সাগর ও মহাসাগর রক্ষায় বৈশ্বিক অংশীদারিত্বের আহ্বান জানাল রিজওয়ানা হাসান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সাগর ও মহাসাগর রক্ষায় বৈশ্বিক অংশীদারিত্ব ও বহুমুখী সহযোগিতা জোরদার করতে হবে। টেকসই উন্নয়ন অভীষ্ট-১৪ (এসডিজি) অর্জনের জন্য সম্মিলিত প্রচেষ্টাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য সামুদ্রিক সম্পদ সংরক্ষণের একমাত্র উপায়।

বুধবার (০৩ সেপ্টেম্বর) জাপানের টোকিওতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশন ভবনের আন্তর্জাতিক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘ওশেন ডিকেড ফিফথ ফাউন্ডেশনস ডায়ালগ – হাই-লেভেল রাউন্ডটেবল উইথ অ্যাম্বাসেডরস, এক্সপার্টস অ্যান্ড প্র্যাকটিশনার্স’ শীর্ষক সভার ‘ড্রাইভিং ওশেন লিডারশিপ অ্যান্ড ইনোভেশন : অ্যাডভান্সিং গভার্নেন্স, ব্লু ইকোনমি, অ্যান্ড মেরিন সায়েন্স টু অ্যাচিভ থার্টি বাই থার্টি’ শীর্ষক পূর্ণাঙ্গ অধিবেশনে ঢাকায় তার বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, বাংলাদেশ বৈশ্বিকভাবে প্লাস্টিক দূষণে নবম অবস্থানে রয়েছে, যার বড় অংশই আসে পার্শ্ববর্তী দেশগুলো থেকে। প্লাস্টিক দূষণ মোকাবিলায় চলমান বৈশ্বিক চুক্তিতে ভৌগোলিকভাবে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য বিশেষ বিধান থাকা প্রয়োজন।

তিনি আরও বলেন, জাহাজভাঙা শিল্প বাংলাদেশের উপকূলের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে হংকং কনভেনশনকে তিনি অপর্যাপ্ত বলে অভিহিত করেন।

উপদেষ্টা বলেন, বঙ্গোপসাগর বাংলাদেশের অর্থনীতি, আঞ্চলিক যোগাযোগ ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ ছাড়া সরকার এরইমধ্যে অ্যাসেসমেন্ট অব কোস্টাল অ্যান্ড মেরিন বায়োডাইভার্সিটি রিসোর্সেস অ্যান্ড ইকোসিস্টেম প্রকল্প বাস্তবায়ন করেছে, যার মাধ্যমে জাতীয় ডাটাবেজ, সংরক্ষণ ব্যবস্থাপনা পরিকল্পনা ও পর্যবেক্ষণ প্রটোকল তৈরি হয়েছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও এর প্রভাব বিষয়ে গবেষণাও সম্পন্ন হয়েছে।

উপদেষ্টা বাংলাদেশের সামুদ্রিক জীববৈচিত্র্যের অনন্য সম্পদ তুলে ধরে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে তিনি বাংলাদেশের সমুদ্রজাত মাছের বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করে বলেন, আমাদের সামুদ্রিক মাছের সম্পদ যথাযথভাবে মূল্যায়িত হয়নি।

আন্তর্জাতিক অংশীদাররা চাইলে বাংলাদেশে টেকসই সিফুড প্রক্রিয়াজাতকরণ শিল্পে বিনিয়োগ করতে পারেন।

সৈয়দা রিজওয়ানা হাসান সতর্ক করে বলেন, যদি বৈশ্বিক উষ্ণায়ন রোধে কার্যকর পদক্ষেপ না নেওয়া হয় তবে বাংলাদেশের এক-তৃতীয়াংশ এলাকা পানির নিচে তলিয়ে যাবে। এতে লাখো মানুষ বাস্তুচ্যুত হবে। একই বিপদে রয়েছে বিশ্বের ৫২টি ছোট দ্বীপরাষ্ট্র। তাই বৈশ্বিক সংহতি এখন সময়ের দাবি।

এমআর/এসএন    

Share this news on:

সর্বশেষ

img
স্বেচ্ছাসেবক দলের ৩৯ নেতাকে শোকজ Sep 05, 2025
img
নুরের নাক বাঁকা হয়ে গেছে, মুখে খেতে পারছেন না: রাশেদ খান Sep 05, 2025
img
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আরেকজন গ্রেপ্তার Sep 05, 2025
img
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের বীরত্ব, আত্মত্যাগ ও দেশপ্রেম আমাদের অনুপ্রেরণা : আইএসপিআর Sep 05, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Sep 05, 2025
ডাকসুর ভিপি প্রার্থীদের যে পরামর্শ দিলেন কন্টেন্ট ক্রিয়েটর ফারহান Sep 05, 2025
মোবাইল নেটওয়ার্কিংয়ে অনিয়মের গোমর ফাঁস করলেন প্রেস সচিব Sep 05, 2025
'যারা ২০ হাজারে লিফলেট করেছে, নির্বাচিত হলে তারা ২০ লাখ তুলবে' Sep 05, 2025
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তরা নির্বাচনের অযোগ্য, জানালেন প্রেস সচিব Sep 05, 2025
img
কোচরা ভালো, ক্রিকেটাররা ভালো, আমি আবার বাংলাদেশে ফিরতে চাই : উড Sep 05, 2025
img
আশির দশকে ইমরান খানের কাছে ঘনিষ্ঠ ছিলেন রেখা! Sep 05, 2025
img
মেসির উত্তরসূরি হিসেবে কাকে দেখছেন সাবেক কোচ! Sep 05, 2025
img
পারিবারিক ব্যবসার স্বার্থেই পাকিস্তানের প্রতি আগ্রহী হচ্ছেন ট্রাম্প! Sep 05, 2025
সভাপতি হয়ে বললেন, ইলেকশনটা অনেক চ্যালেঞ্জিং ছিল; মিঠুন Sep 05, 2025
বিটলস কিং-এর গিটার চু"রি ও পুনরুদ্ধার রহস্য উম্মোচন Sep 05, 2025
হবু বউমা আলিয়াকে নিয়ে ঋষির উষ্ণ স্মৃতি ও প্রশং'সা Sep 05, 2025
রাভিনার ভাঙা বাগদান, শিল্পার স্বপ্ন'ভঙ্গ অক্ষয়ের পেছনে কী লুকি'য়ে ছিল? Sep 05, 2025
img
‘জনগণ না চাইলে পিআর পদ্ধতির দাবি থেকে সরে আসবে জামায়াত’ Sep 05, 2025
img
বিএনপিকে বাধা দিতে গভীর যড়যন্ত্র চলছে: দুদু Sep 05, 2025
img

ব্রাহ্মণবাড়িয়া-২:

পুনঃনির্ধারিত সীমানা নিয়ে রুমিন ফারহানার সন্তুষ্টি প্রকাশ Sep 05, 2025