চিলি ও বলিভিয়া ম্যাচে অনেকের ভাগ্য বদলের সুযোগ দেখছেন কার্লো আনচেলত্তি

বিশ্বকাপ বাছাইয়ে চিলির বিপক্ষে ম্যাচ সামনে রেখে রিও ডি জেনেইরোতে অনুশীলন শুরু করেছে ব্রাজিল। প্রথম দিনেই স্কোয়াডের সবাইকে একসঙ্গে পেয়েছেন কার্লো আনচেলত্তি। ফুরফুরে মেজাজেই কোচের কৌশল বুঝে নিয়েছেন ক্যাসেমিরো-পাকেতারা।

রিও ডি জেনেইরোর তেরেসোপলিস। ব্রাজিল জাতীয় দল নিয়ে টুকটাক খোঁজখবর যারা রাখেন, তাদের সবারই জানা এটাই সেলেসাওদের অনুশীলন গ্রাউন্ড। বিশ্বকাপ বাছাই এর শেষ দুই ম্যাচ সামনে রেখে আবারো ফুটবলারদের পদচারণায় মুখর তেরেসোপলিস।

চিলির বিপক্ষে ম্যাচের আগে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে দারুণ এক স্কোয়াড নিয়ে এবারের লড়াই কার্লো আনচেলত্তির। ম্যাচের তিন দিন আগেই একে একে ক্যাম্পে যোগ দিয়েছেন ফুটবলাররা। খোশগল্পেই সেখানে কেটে যায় অনেকটা সময়। এরপর স্বাভাবিক ওয়ার্ম আপের পর শুরু হয় স্কিল শো।



মারাকানা স্টেডিয়ামে চিলির বিপক্ষে ম্যাচের ফলাফল হয়তো আর কোনো অর্থই বহন করে না ব্রাজিলের জন্য। কিন্তু একাদশ বাছাই এবং বেঞ্চের শক্তি পরখ করার এ সুযোগ কোনোভাবেই ছাড়তে চান না ডন কার্লো। নেইমার-ভিনিদের অনুপস্থিতিতে সবাইকে একবার ঝালিয়ে নিতে চান ইতালিয়ান মায়েস্ত্রো।

সুপারস্টাররা না থাকলেও, ব্রাজিলের এবারের স্কোয়াডটাকে বেশ ব্যালেন্স বলেই দাবি কার্লোর। অ্যালিসন, মার্কুইনহোস, ক্যাসেমিরোর অভিজ্ঞতার সঙ্গে যেখানে আছে এস্তেভাও-পেদ্রোদের তারুণ্যের শক্তি।

সংবাদ সম্মেলনে কার্লো আনচেলত্তি বলেন, ‘চিলি ম্যাচের জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। ছেলেরা প্রথম দিন থেকেই বেশ মনোযোগী।

অনুশীলন সেশনটা খুব ভালো কেটেছে। আমি আশা করব বাকি দুই দিনও একই ইন্টেনসিটি নিয়ে তারা অনুশীলন করবে। আমাদের এবারের পরিস্থিতিটা দুর্দান্ত। এই ম্যাচের ফল আমাদের ভাগ্য বদলে দেবে না। কিন্তু এখানকার পারফরম্যান্স অনেকের ভাগ্য বদলাতে পারে। আমি চাই তারা সে সুযোগটা নিক। আমি আশা করি, আমরা সবাই মিলে সমর্থকদের দারুণ দুটি ম্যাচ উপহার দেব।’

এদিকে, ব্রাজিলের স্কোয়াড নিয়ে চারদিকে প্রশংসা ঝরলেও, একটু বিতর্ক মনে হয় তৈরি করে দিলেন নেইমার জুনিয়র। ব্রাজিল স্কোয়াড ঘোষণার দিন সবার আগ্রহ ছিল নেইমার থাকছেন কি না স্কোয়াডে ? তবে, তার ইনজুরির কারণে বাদ দেওয়ার কথা বলা হলে, সেটা নিয়ে আলোচনা হয়নি আর। কিন্তু, এবার সেই ইনজুরির খবরটাকে উড়িয়ে দিলেন সেলেসাও পোস্টারবয়। সান্তোসের হয়ে ফ্লুমিনেন্সের বিপক্ষে পুরো ৯০ মিনিট মাঠ মাতানোর পর, ইনজুরির কারণে বাদ পড়ার খবরটা সত্যি নয় বলে মন্তব্য করেছেন নেইমার।

