ত্রিদেশীয় সিরিজের ম্যাচে আফগানিস্তানের কাছে ১৮ রানে হারের পর সাবেক পাকিস্তান অধিনায়ক রমিজ রাজা পাকিস্তান দলের ব্যাটিং লাইন-আপকে দায়ী করে কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, পাকিস্তানি খেলোয়াড়দের আফগানিস্তানের বিরুদ্ধে মানসিক ব্লক তৈরি হয়েছে।
রাজা তার ইউটিউব চ্যানেলে বলেন, ‘পাকিস্তান নিজেদের ভুলের কারণে ম্যাচ হেরেছে। ব্যাটসম্যানদের অবিবেচক শটের কারণে আউট হওয়া বোধগম্য নয়।
কেউই ভুল থেকে শিখেনি, বরং নতুনভাবে আউট হয়েছে।’
তিনি আরো জানান, শারজাহ পিচে সহজেই রান সংগ্রহ সম্ভব ছিল, কিন্তু পাকিস্তানী ব্যাটসম্যানরা ১০, ১৫, ২০ বা ২৫ রানের ইনিংস খেলেই আউট হয়ে যাওয়ায় ম্যাচ জেতা অসম্ভব হয়ে পড়েছে।
রমিজ বলেন, ‘আফগানিস্তান এখন পাকিস্তানকে হারানোকে অবাক করার বিষয় মনে করে না। তারা আত্মবিশ্বাসী, জানে পাকিস্তান তাদের বিরুদ্ধে সমস্যায় পড়ে, এবং আমার মতে, পাকিস্তান আফগানিস্তানের বিপক্ষে মানসিকভাবে পিছিয়ে।’
তিনি হাইলাইট করেন যে আফগানিস্তান এখন পর্যন্ত পাকিস্তানকে চারবার হারিয়েছে, বিপরীতে পাকিস্তান পাঁচটি ম্যাচ জিতেছে তাদের বিপক্ষে। এই দুই দলের মধ্যে ব্যবধান এখন অনেক কমে গেছে।
রাজা পাকিস্তানের ফাস্ট বোলার হারিস রাউফের খারাপ বোলিং পারফরম্যান্সকেও সমালোচনা করেন এবং বলেন, ব্যাটিংয়ের ধরন পরিবর্তন না হলে পাকিস্তানকে পরাজয়ই পেতে হবে। তিনি বলেন, ‘পাকিস্তান ব্যাটিংয়ে অনেক ভুল করেছে।
১৭০ রানের সহজে টপকানো যেতো। হ্যাঁ, হারিস রাউফের দিনটা ভালো যায়নি এবং অনেক রান খরচ করেছে, কিন্তু পাকিস্তানের ব্যাটিং ও তাদের দিকনির্দেশনার সঙ্গে এইভাবে তারা শুধু পরাজয়ই খুঁজবে।’
শেষে তিনি আফগানিস্তানের ব্যাটিং প্রশংসা করেন, বিশেষ করে ইব্রাহিম যাদরানের ইনিংসের প্রশংসা করে বলেন, ‘যাদরান ধৈর্য ধরে খেলেছে, প্রয়োজনে বড় শট নিয়েছে এবং ভালো ক্রিকেটও খেলেছে।’
এমআর/এসএন