চিলি ও বলিভিয়া ম্যাচে অনেকের ভাগ্য বদলের সুযোগ দেখছেন কার্লো আনচেলত্তি

বিশ্বকাপ বাছাইয়ে চিলির বিপক্ষে ম্যাচ সামনে রেখে রিও ডি জেনেইরোতে অনুশীলন শুরু করেছে ব্রাজিল। প্রথম দিনেই স্কোয়াডের সবাইকে একসঙ্গে পেয়েছেন কার্লো আনচেলত্তি। ফুরফুরে মেজাজেই কোচের কৌশল বুঝে নিয়েছেন ক্যাসেমিরো-পাকেতারা।

রিও ডি জেনেইরোর তেরেসোপলিস। ব্রাজিল জাতীয় দল নিয়ে টুকটাক খোঁজখবর যারা রাখেন, তাদের সবারই জানা এটাই সেলেসাওদের অনুশীলন গ্রাউন্ড। বিশ্বকাপ বাছাই এর শেষ দুই ম্যাচ সামনে রেখে আবারো ফুটবলারদের পদচারণায় মুখর তেরেসোপলিস।

চিলির বিপক্ষে ম্যাচের আগে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে দারুণ এক স্কোয়াড নিয়ে এবারের লড়াই কার্লো আনচেলত্তির। ম্যাচের তিন দিন আগেই একে একে ক্যাম্পে যোগ দিয়েছেন ফুটবলাররা। খোশগল্পেই সেখানে কেটে যায় অনেকটা সময়। এরপর স্বাভাবিক ওয়ার্ম আপের পর শুরু হয় স্কিল শো।



মারাকানা স্টেডিয়ামে চিলির বিপক্ষে ম্যাচের ফলাফল হয়তো আর কোনো অর্থই বহন করে না ব্রাজিলের জন্য। কিন্তু একাদশ বাছাই এবং বেঞ্চের শক্তি পরখ করার এ সুযোগ কোনোভাবেই ছাড়তে চান না ডন কার্লো। নেইমার-ভিনিদের অনুপস্থিতিতে সবাইকে একবার ঝালিয়ে নিতে চান ইতালিয়ান মায়েস্ত্রো।

সুপারস্টাররা না থাকলেও, ব্রাজিলের এবারের স্কোয়াডটাকে বেশ ব্যালেন্স বলেই দাবি কার্লোর। অ্যালিসন, মার্কুইনহোস, ক্যাসেমিরোর অভিজ্ঞতার সঙ্গে যেখানে আছে এস্তেভাও-পেদ্রোদের তারুণ্যের শক্তি।

সংবাদ সম্মেলনে কার্লো আনচেলত্তি বলেন, ‘চিলি ম্যাচের জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। ছেলেরা প্রথম দিন থেকেই বেশ মনোযোগী।

অনুশীলন সেশনটা খুব ভালো কেটেছে। আমি আশা করব বাকি দুই দিনও একই ইন্টেনসিটি নিয়ে তারা অনুশীলন করবে। আমাদের এবারের পরিস্থিতিটা দুর্দান্ত। এই ম্যাচের ফল আমাদের ভাগ্য বদলে দেবে না। কিন্তু এখানকার পারফরম্যান্স অনেকের ভাগ্য বদলাতে পারে। আমি চাই তারা সে সুযোগটা নিক। আমি আশা করি, আমরা সবাই মিলে সমর্থকদের দারুণ দুটি ম্যাচ উপহার দেব।’

এদিকে, ব্রাজিলের স্কোয়াড নিয়ে চারদিকে প্রশংসা ঝরলেও, একটু বিতর্ক মনে হয় তৈরি করে দিলেন নেইমার জুনিয়র। ব্রাজিল স্কোয়াড ঘোষণার দিন সবার আগ্রহ ছিল নেইমার থাকছেন কি না স্কোয়াডে ? তবে, তার ইনজুরির কারণে বাদ দেওয়ার কথা বলা হলে, সেটা নিয়ে আলোচনা হয়নি আর। কিন্তু, এবার সেই ইনজুরির খবরটাকে উড়িয়ে দিলেন সেলেসাও পোস্টারবয়। সান্তোসের হয়ে ফ্লুমিনেন্সের বিপক্ষে পুরো ৯০ মিনিট মাঠ মাতানোর পর, ইনজুরির কারণে বাদ পড়ার খবরটা সত্যি নয় বলে মন্তব্য করেছেন নেইমার।

