সাবেক পাকিস্তান অধিনায়ক রমিজ রাজা এশিয়া কাপের আগে দেশের বোলিং নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বিশেষভাবে ডেথ বোলিং উন্নত না হলে শীর্ষ দলের বিপক্ষে পাকিস্তানের জয় কঠিন হবে বলে মন্তব্য করেন। বিশেষভাবে ডেথ বোলিং উন্নত না হলে সেরা দলগুলোর বিপক্ষে পাকিস্তানের জয় কঠিন হবে বলে মন্তব্য করেন তিনি।
নিজের ইউটিউব চ্যানেলে তিনি ব্যাখ্যা করেন, যে ব্যাটিং-বান্ধব পিচে এশিয়া কাপ খেলা হবে, শক্তিশালী দলগুলো এই ধরনের বোলিং সহজে মাফ করবে না। তাই পাকিস্তানকে ডেথ বোলিংয়ে আরোকঠোর পরিশ্রম করার পরামর্শ দেন তিনি।
রমিজ রাজা বলেন, ‘পাকিস্তানের ডেথ বোলিং উন্নত করতে হবে, বিশেষ করে এশিয়া কাপ আসার আগে। ভালো ব্যাটিং পিচে শীর্ষ দলগুলো এই ধরনের বোলিং সহজে ছাড়বে না। আমি মনে করি, পাকিস্তানকে এই ক্ষেত্রে আরোকৌশল তৈরি করতে হবে।
তিনি তরুণ বোলার সুফিয়ান মুকিমকেও পরামর্শ দিয়েছেন, যাতে সে বোলিংয়ে বৈচিত্র্য আনে এবং গুগলি ও চিনাম্যান ডেলিভারির উপর আরো নির্ভর করে। রমিজ বলেন, ‘সুফিয়ান মুকিম একজন রিস্ট-স্পিনার। তার লেন্থ ও লাইন ঠিক আছে, কিন্তু স্পিনের ওপর আরও কাজ করা প্রয়োজন। একই ধরণের বোলিং বারবার করলে ব্যাটাররা সহজে খেলবে। তাকে গুগলি ও চিনাম্যান ব্যবহার করতে হবে।’
এছাড়া রমিজ পাকিস্তানি-উৎপন্ন ব্যাটসম্যান আসিফ খানের প্রশংসাও করেছেন। তিনি বলেন, ‘আসিফ খান দেখিয়েছেন যে সে কত বড় হিটার। পাকিস্তানের ডোমেস্টিক ক্রিকেটে যথাযথ সুযোগ না পেলেও এখন ইউএইকে প্রতিনিধিত্ব করে নিজেকে প্রমাণ করছে। ইতিমধ্যেই দুইটি চমৎকার ইনিংস খেলেছে ওডিআই ক্রিকেটে। সে একজন অত্যন্ত প্রতিভাবান ক্রিকেটার।’
এসএস/টিকে