মাঠে ফিরতে পারবেন, তবুও শাস্তি এড়াতে পারছেন না ব্রাজিলিয়ান তারকা!

জুয়ার অংশ হিসেবে ইচ্ছাকৃতভাবে ম্যাচে হলুদ কার্ড দেখার (স্পট ফিক্সিং) অভিযোগ উঠেছিল ব্রাজিলিয়ান তারকা মিডফিল্ডার লুকাস পাকেতার বিরুদ্ধে। যা নিয়ে দুই বছর তদন্ত হওয়ার পর গত জুলাইয়ে তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। তবে পুরোপুরি শাস্তি এড়াতে পারছেন না পাকেতা। ওয়েস্ট হ্যামের এই তারকা মিডফিল্ডার দুটি অসদাচরণের দায়ে দোষী হওয়ায় জরিমানা গুনতে হবে।

এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’। যেখানে বলা হয়, স্পট ফিক্সিং তদন্তে গঠিত স্বাধীন কমিশন পাকেতাকে ইচ্ছাকৃতভাবে হলুদ কার্ড নেওয়ার মাধ্যমে বেটিং মার্কেটে প্রভাবিত করার অভিযোগ থেকে মুক্তি দিয়েছিল। তবে তারা ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) তদন্তে পাকেতার বিরুদ্ধে প্রশ্নের উত্তর না দেওয়া এবং তথ্য সরবরাহে ব্যর্থ হওয়ার দুটি অভিযোগ বহাল রেখেছে। সেখানে দোষী প্রমাণের লিখিত ব্যাখ্যা প্রকাশিত হবে এই সপ্তাহে।

দুটি অভিযোগে শাস্তি নির্ধারণে আলাদা শুনানি অনুষ্ঠিত হবে পাকেতার বিরুদ্ধে। তবে কমিশনের প্রতিবেদনে বোঝা যাচ্ছে, এফএ মনে করে তার শাস্তি হিসেবে জরিমানাই উপযুক্ত হবে। এদিকে, ওয়েস্ট হ্যামের এই ব্রাজিলিয়ান তারকার আইনজীবীরা কমিশনে লিখিত যুক্তি জমা দিয়েছেন এবং আরোপিত জরিমানার বিরুদ্ধে চ্যালেঞ্জও করতে পারেন। এর আগে দোষী প্রমাণিত হলে সেলেসাও তারকার বিরুদ্ধে আজীবন নিষেধাজ্ঞা দেওয়ার সুপারিশ করেছিল এফএ। পরে জুলাইয়ে পাকেতার বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত হয়নি বলে জানায়।



সেপ্টেম্বর উইন্ডোতে ব্রাজিলের দুটি বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ডাক পেয়েছেন পাকেতা, বর্তমানে তারই প্রস্তুতি নিচ্ছেন। বিষয়টি নিয়ে গার্ডিয়ানের পক্ষ থেকে যোগাযোগ করলে এফএ কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এর আগে স্পট-ফিক্সিং থেকে অব্যাহতি পাওয়ার পর পাকেতা এক বিবৃতিতে বলেন, ‘তদন্তের প্রথমদিন থেকেই আমি আমার নির্দোষ হওয়ার বিষয় স্পষ্ট করেছি। এই মুহূর্তে এর বেশি বলতে পারি না, তবে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই এবং হাসিমুখে ফুটবলে ফেরার জন্য প্রবল আগ্রহ নিয়ে অপেক্ষায় আছি। কৃতজ্ঞতা আমার স্ত্রীর প্রতি, যে কখনোই আমার হাত ছেড়ে দেয়নি এবং ওয়েস্ট হ্যামকেও ধন্যবাদ।’