তিনি বলেন, ‘দেখুন আমার ইনজুরিটা আহামরি কিছু ছিল না। অ্যাডাক্টরে হালকা ফোলা ছিল। কিন্তু সেটা একেবারেই সাময়িক। আর ইনজুরি থাকলে নিশ্চয়ই আমি আজ ৯০ মিনিট খেলতে পারতাম না। একটু সমস্যা থাকায় আমি এক ম্যাচ খেলিনি। এখন পুরোপুরি সুস্থ। তবে, কার্লোর দলে আমার জায়গা না হওয়ার কারণটা ট্যাকটিকেল। আমি এই সিদ্ধান্তকে সম্মান করি। মাঠের বাইরে থেকে দলকে সমর্থন করব।’

৫ সেপ্টেম্বর ঘরের মাঠে চিলিকে আতিথ্য দেবে ব্রাজিল। পরে ১০ তারিখ লাপাজে বলিভিয়ার বিপক্ষে খেলতে যাওয়ার কথা আনচেলত্তি বাহিনীর।

এমআর/এসএন  

Share this news on:

সর্বশেষ

img
জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ জয় করে পুরস্কৃত তৌসিফ Nov 13, 2025
img
‘মন্দাকিনী’ চরিত্রে এক সাহসী রূপে প্রিয়াঙ্কা চোপড়ার প্রত্যাবর্তন Nov 13, 2025
img
নির্বাচন কমিশনে সকলের আস্থা নেই, পুনরুদ্ধারের চেষ্টা করছি: ইসি আনোয়ারুল Nov 13, 2025
img
চট্টগ্রামে সড়কে গণপরিবহনের উপস্থিতি কম Nov 13, 2025
img
শেখ হাসিনার সর্বোচ্চ সাজার প্রত্যাশা চিফ প্রসিকিউটরের Nov 13, 2025
img
বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব ফিরিয়ে দিল পাকিস্তান Nov 13, 2025
img
পঞ্চদশ সংশোধনী : হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি Nov 13, 2025
img
মির্জা ফখরুলের সঙ্গে ফ্রান্সের নতুন রাষ্ট্রদূতের সাক্ষাৎ Nov 13, 2025
img
সুদূর আমেরিকা থেকে সোহেল তাজের কঠোর বার্তা Nov 13, 2025
img
ঢাকা-খুলনা মহাসড়কে পাঁচ ঘণ্টা অবরোধের পর যান চলাচল স্বাভাবিক Nov 13, 2025
img
হাসপাতাল থেকে ফেরার পর পাপারাজ্জিদের ধমক দিলেন সানি দেওল Nov 13, 2025
img
পোস্টারে সয়লাব দেশ, এখনই সরানোর নির্দেশ সিইসির Nov 13, 2025
img
নতুন কুঁড়ির বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা Nov 13, 2025
img
মানবতাবিরোধী অপরাধ : শেখ হাসিনার মামলার রায় ১৭ নভেম্বর Nov 13, 2025
img
জাতি গঠনে 'নতুন কুঁড়ি' প্রতিযোগিতা ভূমিকা রাখবে : প্রধান উপদেষ্টা Nov 13, 2025
img
মাঠের পারফরম্যান্সেই প্রমাণ দিতে চান রোনালদো Nov 13, 2025
img
ফরিদপুরে অবরোধে ঢাকা-খুলনা মহাসড়ক বন্ধ, যাত্রীরা ভোগান্তিতে Nov 13, 2025
img
৬ মাস আগেই এক মিলিয়নের বেশি হজযাত্রীর নিবন্ধন সম্পন্ন: সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রী Nov 13, 2025
img

প্রধান উপদেষ্টা

শিশুদের প্রযুক্তি, খেলাধুলা ও উদ্যোক্তা প্রতিযোগিতায় আনতে হবে Nov 13, 2025
img
আবু সাঈদ হত্যা মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন পুলিশ Nov 13, 2025