নেপালি অধিনায়কের বিপক্ষে প্রস্তুতি, তবুও মিডিয়া ‘নিষিদ্ধ’ রাখছেন ক্যাবরেরা

বাংলাদেশের ফুটবলে এখন বেশ প্রচলিত শব্দ ‘ক্লোজড ডোর’। জাতীয় দলের স্পেনিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা অনুশীলন, প্রস্তুতি ম্যাচ অধিকাংশ সময় ক্লোজড ডোর করছেন। গণমাধ্যমের প্রবেশাধিকার মাঠ ও হোটেলে কমিয়ে এনেছেন প্রায় শূন্যের কোটায়।

বাংলাদেশ ৬ ও ৯ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে কাঠমান্ডুতে দু’টি প্রীতি ম্যাচ খেলবে। এই দুই ম্যাচের জন্য তিনটি প্রস্তুতিমূলক ম্যাচের মধ্যে দু’টি খেলেছে বংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের বিপক্ষে। যেই দলে রয়েছেন নেপাল জাতীয় দলের অধিনায়ক কিরণ লিম্বু ও আয়ুশ ঘালান। পুলিশ দলের হেড কোচ আসিফুজ্জামান নিশ্চিত করেছেন দুই নেপালী ফুটবলারই বাংলাদেশ জাতীয় দলের বিপক্ষে দুই ম্যাচ খেলেছেন।

কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা গণমাধ্যমকে প্রস্তুতি ম্যাচ দেখার সুযোগ-সুবিধা দিচ্ছেন না। যেন প্রতিপক্ষ কোনো তথ্য বা কৌশল না জানতে পারে। অথচ প্রতিপক্ষ দলের অধিনায়কের সঙ্গে তিনি দু’টি প্রস্তুতি ম্যাচ খেলিয়েছেন। পুলিশের গোলরক্ষক কিরণ অত্যন্ত অভিজ্ঞ ফুটবলার। স্বাভাবিকভাবেই তিনি কোচ হ্যাভিয়েরের কৌশল, পরিকল্পনা ধরতে পারবেন। যা তিনি নেপাল দলের অস্ট্রেলিয়ান কোচ ম্যাট রসকে সরবারহ করবেন। বাংলাদেশ দল আগামীকাল কাঠমান্ডুর উদ্দেশ্যে দেশ ছাড়ছে। এর আগেই দুই নেপালী ফুটবলার ঢাকা ছেড়েছে। এ নিয়ে পুলিশ দলের হেড কোচ বলেন, 'আয়ুশ জাতীয় দলে খেললেও এবার অ-২৩ এএফসি চ্যাম্পিয়নশিপ বাছাইয়ের জন্য ডাক পেয়েছে। তার পাশাপাশি কিরণকেও ফিফা উইন্ডোর জন্য ছুটি দেয়া হয়েছে।'

কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার দল নির্বাচন, খেলোয়াড় পরিবর্তন অনেক দিন থেকেই প্রশ্নবিদ্ধ। এবার তার অদূরদর্শিতার বিষয়গুলোও সামনে আসছে। প্রীতি ম্যাচ নিয়ে বিশ্ব ফুটবলে কোচদের এমন কড়াকড়ি বিধি নিষেধ আরোপ দেখা যায় না। সেখানে তিনি প্রতিনিয়ত মিডিয়াকে আড়াল করে এমন দলের সঙ্গে প্রস্তুতি যাচাই করছেন যা ক’দিন পর খেলতে যাওয়া নেপাল দলের অধিনায়ক। পুলিশের বিপক্ষে খেলা দুই ম্যাচে অবশ্য জাতীয় দল পূর্ণাঙ্গ ছিল না। কারণ বসুন্ধরা কিংসের ফুটবলাররা তখনো যোগ দেয়নি। তবে সেই অপূর্ণতাও আবার কিরণের পূর্ণ হয়েছে কারণ পুলিশ-কিংস আবার নিজেদের মধ্যে ম্যাচ খেলেছে।

আজ ফর্টিজ এফসি’র বিপক্ষে পূর্ণাঙ্গ দল নিয়ে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছ জাতীয় দল। এই ম্যাচটিও ক্লোজড ডোর হওয়ায় ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি ফেডারেশন। তবে জানা গেছে খেলাটি ১-১ গোলে ড্র হয়েছে। জাতীয় দলে তপু বর্মণ গোল করেছেন। ফর্টিজ এবার নেপালী ফুটবলার অনন্ত তামাংকে দলে ভিড়িয়েছে। তিনি এখনো ঢাকায় আসেননি।