এর আগে স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠা পাকেতা ২০২৩ সালের আগস্টে কেনার জন্য ধরনা দিয়েছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু গুরুতর এই অভিযোগ তাতে বাধা হয়ে দাঁড়ায়। ওই সময় ২৮ বছর বয়সী এই তারকা ওয়েস্ট হ্যামের হয়ে খেলা চালিয়ে যান। তবে গুঞ্জন ছিল অভিযোগ প্রমাণিত হলে ইংলিশ ফুটবলে আজীবন নিষিদ্ধ হবেন পাকেতা, ফলে তিনি স্বদেশি ক্লাবে চলে যাবেন বলেও আলোচনা চলছিল। গত সপ্তাহে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে গোল করার পর তিনি ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন- ব্যাজ চুমু খেয়ে এবং মোবাইল ফোন ছুঁড়ে ফেলার ভঙ্গিতে উদযাপন করেন।

এদিকে, গত সপ্তাহে অ্যাস্টন ভিলা পাকেতাকে ধারে (লোন) নেওয়ার চেষ্টা করেছিল, টটেনহ্যামও আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত আরবি লাইপজিগ থেকে জাভি সিমন্সকে দলে ভিড়িয়েছে। তবে দুই দল থেকে পাওয়া কোনো প্রস্তাবই চূড়ান্ত হয়নি, কারণ পাকেতা নিজেই লন্ডনের ঠিকানা ওয়েস্ট হ্যামে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন বলে জানান। ওয়েস্ট হ্যামের ধারণা- দুর্বল প্রমাণের ভিত্তিতে এফএ অভিযোগ এনেছিল।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ভারতে মূল্যস্ফীতি শূন্যের দ্বারপ্রান্তে, বাংলাদেশে ৮ শতাংশের ঘরে Nov 13, 2025
img
যন্ত্রণা উপভোগ করো, নইলে ভগবান আরও দেবে : শেহনাজ গিল Nov 13, 2025
img
জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ জয় করে পুরস্কৃত তৌসিফ Nov 13, 2025
img
‘মন্দাকিনী’ চরিত্রে এক সাহসী রূপে প্রিয়াঙ্কা চোপড়ার প্রত্যাবর্তন Nov 13, 2025
img
নির্বাচন কমিশনে সকলের আস্থা নেই, পুনরুদ্ধারের চেষ্টা করছি: ইসি আনোয়ারুল Nov 13, 2025
img
চট্টগ্রামে সড়কে গণপরিবহনের উপস্থিতি কম Nov 13, 2025
img
শেখ হাসিনার সর্বোচ্চ সাজার প্রত্যাশা চিফ প্রসিকিউটরের Nov 13, 2025
img
বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব ফিরিয়ে দিল পাকিস্তান Nov 13, 2025
img
পঞ্চদশ সংশোধনী : হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি Nov 13, 2025
img
মির্জা ফখরুলের সঙ্গে ফ্রান্সের নতুন রাষ্ট্রদূতের সাক্ষাৎ Nov 13, 2025
img
সুদূর আমেরিকা থেকে সোহেল তাজের কঠোর বার্তা Nov 13, 2025
img
ঢাকা-খুলনা মহাসড়কে পাঁচ ঘণ্টা অবরোধের পর যান চলাচল স্বাভাবিক Nov 13, 2025
img
হাসপাতাল থেকে ফেরার পর পাপারাজ্জিদের ধমক দিলেন সানি দেওল Nov 13, 2025
img
পোস্টারে সয়লাব দেশ, এখনই সরানোর নির্দেশ সিইসির Nov 13, 2025
img
নতুন কুঁড়ির বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা Nov 13, 2025
img
মানবতাবিরোধী অপরাধ : শেখ হাসিনার মামলার রায় ১৭ নভেম্বর Nov 13, 2025
img
জাতি গঠনে 'নতুন কুঁড়ি' প্রতিযোগিতা ভূমিকা রাখবে : প্রধান উপদেষ্টা Nov 13, 2025
img
মাঠের পারফরম্যান্সেই প্রমাণ দিতে চান রোনালদো Nov 13, 2025
img
ফরিদপুরে অবরোধে ঢাকা-খুলনা মহাসড়ক বন্ধ, যাত্রীরা ভোগান্তিতে Nov 13, 2025
img
৬ মাস আগেই এক মিলিয়নের বেশি হজযাত্রীর নিবন্ধন সম্পন্ন: সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রী Nov 13, 2025