ক্যারিয়ারের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে আছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তবে শিরোপা জয়ের ক্ষুধা এখনও যে এতটুকুও কমেনি তার! পুরো ক্যারিয়ারজুড়ে জিতেছেন বহু ট্রফি, সব মিলিয়ে এখন পর্যন্ত তার ঝুলিতে আছে ৪৫টি ট্রফি। এবার আরও একটি শিরোপা জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন আর্জেন্টাইন এই কিংবদন্তি।
রাত পোহালেই লিগস কাপের ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি। ২০২৩ সালের মতো এবারো সেরাটা দিয়ে মায়ামিকে শিরোপা উপহার দিতে চান লিও। এ ম্যাচ জিতলে ক্যারিয়ারের ৪৬তম ট্রফি জয়ের স্বাদ পাবেন মেসি। লুমেন ফিল্ডে ম্যাচটি শুরু হবে সোমবার (১ সেপ্টেম্বর) ভোর ৬টায়।
রাউন্ড অব ১৬-এ কলম্বাস ক্রুর কাছে হেরে বিদায় নেয়া ইন্টার মায়ামি এক মৌসুম পর আবারো লিগস কাপের ফাইনালের মঞ্চে। লুমেন ফিল্ডে কার হাতে উঠবে শিরোপা? মায়ামির দ্বিতীয় নাকি সিয়াটল সাউন্ডার্সের নবম শিরোপা। এ যাত্রায় ইন্টার মায়ামিকে স্বপ্নবাজ করছে ২০২৩ লিগস কাপের ফাইনাল। সেবার মেসির নৈপুণ্যে ন্যাশভিলকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জয় করেছিলো দ্য হিরন্স। প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কার পেয়েছিলেন মেসি। এবার আবারো মায়ামির সামনে সুযোগ এসেছে স্বপ্নের শিরোপা ছুঁয়ে দেখার।
মৌসুম জুড়ে কখনো উত্থান আবার কখনো পতন হলেও, লিগস কাপে ধারাবাহিক ছিল ইন্টার মায়ামি। মাঝে দলের সেরা তারকা লিওনেল মেসি ইনজুরিতে পড়লেও, তা দলের ফলাফলে কোন প্রভাব ফেলেনি। আর্জেন্টাইন তারকার শূন্যতায় দলকে এগিয়ে নিয়েছেন বন্ধু লুইস সুয়ারেজ। এবারের আসরে এখন পর্যন্ত তিন গোল করেছেন উরুগুইয়ান তারকা। ফাইনালে প্রতিপক্ষকে নিয়ে বেশ সতর্ক ইন্টার মায়ামি। ছোটখাটো ভুল কেড়ে নিতে পারে শিরোপা।
তাই মাঠে সামর্থ্যের সবটুকু উজাড় করে দিতে প্রস্ততু মায়ামি। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে সেমিফাইনালে অরল্যান্ডোর বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি অ্যালেন ওবান্দো। তবে এ ম্যাচে ফেরার সম্ভাবনা আছে তার। পায়ের পাতায় বড় ধরণের চোট পাওয়ায় ফাইনালে অনিশ্চিত ম্যাতেও সিলভেত্তির। হাঁটুর চোট থাকার পরেও অরল্যান্ডোর বিপক্ষে সেমিফাইনালে পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন জর্ডি আলবা। এ ম্যাচেও আস্থার প্রতিদান দিতে চান অভিজ্ঞ এই তারকা।
পেশির চোট থেকে ফিরেও সেমির মঞ্চে দুর্দান্ত পারফর্ম করেন মেসি। ফাইনালেও তার দিকে তাকিয়ে কোচ হাভিয়ের মাসচেরানো। আক্রমণে কোচের আরেক ভরসা তেলেস্কো সেগোভিয়া। সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে এ মৌসুমে এখন পর্যন্ত ২৫ গোল ও ১১টি অ্যাসিস্ট আছে মেসির। লিগস কাপের শিরোপা মায়ামিকে উপহার দিয়ে নিজের ক্যারিয়ারে ৪৬তম শিরোপা উৎসব করতে চান আর্জেন্টাইন তারকা।
দু'দলের এখন পর্যন্ত দেখা হয়েছে মাত্র একবার। মেজর লিগ সকারে ২০২২ সালের সে ম্যাচে মায়ামির কাছে হেরেছিলো সিয়াটল সাউন্ডার্স। লিওনেল মেসি তার ফুটবল ক্যারিয়ারে সবচেয়ে বেশি সময় পার করেছেন বার্সেলোনায়। সেখানে তিনি জিতেছেন ১০টি লা-লিগা শিরোপা। কোপা দেল রে’র শিরোপা জিতেছেন ৭বার। সুপারকোপা জিতেছেন ৮বার, চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছেন ৪বার। এ ছাড়া ফিফা ক্লাব বিশ্বকাপের ট্রফি জিতেছেন ৩বার, উয়েফা সুপার কাপ জিতেছেন ৩বার।
বার্সেলোনা ছেড়ে ২০২১ সালে মেসি যোগ দেন ফরাসি ক্লাব পিএসজিতে। তাদের হয়ে দুটি লিগ ওয়ানের শিরোপা জেতেন মেসি। ট্রফি দেস চ্যাম্পিয়ন’স জিতেছেন ১ বার। এরপর মেসি যোগ দেন ইন্টার মায়ামিতে, সেখানে যোগ দিয়েই মায়ামিকে প্রথম শিরোপা উপহার দেন মেসি।
আর্জেন্টিনার জার্সিতে দুবার কোপা আমেরিকা জিতেছেন মেসি। ২০০৮ সালে অলিম্পিকে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা, সেই দলের অন্যতম সদস্য ছিলেন লিওনেল মেসি। ২০০৫ সালে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপও জেতেন লিও। এরপর ২০২২ সালে জিতেছেন ফিনালিসিমার ট্রফি। সে বছরই মেসি জেতেন বিশ্বকাপের ট্রফি।
ইউটি/টিএ