পাকিস্তানের উন্নয়নে পাশে থাকার আশ্বাস চীনের

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হওয়া এই বৈঠকে কৌশলগত সহযোগিতার ভিত্তিতে গড়ে ওঠা অংশীদারিত্ব আরও গভীর ও সুদৃঢ় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন দুই নেতা।

বিদেশি গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এসসিও সম্মেলন সফলভাবে আয়োজন করায় প্রেসিডেন্ট শিকে অভিনন্দন এবং তার নেতৃত্বের প্রশংসা করেন।

তিনি বলেন, ‘চীনের সাফল্যে পাকিস্তান অত্যন্ত গর্বিত। আমরা সবসময় এ যাত্রায় চীনের সঙ্গে কাজ করতে প্রস্তুত।’

উচ্চপর্যায়ের এ বৈঠকে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরসহ দেশটির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে শেহবাজ শরিফ চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) প্রকল্পের গুরুত্ব তুলে ধরে বলেন, সিপিইসি-’র পরবর্তী ধাপে পাকিস্তান চীনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়। তিনি আরও জানান, পাকিস্তান প্রেসিডেন্ট শির বৈশ্বিক শাসন, উন্নয়ন, নিরাপত্তা ও সৌরশক্তি–সংক্রান্ত উদ্যোগগুলোর প্রতি পূর্ণ সমর্থন জানায়।

বৈঠকে চীনা প্রেসিডেন্ট পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধির সব খাতেই বেইজিং পাশে থাকবে বলে আশ্বাস দেন। তিনি বলেন, ‘পাকিস্তানের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতগুলোতে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে এবং সিপিইসি এখন দ্বিতীয় ধাপে প্রবেশ করেছে।’

সন্ত্রাসবিরোধী লড়াইয়ে পাকিস্তানের প্রতি অব্যাহত সমর্থনের আশ্বাস দিয়ে প্রেসিডেন্ট শি আশা প্রকাশ করেন, ইসলামাবাদ চীনা নাগরিক ও প্রকল্পের নিরাপত্তায় কার্যকর ব্যবস্থা নেবে।
এসময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আগামী বছর প্রেসিডেন্ট শিকে ইসলামাবাদ সফরের আমন্ত্রণ জানান।

ইএ/টিকে

Share this news on:

সর্বশেষ

img
আফগানিস্তানে ফের ভূমিকম্প Sep 03, 2025
img
কংগ্রেসে ইসরায়েলের সমর্থন কমছে : ট্রাম্প Sep 03, 2025
img
শারজায় পাকিস্তানের বিপক্ষে আফগানদের জয় Sep 03, 2025
চীন বিশ্বকে জানাতে চাইছে শুধু অর্থনৈতিক শক্তিই নয়, বৈশ্বিক রাজনীতির নেতৃত্বেও হবে রদবদল! Sep 03, 2025
শিক্ষার্থীদের ওপর হামলার ৬০ ঘন্টা পর জড়িতদের বিরুদ্ধে চবি প্রশাসনের মামলা Sep 03, 2025
নির্বাচন নিয়ে যে চুড়ান্ত বার্তা দিলেন প্রধান উপদেষ্টা Sep 03, 2025
নারী নিপীড়ন বিষয়ে যা বললেন সাদিক কায়েম Sep 03, 2025
সরকার প্রধানের মানসিক স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক চান উপদেষ্টা ফারুকী Sep 03, 2025
পুরুষদের প্রতি তামান্নার বিশেষ বার্তা! Sep 03, 2025
বলিউডের অন্ধকার দিক উন্মোচন করলেন কৃতি শ্যানন! Sep 03, 2025
দামি কসমেটিকস নয়, ত্বকের যত্নে সারার সোজাসাপটা ফর্মুলা Sep 03, 2025
বিটিএস তারকা জাংকুকের স্বাস্থ্য নিয়ে উদ্বে''গ! Sep 03, 2025
অপু-শাকিবের ছেলেকে নিয়ে সিঙ্গাপুরের পথে, স্কুল ভর্তির প্রস্তুতি! Sep 03, 2025
img
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে কমোরোসের রাষ্ট্রপতিকে অনুরোধ Sep 03, 2025
img

প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারির প্রথমার্ধে উৎসবমুখর পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে Sep 03, 2025
img

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

ক্যাম্পাস ও হল খোলার আশ্বাসে শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচি সাময়িক প্রত্যাহার Sep 03, 2025
img
কয়জনকে জবাবদিহিতার মুখোমুখি করা হয়েছে জনগণ জানতে চায় : ইশরাক Sep 03, 2025
img
দ্বিতীয়বার আগা খান আর্কিটেকচার অ্যাওয়ার্ড পাওয়ায় মেরিনা তাবাসসুমকে প্রধান উপদেষ্টার অভিনন্দন Sep 03, 2025
img
নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটি মহল ষড়যন্ত্র করছে : নার্গিস Sep 03, 2025
img
চবি প্রশাসনের পদত্যাগ দাবি ছাত্রদলের Sep 03, 2025