প্রথম ম্যাচে হেরে গেলেও সিরিজে ফেরার আশায় নেদারল্যান্ডস

বাংলাদেশের বিপক্ষে বড় হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে নেদারল্যান্ডস। প্রথম ম্যাচের ভুল শুধরে নিতে পরদিনই নতুন উদ্যমে প্রস্তুতিতে নেমে পড়েন ডাচ ক্রিকেটাররা। তবে প্রথম ম্যাচে হোঁচট খেলেও দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয় তুলে সিরিজে ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী সফরকারী দলের ক্রিকেটার নোয়া ক্রোস। হার দিয়ে শুরু করলেও ২-১ ব্যবধানে সিরিজ জয়ের আশা সফরকারীদের।


দ্বিতীয় ম্যাচের আগের দিন রোববার (৩১ আগস্ট) কিছুটা অস্বস্তি নিয়েই প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে হাজির হলেন ডাচ ক্রিকেটার নোয়া ক্রোস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে প্রথমবারের মতো ক্যামেরা আর সাংবাদিকদের সামনে হয়তো কিছুটা অস্বস্তি হচ্ছিল তার। ভেতরে লুকিয়ে ছিলো শঙ্কা। তবে ঠিক সেই সময় এগিয়ে আসেন সিনিয়র সতীর্থ ম্যাক্স ও'ডাউড।  

সাংবাদিকদের সঙ্গে রসিকতা করে নিজের মতো প্রশ্ন ছুঁড়ে নোয়াকে সাহায্য করার চেষ্টা করেন। মুহূর্তেই বদলে যায় পরিবেশ। নোয়ার মুখে ফোটে এক গাল হাসি, যা থামানোই যায়নি উপস্থিত সংবাদকর্মীদের। 

নোয়া ক্রোস বলেন, ‘প্রথম সংবাদ সম্মেলন। এটা আমার ভিন্ন রকম অভিজ্ঞতা। বাংলাদেশিরা ক্রিকেট নিয়ে কতটা উচ্ছ্বসিত তা দেখে মুগ্ধ হয়েছি। সত্যিই চমৎকার লাগছে এখানে খেলতে। সামনে আরও দুটো ম্যাচ খেলার অপেক্ষায় আছি।’ 

নোয়া ক্রোস শুধু নেদারল্যান্ডস নয়, বাংলাদেশ ক্রিকেটের প্রতিও গভীর ভালোবাসা পোষণ করেন। টাইগারদের মধ্যে পছন্দের ক্রিকেটারের তালিকা লম্বা হলেও, তার চোখে সবচেয়ে আলাদা মোস্তাফিজুর রহমান। ফিজের বিপক্ষে খেলাটাই নোয়ার কাছে এখন পর্যন্ত ক্যারিয়ারের বড় পাওয়া। 

‘বাংলাদেশের পেস ইউনিট সত্যিই অনেক ভালো মানের। আমি বাংলাদেশ দলের অনেককেই পছন্দ করি। তবে মোস্তাফিজের কথা বলতে চাই, সে আমার খুবই প্রিয় বোলার। ২০২৪ সালের বিশ্বকাপে আমি তার বিপক্ষে খেলেছিলাম। এখানে মোকাবিলা করাটাই আমার জন্য বড় অভিজ্ঞতা।’ 

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে খুব বেশি প্রস্তুতি নেয়ার সুযোগ পায়নি সফরকারীরা। তিন ঘণ্টার একটা সেশন করেই বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমে পড়তে হয়েছে ডাচদের। সফরকারী দলের ব্যাটাররা যে সিলেটের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারেননি, প্রথম ম্যাচে সেটা স্পষ্ট দেখা গেছে। 

প্রথম ম্যাচে ব্যাটিং-বোলিংয়ে ছন্দ খুঁজে পেতে হিমশিম খেতে হয়েছে ডাচদের। সিলেটে বৃষ্টির কারণে অনুশীলনের সুযোগও ছিল সীমিত। তবে দ্বিতীয় ম্যাচে সেই আক্ষেপ ঘোচাতে আত্মবিশ্বাসী ডাচম্যানরা। 

নোয়া ক্রোস বলেন, ‘আমাদের টিমের ভেতরে বিশ্বাস আছে। প্রথম ম্যাচ থেকে ভালো শিক্ষা নিয়েছি। বাংলাদেশকে হারানোর সক্ষমতা আছে আমাদের, তবে সে জন্য আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে। সিরিজ জয়ের স্বপ্ন নিয়েই খেলছি।’ 

