গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য নির্বাচন হতে হবে : নার্গিস বেগম

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব টিকিয়ে রাখার স্বার্থে এবং গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য নির্বাচন হতে হবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের বিরুদ্ধে যে চক্রান্ত হচ্ছে- এ ব্যাপারে আমাদের সকলকে সজাগ থাকতে হবে। দেশ ও জনগণকে নিরাপদ রাখার পাশাপাশি আগামী প্রজন্মের জন্য নিরাপদ এবং নিষ্কণ্টক আবাসস্থলে হিসেবে গড়ে তুলতে হবে। দেশ নিরাপদ না থাকলে, কেউ নিরাপদ থাকবো না।

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রোববার (৩১ আগস্ট) যশোর জেলা বিএনপি আয়োজিত ‘বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য শীর্ষক’ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নার্গিস বেগম আরও বলেন, নির্বাচন হচ্ছে একটি পথ, যা আমাদের সকলের স্বাধীনভাবে মতো প্রকাশ নিশ্চিত করে। দেশে সাবলীলভাবে গণতন্ত্রের পথ চলা অব্যাহত থাকলে দেশ অবশ্যই উন্নত হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথমে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার উপলদ্ধি করেছিলেন । সে কারণে তিনি সমগ্র জনতাকে ঐক্যবদ্ধ করেছিলেন। সেই চিন্তা থেকেই তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নামক রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিলেন।

তিনি বলেন, আজকে বিএনপিকে সাম্প্রদায়িক রাজনীতির তকমা লাগানোর চেষ্টা করা হয়। কিন্তু বিএনপি একমাত্র রাজনৈতিক দল, যে দল সংখ্যাগরিষ্ঠ মানুষের মর্যাদা, দর্শন এবং সেন্টিমেন্ট ধারণ করে। সকল মত পথের মানুষ একত্রে সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারেন সে কারণে তিনি বিএনপি প্রতিষ্ঠা করেন। বিএনপি প্রতিষ্ঠার অন্যতম কারণ হলো, বাংলাদেশ যাতে বিশ্বের বুকে স্বগৌরবে দাঁড়িয়ে থাকতে পারে। দেশে যাতে গণতান্ত্রিক যাত্রা অব্যাহত এবং নিষ্কণ্টক থাকে।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে দলের জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিএনপির জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে টিকে থাকতো পারতো না। সিকিমের মতো অন্য একটি দেশের অঙ্গরাজ্যে পরিণত হতো।

বিশেষ অতিথির বক্তব্যে দলের জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জয়ন্ত কুমার কুন্ডু বলেন, বিএনপি বাঁচলে দেশ বাঁচবে। আমাদের হাতে দলের যে আমানত রয়েছে সেটি রক্ষা করতে হবে। ফ্যাসিবাদের পতনের পর আজও বিএনপিকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। আমাদের ঐক্যবদ্ধ সেই ষড়যন্ত্রের মূলোৎপাটন করতে হবে।

জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, বর্তমান নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মো. ইসহক, মিজানুর রহমান খান প্রমুখ।

পিএ/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
সাকিবের ঝড়ো ইনিংসের পরও জয়ের দেখা পেল না অ্যান্টিগা Sep 01, 2025
img
হোটেল ওয়েস্টিন থেকে মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার Sep 01, 2025
img
সাতক্ষীরা সীমান্তে ১৪ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ Sep 01, 2025
img
চীন সফর শেষে দেশে ফিরলেন এনসিপি নেতারা Sep 01, 2025
ডাকসু নির্বাচন নিয়ে প্রগতিশীল ছাত্রসংগঠনদের যে আহ্বান ছাত্রলীগ নেতা সৈকতের Sep 01, 2025
ট্রাম্পের বৈশ্বিক শুল্ক নীতি অবৈধ ঘোষণা, এখন চূড়ান্ত সিদ্ধান্ত সুপ্রিম কোর্টে Sep 01, 2025
'ভারত ও চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা আমাদের যৌথ দায়িত্ব' Sep 01, 2025
নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে সংশয় প্রকাশ করে যা বললেন রিজভী Sep 01, 2025
বৈঠকে যোগ দিতে চীনে পৌঁছেছেন পুতিন Sep 01, 2025
ভারত-চীন সম্পর্ককে আরও এগিয়ে নিতে চান মোদি Sep 01, 2025
‘নুরের ওপর হামলার দায় সরকারকেই নিতে হবে’ Sep 01, 2025
‘বিএনপি ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান’ Sep 01, 2025
সিভিল সোসাইটি এখন বিএনপির ঘাড়ে ভর করছে Sep 01, 2025
নির্বাচন নিয়ে সরকারের অবস্থান জানালেন প্রেস সচিব Sep 01, 2025
টানা সংঘর্ষের জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি Sep 01, 2025
প্রধান উপদেষ্টার সাথে যে আলোচনা হল বিএনপির। Sep 01, 2025
সিপিএল শেষে এবার সাকিবের গন্তব্য ‘কানাডা সুপার সিক্সটি লিগ’ Sep 01, 2025
ইতিহাস গড়ল রেক্সহাম, দ্বিতীয় স্তরে ৪৩ বছর পর প্রথম জয় Sep 01, 2025
মেসি–রোনালদোর নতুন লড়াইয়ে উত্তেজনা! Sep 01, 2025
টেইলর সুইফট থেকে স্কারলেট জোহানসন, চ্যাটবটে চেহারা চুরি! Sep 01, 2025