প্রীতি ম্যাচ খেলতে নেপাল যাচ্ছে বাংলাদেশ, হামজার খেলা নিয়ে অনিশ্চয়তা

১৩ আগস্ট জাতীয় ফুটবল দলের অনুশীলন শুরু হয়েছে। গতকাল সন্ধ্যায় বসুন্ধরা কিংস ১০ ফুটবলার ছাড়ায় আজই প্রথম পূর্ণাঙ্গ প্র্যাকটিস হয়েছে। তবে আজ অনুশীলন ছাপিয়ে ঘুরেফিরে এসেছে হামজা প্রসঙ্গ।

আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর দু’টি প্রীতি ম্যাচের জন্য বাংলাদেশ ৩ সেপ্টেম্বর দেশ ছাড়বে। ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশের হয়ে এই উইন্ডো খেলবেন কি না সেটা এখনো নিশ্চিত নয়। তাই আজ অনুশীলন সেশন শুরুর আগে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাকে হামজাকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি ফেডারেশনের দিকে বল ঠেলে দেন, ‘এটা ম্যানেজম্যান্টের বিষয়। তারা দেখছে।’



ফেডারেশন হামজা ও তার ক্লাবের সাথে যোগাযোগ করলেও কোচের খেলা নিয়ে পরিকল্পনা থাকে। তার পরিকল্পনায় হামজা আছে কি নেই এ নিয়ে ফের প্রশ্ন হলে এই স্প্যানিশ কোচ বলেন,‘এই দলটি প্রস্তুত রয়েছে নেপাল সফরের জন্য। হামজা যদি শেষ পর্যন্ত না আসতে পারে সমস্যা হবে না।’

কোচ মিডিয়ায় কথা বলার মিনিট দু’য়েক পর আসেন সিঙ্গাপুর ম্যাচে অধিনায়কত্ব করা তপু বর্মণ। হামজা না থাকলে কোচ হ্যাভিয়েরের সমস্যা না দেখলেও তপু বর্মণ খানিকটা সমস্যা দেখছেন,‘আসলে আমাদের অনেক কিছু শুরুই হয় হামজাকে নিয়ে। তার ব্যস্ত সূচি রয়েছে এরপরও সে আসার চেষ্টা করছে যতটুকু জেনেছি। এরপরও যদি সে আসতে না পেরে আমাদের একটু কষ্ট হবে। তবে সেটা আমাদের মানিয়ে নিতে হবে।’

ফিফা উইন্ডোতে জাতীয় দলে ফুটবলার ডাক পেলে ক্লাব খেলোয়াড় ছাড়তে বাধ্য। ম্যাচের ৪৮ ঘন্টা আগে ফুটবলার যেন জাতীয় দলে যেতে পারে সেই ব্যবস্থা করা ক্লাবের দায়িত্ব। সেই সময় পেরিয়ে সংশ্লিষ্ট ফেডারেশন ক্লাবের বিপক্ষে পদক্ষেপ নিতে পারে। আইন-কানুন বাফুফের পক্ষে থাকলেও খানিকটা ধীরে চলো নীতিতেই যেন চলছে এই উইন্ডোতে। ম্যানেজার আমের খান বলেন,‘গতকালও এই বিষয়ে বলেছি। এখনো সেই পর্যায়ে রয়েছে। গতকাল রাতেও হামজার সঙ্গে ব্যক্তিগতভাবে আলাপ হয়েছে। সে বিষয়টি দেখছে।’

৯ অক্টোবর বাংলাদেশের এশিয়ান কাপ বাছাই। হংকংয়ের বিপক্ষে সেই ম্যাচের প্রস্তুতির জন্যই বাংলাদেশ নেপালে দু’টি ম্যাচ খেলছে। নারী দল যেখানে উচু র‌্যাংকিংয়ের দলের সঙ্গে খেলে নিজেদের উন্নতি করছে। সেখানে বাংলাদেশ পুরুষ দল জুন উইন্ডোতে ভূটান আর সেপ্টেম্বর উইন্ডোতে খেলবে নেপালের সঙ্গে। প্রতিপক্ষ নিয়ে তপুর মন্তব্য,‘নেপাল ও হংকংয়ের সঙ্গে খেলার ধরন মিল রয়েছে। দুই দলই লো ডিফেন্স ব্লক করে। এই ম্যাচটি আমাদের হংকংয়ের জন্য কাজে লাগবে।’