‘ব্যাটিং ইউনিট হিসেবে আমরা একটা পরিকল্পনা নিয়ে এসেছিলাম। কিন্তু এটা ভালোভাবে বাস্তবায়ন করতে হবে। আজকের অনুশীলনে আমাদের পরিকল্পনা ও স্কিল নিয়ে কাজ করার দারুণ একটা সুযোগ। আমি নিশ্চিত, পরের দুই ম্যাচে আমরা ভালো পারফরম্যান্স করতে পারব।’ 

প্রথম সংবাদ সম্মেলনে কিছুটা ভয় পেলেও, শেষ পর্যন্ত আত্মবিশ্বাসী নোয়া ক্রোস। মাঠে যেমন লড়াই, মঞ্চেও সেভাবেই এগিয়ে যেতে চান এই তরুণ ডাচ ক্রিকেটার। প্রথম ম্যাচ হেরে ১-০তে পিছিয়ে থাকলেও ২-১ এ সিরিজ জিততে চায় নেদারল্যান্ডস। 

ক্রোস বলেন, ‘হ্যাঁ, নিশ্চিতভাবেই। আমি একটু আগেও বলেছি আমাদের মাঝে ওই বিশ্বাস আছে যে আমরা ভালো পারফরম্যান্স করে দেখাতে পারি। আমাদের ২-১ ব্যবধানে সিরিজ না জেতার কোনো কারণও নেই। এমন নয় যে এটা সম্ভব না।’

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে সোমবার (১ সেপ্টেম্বর) মাঠে নামবে দুই দল। সিলেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। 



এফপি/ টিকে 

Share this news on:

সর্বশেষ

img
হামজা উঠে যাওয়ায় সুবিধা হয়েছে : নেপাল কোচ Nov 13, 2025
img
চাঁদপুর-৫ আসনে এনসিপির মনোনয়ন ফরম কিনলেন মাহাবুব আলম Nov 13, 2025
img
শীত নিয়ে নতুন বার্তা দিলো আবহাওয়া দপ্তর Nov 13, 2025
img
আ.লীগ-যুবলীগের মধ্যে ঢুকে জামায়াতের লোকজন প্রাণ বাঁচিয়েছিল : হাফিজ ইব্রাহিম Nov 13, 2025
img
এনসিপি থেকে মনোনয়ন ফরম কিনলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইয়েদ জামিল Nov 13, 2025
img
তুরস্কের সুন্দরীকে বিয়ে করলেন 'থ্রি ইডিয়েটস' সিনেমার মিলিমিটার Nov 13, 2025
img
বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম Nov 13, 2025
টেস্টে নতুন মাইলফলক চার টপঅর্ডারের ফিফটি Nov 13, 2025
img
চট্টগ্রামে ছাত্রলীগ নেতাকে ওসির হাতে তুলে দিয়ে বলা হলো, ‘আপনাকে গিফট দিলাম’ Nov 13, 2025
img
গোপন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আলিয়াকেও ফলো করতে দেন না রণবীর Nov 13, 2025
img
“যশ-খ্যাতি চিরস্থায়ী নয়”- দেবের আত্মদর্শন Nov 13, 2025
img
দেশের ৯ জেলায় নতুন ডিসি নিয়োগ Nov 13, 2025
img
মনোনয়নপত্র সংগ্রহ করার পর হাসনাতের বার্তা Nov 13, 2025
img
নাটকীয় ম্যাচে শেষ মুহূর্তে গোলে জয় হাতছাড়া বাংলাদেশের Nov 13, 2025
img
এ আর রহমানের মেয়ে খাতিজার নেতৃত্বে নারী ব্যান্ড ‘রূহ-ই-নূর’ Nov 13, 2025
img
এবারও ভারতের বাইরে আইপিএল নিলাম Nov 13, 2025
img
ডাবলিন ও বুয়েন্স আয়ার্সে বাংলাদেশি দূতাবাস খোলার সিদ্ধান্ত Nov 13, 2025
img
রাজশাহীতে বিচারকের সন্তান হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানাল আইন উপদেষ্টা Nov 13, 2025
img
ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই মানবিক বাংলাদেশ গড়া সম্ভব: আমিনুল হক Nov 13, 2025
img
সিলেটে ইতিহাস গড়লেন তাইজুল ইসলাম Nov 13, 2025