টি-টোয়েন্টিতে ভারতীয় ব্যাটার জিতেশ শর্মার স্ট্রাইক রেট একেবারে খারাপ নয়, দেড়শর ওপরে। আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মাত্র ৯টি, সেখানে তার স্ট্রাইক রেট ১৪৭। সবশেষ আইপিএলে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে জায়গা করে নিয়েছেন ভারতের এশিয়া কাপের দলে। তাকে নিয়ে এবার মুখ খুললেন ভারতীয় সাবেক ক্রিকেটার দিনেশ কার্তিক। বললেন, সে কখনোই জাতীয় দলের হয়ে খেলতে মরিয়া ছিলেন না।
আইপিএলের সবশেষ মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে দারুণ খেলেছেন জিতেশ শর্মা। ১৫ ম্যাচে রান করেছেন ২৬১, সর্বোচ্চ ইনিংস অপরাজিত ৮৫ রানের। গত মৌসুমে তার স্ট্রাইক রেট ছিল ১৭৬.৩৫, গড় ৩৭.২৮। এমন চোখ ধাঁধানো পারফরম্যান্স করে নজড় কাড়েন নির্বাচকদের। তারই সুবাদে আসন্ন এশিয়া কাপে ভারতের স্কোয়াডে জায়গা করে নেন এই উইকেটরক্ষক ব্যাটার।
ইউটি/টিএ