তিনি বলেন, ‘দেখুন আমার ইনজুরিটা আহামরি কিছু ছিল না। অ্যাডাক্টরে হালকা ফোলা ছিল। কিন্তু সেটা একেবারেই সাময়িক। আর ইনজুরি থাকলে নিশ্চয়ই আমি আজ ৯০ মিনিট খেলতে পারতাম না। একটু সমস্যা থাকায় আমি এক ম্যাচ খেলিনি। এখন পুরোপুরি সুস্থ। তবে, কার্লোর দলে আমার জায়গা না হওয়ার কারণটা ট্যাকটিকেল। আমি এই সিদ্ধান্তকে সম্মান করি। মাঠের বাইরে থেকে দলকে সমর্থন করব।’

৫ সেপ্টেম্বর ঘরের মাঠে চিলিকে আতিথ্য দেবে ব্রাজিল। পরে ১০ তারিখ লাপাজে বলিভিয়ার বিপক্ষে খেলতে যাওয়ার কথা আনচেলত্তি বাহিনীর।

এমআর/এসএন  

Share this news on:

সর্বশেষ

img
স্বেচ্ছাসেবক দলের ৩৯ নেতাকে শোকজ Sep 05, 2025
img
নুরের নাক বাঁকা হয়ে গেছে, মুখে খেতে পারছেন না: রাশেদ খান Sep 05, 2025
img
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আরেকজন গ্রেপ্তার Sep 05, 2025
img
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের বীরত্ব, আত্মত্যাগ ও দেশপ্রেম আমাদের অনুপ্রেরণা : আইএসপিআর Sep 05, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Sep 05, 2025
ডাকসুর ভিপি প্রার্থীদের যে পরামর্শ দিলেন কন্টেন্ট ক্রিয়েটর ফারহান Sep 05, 2025
মোবাইল নেটওয়ার্কিংয়ে অনিয়মের গোমর ফাঁস করলেন প্রেস সচিব Sep 05, 2025
'যারা ২০ হাজারে লিফলেট করেছে, নির্বাচিত হলে তারা ২০ লাখ তুলবে' Sep 05, 2025
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তরা নির্বাচনের অযোগ্য, জানালেন প্রেস সচিব Sep 05, 2025
img
কোচরা ভালো, ক্রিকেটাররা ভালো, আমি আবার বাংলাদেশে ফিরতে চাই : উড Sep 05, 2025
img
আশির দশকে ইমরান খানের কাছে ঘনিষ্ঠ ছিলেন রেখা! Sep 05, 2025
img
মেসির উত্তরসূরি হিসেবে কাকে দেখছেন সাবেক কোচ! Sep 05, 2025
img
পারিবারিক ব্যবসার স্বার্থেই পাকিস্তানের প্রতি আগ্রহী হচ্ছেন ট্রাম্প! Sep 05, 2025
সভাপতি হয়ে বললেন, ইলেকশনটা অনেক চ্যালেঞ্জিং ছিল; মিঠুন Sep 05, 2025
বিটলস কিং-এর গিটার চু"রি ও পুনরুদ্ধার রহস্য উম্মোচন Sep 05, 2025
হবু বউমা আলিয়াকে নিয়ে ঋষির উষ্ণ স্মৃতি ও প্রশং'সা Sep 05, 2025
রাভিনার ভাঙা বাগদান, শিল্পার স্বপ্ন'ভঙ্গ অক্ষয়ের পেছনে কী লুকি'য়ে ছিল? Sep 05, 2025
img
‘জনগণ না চাইলে পিআর পদ্ধতির দাবি থেকে সরে আসবে জামায়াত’ Sep 05, 2025
img
বিএনপিকে বাধা দিতে গভীর যড়যন্ত্র চলছে: দুদু Sep 05, 2025
img

ব্রাহ্মণবাড়িয়া-২:

পুনঃনির্ধারিত সীমানা নিয়ে রুমিন ফারহানার সন্তুষ্টি প্রকাশ Sep 05, 2025