ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন সাকিব আল হাসান। বিধ্বংসী ব্যাটিংয়ে সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে ২০ বলে ফিফটি তুলে নিয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। যেকোনো ফরম্যাটে এটি সাকিবের দ্রুততম ফিফটির রেকর্ড।
দীর্ঘদিন ধরেই ব্যাট হাতে ভালো সময় কাটছিল না সাকিব আল হাসানের। সিপিএলে নিজ দল অ্যান্টিগা অ্যান্ড বার্বুডা ফ্যালকনসের হয়ে প্রথম ৭ ম্যাচের ৬টিতে ব্যাট করে করেন ৭৭ রান। স্ট্রাইকরেটও খুব একটা আশাব্যঞ্জক ছিল না। তবে অষ্টম ম্যাচে এসে পুরোটা পুষিয়ে দিয়েছেন সাকিব।
স্বাগতিক সেন্ট লুসিয়ার বিপক্ষে এদিন ব্যাট হাতে বেশ ভালো শুরু পায় অ্যান্টিগা অ্যান্ড বার্বুডা। পাওয়ারপ্লেতে কোনো উইকেট না হারিয়ে ৫১ রান তোলে দলটির দুই ওপেনার আমির জাঙ্গু ও জুয়েল অ্যান্ড্রু। পাওয়ারপ্লের পর শামসির প্রথম দুই বলেই ২ উইকেট হারায় অ্যান্টিগা। মনে হচ্ছিল, মোমেন্টামটা বুঝি এবার হারিয়েই ফেলবে দলটি।
তবে সেখান থেকে এসে হাল ধরেন সাকিব। নিজের খেলা প্রথম দুই বলে দুই চার মেরে ভালো ফর্মের জানান দেন টাইগার অলরাউন্ডার। এরপর দশম ওভারে রস্টন চেইজের শেষ দুই বলে মারেন দুই ছক্কা।
সাকিবের মূল তাণ্ডবটা গিয়েছে ডেভিড ভিসার ওপর দিয়ে। দ্বাদশ ওভারে নামিবিয়ান এই বোলারকে ৩ চার ও দুটি ছক্কা মেরেছেন সাকিব। ওই ওভারে মোট ২৫ রান নেয় অ্যান্টিগা। আর সাকিব ২০ বলে পূর্ণ করেন নিজের ফিফটি।
ফিফটির পর আরেকটি ছক্কা মেরেছেন সাকিব। ১৫তম ওভারে প্রোটিগারের স্লোয়ারের ফাঁদে পড়ে আউট হন। তবে এর আগে ২৬ বলে ৬১ রান আসে টাইগার অলরাউন্ডারের ব্যাট থেকে। বিধ্বংসী ইনিংসে ৫ ছক্কা ও ৫টি চার মেরেছেন সাকিব।
সাকিবের দুর্দান্ত ব্যাটিংয়ে ব্যাট হাতে বড় সংগ্রহের দিকে এগোচ্ছে অ্যান্টিগা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দলটির সংগ্রহ ১৭ ওভারে ১৬২ রান।
ইএ/টিকে