বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলা, অনলাইনে নারী শিক্ষার্থীদের হেনস্তাসহ পুলিশ সদস্যদের বিষয়ে ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়েছে।
রোববার (৩১ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলীর সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীরা সাক্ষাৎ করে এসব বিষয়ে কথা বলেন।
বৈঠক শেষে শিক্ষার্থীদের পক্ষে আবরার ফায়াজ বলেন, বুয়েটের নারী শিক্ষার্থীদের অনলাইনে হেনস্তাসহ বেশ কিছু অভিযোগ করা হয়েছে। এ নিয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন ডিএমপি কমিশনার। তিনি আন্দোলনে অতিরিক্ত বল প্রয়োগের কথাও স্বীকার করেছেন, দুঃখ প্রকাশও করেছেন। একইসঙ্গে আন্দোলনের ভাইরাল হওয়া ছবিটিও এআই জেনারেটেড না বলে স্বীকার করেছেন তিনি।
তিন দফা দাবি নিয়ে চলমান আন্দোলন সম্পর্কে প্রকৌশলী অধিকার আন্দোলনের প্রতিনিধিরা বলেন, জনদুর্ভোগ এড়িয়ে আন্দোলন চালিয়ে যাবেন তারা।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এদিকে তিন দফা দাবিতে বুয়েটে তৃতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। বন্ধ ছিল সব ক্লাস-পরীক্ষাও।