শেষ হয়েছে গ্রীষ্মকালীন দলবদলের সময়। সকল দল তাদের পছন্দের ফুটবলারকে দলে ভিড়িয়ে দল গুছিয়ে নিয়েছে। দল গোছাতে এবারের দলবদলে সকল ক্লাবই মোটা অঙ্কের অর্থ ব্যয় করেছে। দলবদলের অর্থ খরচের বেলায় সকলকে ছাড়িয়ে গেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। অর্থ খরচের দিক দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ এবার রেকর্ড গড়েছে।
ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার পর ইএসপিএন একটা প্রাথমিক হিসাব প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো ফুটবলার ট্রান্সফারে এ মৌসুমে ব্যয় করেছে ৩ বিলিয়নেরও বেশি ব্রিটিশ পাউন্ড। যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় প্রায় ৫০ হাজার কোটি টাকারও বেশি।
ডেলয়েট নামের আর্থিক পরামর্শক প্রতিষ্ঠানের হিসাব অনুযায়ী, এটাই প্রিমিয়ার লিগ ইতিহাসের সর্বোচ্চ ব্যয়, যা দুই বছর আগে করা ২.৩৬ বিলিয়ন পাউন্ডের রেকর্ডকে ছাড়িয়ে গেছে।
দলবদলের শেষ দিনে সবচেয়ে বড় চমক ছিল লিভারপুলের রেকর্ড সাইনিং- নিউক্যাসল ইউনাইটেডের স্ট্রাইকার আলেকজান্ডার ইসাককে তারা কিনেছে ১২৫ মিলিয়ন পাউন্ডে। এবারের দলবদলে লিভারপুল একাই খরচ করেছে ৪০০ মিলিয়ন পাউন্ডের বেশি। যা কোনো একক প্রিমিয়ার লিগ ক্লাবের সর্বোচ্চ ব্যয়। আর্সেনাল, চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড এবং নিউক্যাসল- প্রতিটি ক্লাবই ভেঙেছে ২০০ মিলিয়ন পাউন্ড ব্যয়ের সীমা।
নতুন টেলিভিশন সম্প্রচার চুক্তি, বাড়তি ম্যাচ সম্প্রচার এবং রেকর্ড সংখ্যক ইংলিশ ক্লাবের চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণের কারণে ক্লাবগুলো আগের চেয়ে অনেক বেশি অর্থের জোগান পেয়েছে। এ নিয়ে টানা ১০ম বার ফুটবলার ট্রান্সফার খরচ বিলিয়নের ঘর ছাড়াল।
এসএস/টিকে