২০২৬ ফিফা বিশ্বকাপের পরই ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব ছাড়তে চান দিদিয়ের দেশম। ইউক্রেন ও আইসল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন ফরাসি কোচ।
এদিকে, বিশ্বকাপ বাছাই ম্যাচ সামনে রেখে অনুশীলন শুরু করেছেন কিলিয়ান এমবাপ্পে-উসমান দেম্বেলেরা। অনুশীলন করেছে ইউরো চ্যাম্পিয়ন স্পেনও।
প্রায় এক যুগের বেশি সময় ধরে ফ্রান্স জাতীয় দলের কোচের দায়িত্ব সামলাচ্ছেন দিদিয়ের দেশম। ২০১২ সালে দায়িত্ব নেয়ার পর ফরাসিদের একটি বিশ্বকাপ ছাড়াও জিতিয়েছেন উয়েফা নেশন্স লিগের শিরোপা। মাঝে লেস ব্লুদের কোচ হিসেবে জিনেদিন জিদানকে নিয়ে গুঞ্জন উঠলেও ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত দেশমেই ভরসা রেখেছে ফরাসি ফুটবল ফেডারশন।
দেশমও তার চুক্তি পর্যন্তই দায়িত্বে থাকতে আগ্রহী। ২০২৬ বিশ্বকাপের পর ছেড়ে দিতে চান ফ্রান্স জাতীয় দলের কোচের পদ। ইউক্রেন ও আইসল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের আগে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন দেশম।
তিনি বলেন, ‘আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন, ২০২৬ সালের সেপ্টেম্বরে আমি কোথায় থাকব? এই প্রশ্নের উত্তর আমি এখন দিতে পারব না। তবে এটা নিশ্চিত করে বলতে পারি ফ্রান্স জাতীয় দলের সঙ্গে তখন আমি আর থাকছি না। হয়ত অন্য কোথাও থাকব।’
এদিকে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে ফরাসি দলের ক্যাম্পে যোগ দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলেরা। লিভারপুলের হয়ে ইপিএলে দুর্দান্ত পারফর্ম করেও হুগো একিতিকের স্কোয়াডে ডাক না পাওয়া অবাক করেছিল অনেক ফরাসি ভক্তদের। তবে ফরোয়ার্ড রায়ান চেরকির ইনজুরিতে কপাল খুলেছে তার। প্রথমবারের মতো ফ্রান্স জাতীয় দলে ডাক পেয়েছেন লিভারপুল ফরোয়ার্ড।
ইউক্রেনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট চাই দিদিয়ের দেশমের। অনুশীলনে ফ্রান্স অধিনায়ককে তেমনই নির্দেশনা দিলেন ফরাসি কোচ। দলের সঙ্গে মানিয়ে নিয়েছেন প্রথমবারের মতো ডাক পাওয়া দুই ফরোয়ার্ড আকিউস ও একিতিকে। ফ্রান্সের জার্সিতে প্রথমবারের মতো অভিষেকের অপেক্ষায় তারা। আগামী ৬ সেপ্টেম্বর ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে ইউক্রেনের মুখোমুখি হবে ফ্রান্স।
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে অনুশীলন করেছ ইউরো চ্যাম্পিয়ন স্পেনও। ইনজুরি কাটিয়ে লম্বা সময় পর লা রোহা শিবিরে ফিরেছেন দানি কার্ভাহাল ও রদ্রি। তবে প্রথম দিনের অনুশীলনেই দুশ্চিন্তায় পড়েছেন স্পেন বস লুই দেলা ফুয়েন্তে। হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে দল থেকে ছিটকে গেছেন পিএসজি মিডফিল্ডার ফ্যাবিয়ান রুইজ। বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে স্পেনের প্রতিপক্ষ বুলগেরিয়া।
এমআর/এসএন