গত দুই আসরের মতো এবারও দ্য হানড্রেডের শিরোপা জিতেছে ওভাল ইনভিন্সিবলস। ট্রেন্ট রকেটসকে হারিয়ে রেকর্ড তৃতীয় শিরোপা ঘরে তুলল তারা।
লর্ডসের ফাইনালে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওভাল। উইল জ্যাকস ও জর্ডান কক্সের ব্যাটে ভর করে ৫ উইকেটে ১৬৮ রানের পুঁজি পায় ওভাল। জবাবে পুরো ১০০ বল খেলে ৮ উইকেটে ১৪২ রান পর্যন্ত করতে পারে রকেটস।
প্রথমে ব্যাট করে মুয়েয়ের সঙ্গে ওপেনিংয়ে নামেন জ্যাকস। মুয়েয়ে ১৫ রান করে আউট হলেও জ্যাকস তাণ্ডব চালিয়ে যেতে থাকেন। তিনে নামা কক্সকে নিয়ে গড়েন ৮৭ রানের জুটি। আউট হওয়ার আগে জ্যাকস ৪১ বলে করেন ৭২ রান। কক্সের ব্যাট থেকে আসে ৪০ রান।
শেষ দিকে স্যাম কারানের ১০ বলে ১৫ এবং ফেরেইরার ৮ বলে অপরাজিত ১২ রানে ভর করে ১৬৮ রানের পুঁজি পায় ওভাল। রকেটের হয়ে ৪০ রানে ২ উইকেট নেন অজি অলরাউন্ডার স্টয়নিস।
জবাবে শুরুটা আশানুরূপই করেছিলো রকেটস। জো রুট ও ব্যানটনের ওপেনিং জুটি থেকে আসে ৩৬ রান। এই জুটি ভাঙার পর ১ রানের মাথায় ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে তারা। পাঁচে নামা স্টয়নিস ছাড়া কেউ বলার মতো রান করতে পারেননি। ৩৮ বলে ৬৪ রান করে শেষ পর্যন্ত লড়াই করেছেন স্টয়নিস। শেষ পর্যন্ত ১৪২ রানে থাকে রকেটসের ইনিংস। তাতে ২৬ রানের জয়ে আবারও শিরোপা উঁচিয়ে ধরে ওভাল ইনভিন্সিবলস
এসএস/টিকে