দেশের ক্রিকেট পাড়ায় এখন সবচেয়ে আলোচনার বিষয় হচ্ছে বোর্ডের নির্বাচন। কবে হবে নির্বাচন, এমন প্রশ্নের উত্তরের অপেক্ষায় এখন সবাই। অবশেষে মিলেছে সেই উত্তর, অক্টোবরের প্রথম সপ্তাহেই হবে বিসিবির নির্বাচন। দেশের এক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি পরিচালক।
সপ্তাহখানেক পরই পর্দা উঠবে এশিয়া কাপের ১৭তম আসরের। তার আগে নিজেদের প্রস্তুতি সারতে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলছে বাংলাদেশ। সিরিজ নিশ্চিতের মিশনে সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচে সফরকারীদের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিকরা। তবে এ ম্যাচ ছাঁপিয়ে সিলেটে আজ আলোচনার কেন্দ্রবিন্দুতে বিসিবির সভা। বোর্ড সভা থেকে কি কি সিদ্ধান্ত আসে, ক্রিকেটপ্রেমীদের নজর সেদিকেই।
ঢাকার বাইরে সিলেটে এবারই প্রথম বোর্ড সভা বসেছে। বিসিবির নির্বাচন, ঢাকা লিগ ও বিপিএলের ফিক্সিং-কাণ্ড নিয়ে তদন্ত কমিটির রিপোর্ট- সভায় এসব বিষয়-ই আজ আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে এরইমধ্যে খবর আসে, বিসিবির নির্বাচন হবে অক্টোবরের প্রথম সপ্তাহেই। বিসিবির পরিচালক খবরটি নিশ্চিত করেছেন।
ইএ/এসএন