প্যাট কামিন্সকে নিয়ে হতাশার খবর জানালো অস্ট্রেলিয়া

অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। এর আগে অবশ্য অস্ট্রেলিয়া দল তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে। এই দুই সিরিজের আগে বড় ধাক্কা খেল অজিরা। চোটের কারণে এই দুই সিরিজে খেলা হচ্ছে না অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স।

পিঠের নিচের অংশে চোট পাওয়ায় নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে সাদা বলে আসন্ন সিরিজ দুটিতে খেলতে পারবেন না কামিন্স। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) কামিন্সের ছিটকে পড়ার বিষয়টি নিশ্চিত করেছে। চোটের কারণে অজি অধিনায়ক কোহলি ও রোহিতের বহুল প্রতীক্ষিত প্রত্যাবর্তন সিরিজে থাকতে পারছেন না।

অ্যাশেজে ইংল্যান্ডের বিপক্ষে শিরোপা রক্ষার প্রস্তুতিতে এটি বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়ার জন্য, কারণ কামিন্সের চোট নতুন করে মাথাচাড়া দিয়েছে। দলটি অক্টোবরের শুরুতে নিউজিল্যান্ড সফরে তিনটি টি-টোয়েন্টি খেলবে, তারপর অস্ট্রেলিয়া সফরে তিনটি ওডিআই ও পাঁচটি টি-টোয়েন্টি খেলতে যাবে ভারতীয় দল। এরপর বছরের শেষে ইংল্যান্ড দল বহুল প্রতীক্ষিত অ্যাশেজ সিরিজ খেলতে যাবে।

সিএ'র বিবৃতিতে বলা হয়েছে, 'কামিন্সকে ভারতের (বা নিউজিল্যান্ডের) আসন্ন সীমিত ওভারের সিরিজের জন্য বিবেচনা করা হবে না। তিনি পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন এবং অ্যাশেজ প্রস্তুতির অংশ হিসেবে কবে থেকে বোলিং শুরু করতে পারবেন তা নির্ধারিত হবে।'



ক্যারিবিয়ান সফরে তিন টেস্টের সিরিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মোট ৯৫.১ ওভার বল করার পর ৩২ বছর বয়সী কামিন্স পিঠে ব্যথা অনুভব করেন। পরীক্ষায় তার কটিদেশীয় মেরুদণ্ডে চোট ধরা পড়ে, কে কারণে 'অ্যাশেজের আগে আরও ব্যবস্থাপনার প্রয়োজন।' এটিকে স্ট্রেস ফ্র্যাকচার হিসেবে বিবেচনা করা না হলেও চিকিৎসকদের নিশ্চিত হতে হবে যে, তার পিঠ সাত সপ্তাহে পাঁচটি টেস্ট খেলার চাপ সহ্য করতে পারে কিনা।

কামিন্স এর আগে ইনজুরির কারণে চলতি বছরের ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং সাম্প্রতিক ক্যারিবিয়ান ও উত্তর অস্ট্রেলিয়ার সাদা বলের সিরিজ মিস করেছেন, ফলে তার লক্ষ্য গত গ্রীষ্মে ভারতের বিপক্ষে ঘরের মাঠের টেস্ট সিরিজের আগে যেভাবে ছোট্ট প্রি-সিজন ক্যাম্প করেছিলেন, সেভাবে এবারও প্রস্তুতি নেওয়া।

অস্ট্রেলিয়ার জন্য এটি বড় উদ্বেগের বিষয়, কারণ সাম্প্রতিক বছরগুলোতে কামিন্স নিজেকে দারুণভাবে ইনজুরিমুক্ত রেখেছিলেন। প্রায় চার বছর আগে অধিনায়কত্ব নেওয়ার পর থেকে তিনি চোটের কারণে মাত্র দুটি টেস্ট মিস করেছেন। ২০১৭ সালে প্রত্যাবর্তনের পর থেকে তার চেয়ে বেশি ম্যাচ কেবল নাথান লায়ন (৭০) খেলেছেন। অ্যাশেজেও তিনি ছিলেন অস্ট্রেলিয়ার অন্যতম নির্ভরযোগ্য বোলার, শেষ ২০ টেস্টের মধ্যে মাত্র একটিই মিস করেছেন এবং ২০১৭-১৮, ২০১৯ ও ২০২৩ সালের সিরিজে সবকটিতেই খেলেছেন।