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ খেলেই ঢাকায় আসবেন। অনন্ত তামাং আজ না খেললেও টিম ভিডিও ফুটেজ কিংবা টিমমেটদের মাধ্যমে খানিকটা তথ্য পেতেই পারেন।

সার্ক অঞ্চলের ফুটবলাররা এখন দেশি হিসেবে গণ্য হওয়ায় ফর্টিজ, পুলিশ, রহমতগঞ্জ, ব্রাদার্স ইউনিয়নে নেপালি ফুটবলাররা খেলছেন। ১৫ সেপ্টেম্বর থেকে বাংলাদেশে ঘরোয়া ফুটবল মৌসুম শুরু হচ্ছে। আবাহনী, বসুন্ধরা কিংস, ফর্টিজ ও পুলিশ ছাড়া অন্য কোনো ক্লাব সেই অর্থে ক্যাম্প শুরু করেনি। তাই হয়তো খানিকটা প্রয়োজনে পড়েই পুলিশের সঙ্গে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলতে হয়েছে জাতীয় দলকে। প্রতিপক্ষ দলের অধিনায়কের সঙ্গে খেলতে বাধ্য হলেও মিডিয়াকে প্রবেশাধিকার দিতে যেন শত সমস্যা হ্যাভিয়ের ক্যাবরেরার। ফেডারেশনও যেন কোচের কাছে বড্ড নিরুপায়!

পিএ/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব ফিরিয়ে দিল পাকিস্তান Nov 13, 2025
img
পঞ্চদশ সংশোধনী : হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি Nov 13, 2025
img
মির্জা ফখরুলের সঙ্গে ফ্রান্সের নতুন রাষ্ট্রদূতের সাক্ষাৎ Nov 13, 2025
img
সুদূর আমেরিকা থেকে সোহেল তাজের কঠোর বার্তা Nov 13, 2025
img
ঢাকা-খুলনা মহাসড়কে পাঁচ ঘণ্টা অবরোধের পর যান চলাচল স্বাভাবিক Nov 13, 2025
img
হাসপাতাল থেকে ফেরার পর পাপারাজ্জিদের ধমক দিলেন সানি দেওল Nov 13, 2025
img
পোস্টারে সয়লাব দেশ, এখনই সরানোর নির্দেশ সিইসির Nov 13, 2025
img
নতুন কুঁড়ির বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা Nov 13, 2025
img
মানবতাবিরোধী অপরাধ : শেখ হাসিনার মামলার রায় ১৭ নভেম্বর Nov 13, 2025
img
জাতি গঠনে 'নতুন কুঁড়ি' প্রতিযোগিতা ভূমিকা রাখবে : প্রধান উপদেষ্টা Nov 13, 2025
img
মাঠের পারফরম্যান্সেই প্রমাণ দিতে চান রোনালদো Nov 13, 2025
img
ফরিদপুরে অবরোধে ঢাকা-খুলনা মহাসড়ক বন্ধ, যাত্রীরা ভোগান্তিতে Nov 13, 2025
img
৬ মাস আগেই এক মিলিয়নের বেশি হজযাত্রীর নিবন্ধন সম্পন্ন: সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রী Nov 13, 2025
img

প্রধান উপদেষ্টা

শিশুদের প্রযুক্তি, খেলাধুলা ও উদ্যোক্তা প্রতিযোগিতায় আনতে হবে Nov 13, 2025
img
আবু সাঈদ হত্যা মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন পুলিশ Nov 13, 2025
img
২৩০ বছরেরও বেশি সময় ধরে চলা সেন্টের মুদ্রা উৎপাদনের ইতি টানবে যুক্তরাষ্ট্র Nov 13, 2025
img
পদ্মার ১ কাতল ৬৬ হাজার টাকায় বিক্রি! Nov 13, 2025
img
তরুণদের শুধু দেশে নয়, বিশ্বেও সেরা হতে হবে: প্রধান উপদেষ্টা Nov 13, 2025
img
২৫ বছরের টেস্ট ইতিহাসে রেকর্ড গড়ল বাংলাদেশ Nov 13, 2025
img
অস্কার মনোনীত অভিনেত্রী স্যালি কার্কল্যান্ড আর নেই Nov 13, 2025