অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে বুধবার (৩ সেপ্টেম্বর) স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগের দিন দলের সঙ্গে যোগ দিতে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভিয়েতনাম পৌঁছেছেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলাম। তার অন্তর্ভুক্তি নিঃসন্দেহে দলকে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে।
এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের মূল পর্বে কখনো খেলা হয়নি বাংলাদেশের। প্রথমবারের মতো টুর্নামেন্টটির মূল পর্বে খেলার আশা নিয়ে গত শনিবার (৩০ আগস্ট) ভিয়েতনামে পৌঁছায় লাল-সবুজের প্রতিনিধিরা। মূল পর্বে খেলার আশায় এবারই প্রথম দেশ-বিদেশ মিলিয়ে প্রায় এক মাস অনুশীলন করেছে অনূর্ধ্ব-২৩ দল।
আগামীকাল স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের মিশন শুরু করবে বাংলাদেশ। তার আগের দিন মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভিয়েতনাম পৌঁছেছেন ফাহামিদুল ইসলাম। বিমানবন্দর থেকে তাকে রিসিভ করেন দলের ম্যানেজার শাহীন হাসান।
এদিকে ম্যাচের আগের দিন দলের সঙ্গে অনুশীলন করার কোনো সুযোগ ফাহামিদুল ইসলামের। তাই প্রথম ম্যাচের বিবেচনায় তাকে রাখেননি কোচ। ভিয়েতনামের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে ঢাকায় এমন পরিকল্পনার কথা জানিয়েছিলেন টিটু।
এর আগে বাহরাইনে ১২ দিন ক্যাম্প করেছে বাংলাদেশ দল। সেখানে দুটি ম্যাচও খেলেছে লাল-সবুজের দল। ইতালিতে ক্লাব বদল করায় বাহরাইনে সেই ম্যাচ দুটি খেলতে পারেননি এই ফাহামিদুল ।
অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘সি’-তে। ভিয়েতনাম ছাড়া তাদের গ্রুপে রয়েছে ইয়েমেন ও সিঙ্গাপুর।
এবার বাছাইয়ে অংশ নিচ্ছে এশিয়ার ৪৪টি দেশ। ১১ গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা ৪ রানার্সআপ দল আগামী বছর সৌদি আরবে অনুষ্ঠিত মূল পর্বে খেলবে। আগামীকাল ভিয়েতনামের বিপক্ষে খেলার পর ৬ সেপ্টেম্বর বাংলাদেশ খেলবে ইয়েমেনের বিপক্ষে। আর গ্রুপের শেষ ম্যাচ খেলবে ৯ সেপ্টেম্বর, সিঙ্গাপুরের বিপক্ষে।
ইএ/টিকে