স্কট বোল্যান্ডের উত্থানের ফলে কাগজে কলমে কামিন্সের বিকল্প আছে, যদি বাকি ফাস্ট বোলাররা সুস্থ থাকেন। স্টিভ স্মিথও নেতৃত্ব দেওয়ার যোগ্য, তিনি এ বছর শ্রীলঙ্কায় দলকে নেতৃত্ব দিয়েছিলেন। তবে অস্ট্রেলিয়ার সেরা ফাস্ট বোলারের অনুপস্থিতি হবে বড় ধাক্কা।

যদি প্রথম টেস্টে পার্থে আক্রমণভাগে থাকেন জশ হ্যাজলউড (৩৪), মিচেল স্টার্ক (৩৫), বোল্যান্ড (৩৬) ও নাথান লায়ন (যার বয়স নভেম্বরেই ৩৮ হবে), তবে তা হবে অস্ট্রেলিয়ার ইতিহাসে অন্যতম বয়স্ক বোলিং কম্বিনেশন।

এসএস/টিকে

Share this news on:

সর্বশেষ

img
দ্বিতীয়বার আগা খান আর্কিটেকচার অ্যাওয়ার্ড পাওয়ায় মেরিনা তাবাসসুমকে প্রধান উপদেষ্টার অভিনন্দন Sep 03, 2025
img
নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটি মহল ষড়যন্ত্র করছে : নার্গিস Sep 03, 2025
img
চবি প্রশাসনের পদত্যাগ দাবি ছাত্রদলের Sep 03, 2025
img

ডিএনসিসি প্রশাসক

একটি ন্যায্য সমাজ গড়তে চাই Sep 03, 2025
img
সুন্দরগঞ্জে বিএনপির ২ পক্ষের বিরোধ, ১৪৪ ধারা জারি Sep 03, 2025
img
আশ্রয়প্রার্থীদের হোটেলে রাখা নিয়ে বড় সিদ্ধান্ত ব্রিটেন আদালতের Sep 03, 2025
img
নেপালি অধিনায়কের বিপক্ষে প্রস্তুতি, তবুও মিডিয়া ‘নিষিদ্ধ’ রাখছেন ক্যাবরেরা Sep 03, 2025
img
ভিসার মেয়াদ শেষ হলেই বিদেশি শিক্ষার্থীদের ফেরত পাঠাবে যুক্তরাজ্য Sep 02, 2025
img
জাপাকে বিরোধী দল করার প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বিস্মিত : রাশেদ Sep 02, 2025
img
জামায়াতে ইসলামী উদ্ভট দাবিতে মাঠে নেমেছে : জাহেদ উর রহমান Sep 02, 2025
img
ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, বিভ্রান্তির সুযোগ নেই : ববি হাজ্জাজ Sep 02, 2025
img
মার্কিন শুল্কের মধ্যেও তেলে ভারতকে রাশিয়ার বিশেষ ছাড় Sep 02, 2025
যেভাবে মানুষের ভুল ধরবেন Sep 02, 2025
প্রতিরক্ষামন্ত্রীর দরজায় বলিউড ভাইজান! Sep 02, 2025
ওটিটি এবং থিয়েটার স্ক্রিনে একসাথে জয়া আহসান! Sep 02, 2025
লিটন দাস - ক্যাপ্টেন লিডিং ফ্রম দা ফ্রন্ট Sep 02, 2025
রাতে মেঘমল্লার বসুর অ্যাপেনডিক্সের অপারেশন, চাইলেন আশীর্বাদ Sep 02, 2025
img
মাসোহারা দিয়ে মুক্তিযোদ্ধাদের মুখ বন্ধ করে দিয়েছিল শেখ হাসিনা : টুকু Sep 02, 2025
জামায়াতের উদ্দেশ্যে যা বললেন বাবলু Sep 02, 2025
আমরা যা চেয়েছি সেটাই হবে এটা গণতন্ত্রের পথ নয়-সাকি Sep 02, 2025