৬ সেপ্টেম্বর কাঠমান্ডুতে ম্যাচ। হাতে মাত্র পাঁচ দিন। এই সময় নিজেদের সমন্বয়ের জন্য যথেষ্ট মনে করছেন তপু, ‘আপনারা মনে করছেন হয়তো সমস্যা হবে। আমরা এক সঙ্গে অনেক দিন থেকেই খেলছি। পাঁচ দিন অনুশীলন করতে পারব আমরা এক সঙ্গে। এটা যথেষ্ট।’ ম্যাচ ভেন্যু নিয়ে খানিকটা শঙ্কিত তপু , ‘নেপালের আবহাওয়া ও উচ্চতা একটা বিষয়। শুনেছি নেপালের স্টেডিয়াম ফিফা ( এএফসি) থেকে নিষিদ্ধ। জানি না আসলে কোথায় খেলা হবে।’

নেপালের দশরথ স্টেডিয়ামে এএফসি বাছাই প্রতিযোগিতা আয়োজনের অনুমতি দেয়নি এএফসি। তবে প্রীতি ম্যাচ আয়োজনে বাধা নেই অবশ্য। ফলে ৬ ও ৯ সেপ্টেম্বর দুই ম্যাচ কাঠমান্ডুর দশরথেই হবে।

ইএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
সাব-কন্ট্রাক্টে তৈরি পোশাক রপ্তানিতে প্রণোদনার ঘোষণা সরকারের Nov 13, 2025
img
মেরুন পোশাকে রাজকীয় আবহে অভিনেত্রী বিদ্যা সিনহা মিম Nov 13, 2025
img
নেত্রকোনায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার Nov 13, 2025
img
ভারতকে সহযোগিতার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, অসম্মতি ভারতের Nov 13, 2025
img
আ. লীগের কেন্দ্রীয় কার্যালয়ে টাঙানো হলো ছাত্রশিবিরের ব্যানার Nov 13, 2025
img
ব্রাজিল দলে ভিনিসিয়ুসকে নিয়ে নতুন পরিকল্পনা আনচেলত্তির Nov 13, 2025
img
ঢাকায় লকডাউন কর্মসূচিতে নেমে আটক ছাত্রলীগ নেতা Nov 13, 2025
img
নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা তিতাস আটক Nov 13, 2025
img
তৃতীয় দিন শেষে ২৪ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা আয়ারল্যান্ড Nov 13, 2025
img
পাকিস্তানের কাছে বড় হারে সিরিজ শুরু বাংলাদেশের Nov 13, 2025
img
বিগত সরকার দেশের সব কিছু ধ্বংস করে রেখে গেছে : টুকু Nov 13, 2025
img
আয়ারল্যান্ডের মাঠে ‘ভালো ছেলে’ হয়ে খেলার প্রতিশ্রুতি রোনালদোর Nov 13, 2025
img
আশা করছি আমরা আমার ‘ক্লায়েন্টরা’ খালাস পাবে: হাসিনার আইনজীবী Nov 13, 2025
img
কুড়িগ্রামে নাশকতার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২০ Nov 13, 2025
img
১০০ সদস্য বিশিষ্ট উচ্চকক্ষ, হ্যাঁ-না ভোটে সিদ্ধান্ত Nov 13, 2025
img
বিটিভি কোনো দলের বা রাজনৈতিক শক্তির হাতিয়ার হবে না : মাহফুজ Nov 13, 2025
img
জনগণ আ.লীগকেই লকডাউন দিয়ে রেখেছে: রিজভী Nov 13, 2025
img
সহকারী কোচ হিসেবে দুইবারের বিশ্বকাপ জয়ী শেন ওয়াটসনকে যুক্ত করল কলকাতা Nov 13, 2025
img
ফরিদপুরে আ.লীগের লকডাউনে অস্ত্র হাতে শিশুদের অবস্থান Nov 13, 2025
img
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করলেন রাষ্ট্রপতি Nov 13, 2025