ইউনাইটেডও তার ক্লাব অ্যাস্টন ভিলার সঙ্গে এ ব্যাপারে আলোচনা শুরু করেছে।

এদিকে, অ্যাস্টন ভিলা আবার ইউনাইটেডের জেডন সাঞ্চোকে দলে নিতে আগ্রহী। ডেডলাইনের আগে সাঞ্চোকে ছাড়তে চায় ইউনাইটেড এবং ২৫ বছর বয়সী এই উইঙ্গার ধারে ভিলায় যোগ দিতে পারেন, যা মার্টিনেজের সম্ভাব্য ওল্ড ট্র্যাফোর্ড যাওয়ার চুক্তির বাইরে আলাদা একটি চুক্তি হবে।

সাঞ্চোর সঙ্গে ইউনাইটেডের চুক্তি বাকি আছে এক বছর এবং আগামী গ্রীষ্মে তিনি ফ্রি এজেন্ট হয়ে যাবেন।

সূত্রগুলো আরও জানিয়েছে, ভিলা ইউনাইটেডের সাবেক ডিফেন্ডার ভিক্টর লিন্ডেলফকেও ফ্রি ট্রান্সফারে দলে ভেড়াতে যাচ্ছে। ইউনাইটেডে টানা আট বছর খেলার পর এ গ্রীষ্মেই ক্লাব ছেড়েছেন লিন্ডেলফ।

ইএ/টিকে

Share this news on:

সর্বশেষ

img
হামজা উঠে যাওয়ায় সুবিধা হয়েছে : নেপাল কোচ Nov 13, 2025
img
চাঁদপুর-৫ আসনে এনসিপির মনোনয়ন ফরম কিনলেন মাহাবুব আলম Nov 13, 2025
img
শীত নিয়ে নতুন বার্তা দিলো আবহাওয়া দপ্তর Nov 13, 2025
img
আ.লীগ-যুবলীগের মধ্যে ঢুকে জামায়াতের লোকজন প্রাণ বাঁচিয়েছিল : হাফিজ ইব্রাহিম Nov 13, 2025
img
এনসিপি থেকে মনোনয়ন ফরম কিনলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইয়েদ জামিল Nov 13, 2025
img
তুরস্কের সুন্দরীকে বিয়ে করলেন 'থ্রি ইডিয়েটস' সিনেমার মিলিমিটার Nov 13, 2025
img
বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম Nov 13, 2025
টেস্টে নতুন মাইলফলক চার টপঅর্ডারের ফিফটি Nov 13, 2025
img
চট্টগ্রামে ছাত্রলীগ নেতাকে ওসির হাতে তুলে দিয়ে বলা হলো, ‘আপনাকে গিফট দিলাম’ Nov 13, 2025
img
গোপন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আলিয়াকেও ফলো করতে দেন না রণবীর Nov 13, 2025
img
“যশ-খ্যাতি চিরস্থায়ী নয়”- দেবের আত্মদর্শন Nov 13, 2025
img
দেশের ৯ জেলায় নতুন ডিসি নিয়োগ Nov 13, 2025
img
মনোনয়নপত্র সংগ্রহ করার পর হাসনাতের বার্তা Nov 13, 2025
img
নাটকীয় ম্যাচে শেষ মুহূর্তে গোলে জয় হাতছাড়া বাংলাদেশের Nov 13, 2025
img
এ আর রহমানের মেয়ে খাতিজার নেতৃত্বে নারী ব্যান্ড ‘রূহ-ই-নূর’ Nov 13, 2025
img
এবারও ভারতের বাইরে আইপিএল নিলাম Nov 13, 2025
img
ডাবলিন ও বুয়েন্স আয়ার্সে বাংলাদেশি দূতাবাস খোলার সিদ্ধান্ত Nov 13, 2025
img
রাজশাহীতে বিচারকের সন্তান হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানাল আইন উপদেষ্টা Nov 13, 2025
img
ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই মানবিক বাংলাদেশ গড়া সম্ভব: আমিনুল হক Nov 13, 2025
img
সিলেটে ইতিহাস গড়লেন তাইজুল ইসলাম Nov 13, 2025