প্রীতি ম্যাচ খেলতে নেপাল যাচ্ছে বাংলাদেশ, হামজার খেলা নিয়ে অনিশ্চয়তা

১৩ আগস্ট জাতীয় ফুটবল দলের অনুশীলন শুরু হয়েছে। গতকাল সন্ধ্যায় বসুন্ধরা কিংস ১০ ফুটবলার ছাড়ায় আজই প্রথম পূর্ণাঙ্গ প্র্যাকটিস হয়েছে। তবে আজ অনুশীলন ছাপিয়ে ঘুরেফিরে এসেছে হামজা প্রসঙ্গ।

আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর দু’টি প্রীতি ম্যাচের জন্য বাংলাদেশ ৩ সেপ্টেম্বর দেশ ছাড়বে। ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশের হয়ে এই উইন্ডো খেলবেন কি না সেটা এখনো নিশ্চিত নয়। তাই আজ অনুশীলন সেশন শুরুর আগে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাকে হামজাকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি ফেডারেশনের দিকে বল ঠেলে দেন, ‘এটা ম্যানেজম্যান্টের বিষয়। তারা দেখছে।’



ফেডারেশন হামজা ও তার ক্লাবের সাথে যোগাযোগ করলেও কোচের খেলা নিয়ে পরিকল্পনা থাকে। তার পরিকল্পনায় হামজা আছে কি নেই এ নিয়ে ফের প্রশ্ন হলে এই স্প্যানিশ কোচ বলেন,‘এই দলটি প্রস্তুত রয়েছে নেপাল সফরের জন্য। হামজা যদি শেষ পর্যন্ত না আসতে পারে সমস্যা হবে না।’

কোচ মিডিয়ায় কথা বলার মিনিট দু’য়েক পর আসেন সিঙ্গাপুর ম্যাচে অধিনায়কত্ব করা তপু বর্মণ। হামজা না থাকলে কোচ হ্যাভিয়েরের সমস্যা না দেখলেও তপু বর্মণ খানিকটা সমস্যা দেখছেন,‘আসলে আমাদের অনেক কিছু শুরুই হয় হামজাকে নিয়ে। তার ব্যস্ত সূচি রয়েছে এরপরও সে আসার চেষ্টা করছে যতটুকু জেনেছি। এরপরও যদি সে আসতে না পেরে আমাদের একটু কষ্ট হবে। তবে সেটা আমাদের মানিয়ে নিতে হবে।’

ফিফা উইন্ডোতে জাতীয় দলে ফুটবলার ডাক পেলে ক্লাব খেলোয়াড় ছাড়তে বাধ্য। ম্যাচের ৪৮ ঘন্টা আগে ফুটবলার যেন জাতীয় দলে যেতে পারে সেই ব্যবস্থা করা ক্লাবের দায়িত্ব। সেই সময় পেরিয়ে সংশ্লিষ্ট ফেডারেশন ক্লাবের বিপক্ষে পদক্ষেপ নিতে পারে। আইন-কানুন বাফুফের পক্ষে থাকলেও খানিকটা ধীরে চলো নীতিতেই যেন চলছে এই উইন্ডোতে। ম্যানেজার আমের খান বলেন,‘গতকালও এই বিষয়ে বলেছি। এখনো সেই পর্যায়ে রয়েছে। গতকাল রাতেও হামজার সঙ্গে ব্যক্তিগতভাবে আলাপ হয়েছে। সে বিষয়টি দেখছে।’

৯ অক্টোবর বাংলাদেশের এশিয়ান কাপ বাছাই। হংকংয়ের বিপক্ষে সেই ম্যাচের প্রস্তুতির জন্যই বাংলাদেশ নেপালে দু’টি ম্যাচ খেলছে। নারী দল যেখানে উচু র‌্যাংকিংয়ের দলের সঙ্গে খেলে নিজেদের উন্নতি করছে। সেখানে বাংলাদেশ পুরুষ দল জুন উইন্ডোতে ভূটান আর সেপ্টেম্বর উইন্ডোতে খেলবে নেপালের সঙ্গে। প্রতিপক্ষ নিয়ে তপুর মন্তব্য,‘নেপাল ও হংকংয়ের সঙ্গে খেলার ধরন মিল রয়েছে। দুই দলই লো ডিফেন্স ব্লক করে। এই ম্যাচটি আমাদের হংকংয়ের জন্য কাজে লাগবে।’

