প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও টস জিতলেন লিটন দাস। সিদ্ধান্তও নিলেন আগেরটাই। টস জিতে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ।
সোমবার (১ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। এদিন টাইগারদের একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে পেসার শরীফুল ইসলাম ও লেগ স্পিনার রিশাদ হোসেনকে এই ম্যাচে বিশ্রাম দেয়া হয়েছে। তাদের বদলে সুযোগ পেয়েছেন তানজিম হাসান সাকিব ও বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।
প্রথম টি-টোয়েন্টিতে ৮ উইকেট ও ৩৯ বল হাতে রেখে জিতেছিল বাংলাদেশ। আজ জয় পেলেই ডাচদের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত হবে টাইগারদের।
নিজেদের খেলা সবশেষ দুটি টি-টোয়েন্টি সিরিজই জিতেছে বাংলাদেশ। শ্রীলঙ্কা সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজে হারলেও টি-টোয়েন্টি সিরিজে জয় পেয়েছিল বাংলাদেশ। এরপর ঘরের মাঠে হারিয়েছে পাকিস্তানকেও। এবার হ্যাটট্রিক সিরিজ জয়ের পালা।
ইএ/এসএন