৬ সেপ্টেম্বর কাঠমান্ডুতে ম্যাচ। হাতে মাত্র পাঁচ দিন। এই সময় নিজেদের সমন্বয়ের জন্য যথেষ্ট মনে করছেন তপু, ‘আপনারা মনে করছেন হয়তো সমস্যা হবে। আমরা এক সঙ্গে অনেক দিন থেকেই খেলছি। পাঁচ দিন অনুশীলন করতে পারব আমরা এক সঙ্গে। এটা যথেষ্ট।’ ম্যাচ ভেন্যু নিয়ে খানিকটা শঙ্কিত তপু , ‘নেপালের আবহাওয়া ও উচ্চতা একটা বিষয়। শুনেছি নেপালের স্টেডিয়াম ফিফা ( এএফসি) থেকে নিষিদ্ধ। জানি না আসলে কোথায় খেলা হবে।’

নেপালের দশরথ স্টেডিয়ামে এএফসি বাছাই প্রতিযোগিতা আয়োজনের অনুমতি দেয়নি এএফসি। তবে প্রীতি ম্যাচ আয়োজনে বাধা নেই অবশ্য। ফলে ৬ ও ৯ সেপ্টেম্বর দুই ম্যাচ কাঠমান্ডুর দশরথেই হবে।

ইএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
শুভশ্রীর অভিমান মেটাতে মুখ খুললেন দেব Sep 01, 2025
img

হারুনুর রশিদ

জামায়াত-এনসিপি নির্বাচনের পরিবেশ নষ্ট করার চক্রান্তে লিপ্ত Sep 01, 2025
img
চবি উপাচার্যের বক্তব্যের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ Sep 01, 2025
img
আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে জয়শঙ্করের ফোন Sep 01, 2025
img
নির্ধারিত সময়েই ডাকসু নির্বাচন: ঢাবি ভিসি Sep 01, 2025
img
আশুলিয়ায় ২৪ মামলার আসামি যুবলীগ নেতা রাজন গ্রেপ্তার Sep 01, 2025
img
ইন্টিরিয়র ডিজাইনে গৌরীর পারিশ্রমিক আকাশচুম্বী Sep 01, 2025
img
সাংহাই সম্মেলনে পুতিনের সঙ্গে বৈঠক করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী Sep 01, 2025
img
তামিমের অপরাজিত ফিফটিতে বাংলাদেশের সিরিজ জয় Sep 01, 2025
img

ডাকসু প্রার্থী অদিতি

হাইকোর্ট হয়রানি করছে Sep 01, 2025
img
পুলিশের কাউন্টার টেররিজমের ডিসি শেখ রাজীবুল হাসান বরখাস্ত Sep 01, 2025
img
জানা গেল শাহরুখের পাঁচ ছবির কাস্ট থেকে ঐশ্বরিয়া্র বাদ পড়ার কারণ Sep 01, 2025
img
ভারতীয় বিয়ের আসরে হঠাৎ হাজির জাস্টিন বিবার Sep 01, 2025
img
জনগণ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় : সেলিমা রহমান Sep 01, 2025
তিন সন্তানের স্বপ্ন দেখছেন জাহ্নবী Sep 01, 2025
img
দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ? Sep 01, 2025
img
পাকিস্তানে জনপ্রিয়তা বাড়ছে শাকিব খানের Sep 01, 2025
img
দেশি আম্পায়ারদের উন্নয়নে পাঁচবারের বর্ষসেরা আম্পায়ার সাইমন টোফেলকে নিয়োগ দিল বিসিবি Sep 01, 2025
img
‘বাজি’ গানে এক হলো মারমা-বম-মণিপুরি সুর Sep 01, 2025
img
মা হওয়া গর্বের, ইনোসেন্স হারানো নয়: দেব Sep 01, 2025