ইউনিয়ন ব্যাংক থেকে এস আলম গ্রুপ ২৮ হাজার কোটি টাকা লুট করেছে বলে জানিয়েছেন ব্যাংকটির বর্তমান চেয়ারম্যান ফরিদ উদ্দিন আহমেদ।
তিনি জানান, ইউনিয়ন ব্যাংক থেকে এস আলমের নেয়া ২৮ হাজার কোটি টাকার বিপরীতে ১ হাজার কোটি টাকাও জামানত নেই। ব্যাংক একীভূতকরণ ও পুনর্গঠনে যে উদ্যোগ নেয়া হবে তার সঙ্গে একমত ইউনিয়ন ব্যাংক।
বুধবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংককে দেয়া নিজেদের সর্বশেষ অডিট রিপোর্টে এসব তথ্য তুলে ধরেন ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান ফরীদ উদ্দীন আহমদ। এমন অবস্থায় আমানতকারীদের স্বার্থে কেন্দ্রীয় ব্যাংকের যেকোন সিদ্ধান্ত মেনে নেবে ব্যাংকটি। অন্যদিকে শুনানিতে মার্জারের বিপক্ষে নিজেদের অবস্থান জানিয়েছে এক্সিম।
শরিয়াহ্ ভিত্তিক ব্যাংক মার্জারে ব্যাংকগুলোর সর্বশেষ শুনানিতে যেনো অসহায়ত্বই প্রকাশ পাচ্ছে। ব্যাংকগুলোর সর্বশেষ পরিস্থিতি শুনানিতে এসে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পর এবার ইউনিয়ন ব্যাংক জানালো ২৮ হাজার কোটি টাকা নামে বেনামে লোপাট করেছে এস আলম। যা মোট মূলধনের ৯২ শতাংশ। এমনকি যাদের নামে ঋণ নেয়া হয়েছে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না।
ইউনিয়ন ব্যাংকে ২৬ হাজার কোটি টাকা আমানত আছে জানিয়ে চেয়ারম্যান বলেন, যেন আমানতকারীরা ক্ষতিগ্রস্ত না হয় সে দিকে গুরুত্ব দেয়া হবে।
বৈঠক শেষে ব্যাংকটির চেয়ারম্যান সাংবাদিকদের জানান, ব্যাংক একীভূতকরণ এবং পুনর্গঠন, যে উদ্যোগই নেয়া হোক তার সঙ্গে একমত ইউনিয়ন ব্যাংক।
ইউনিয়ন ব্যাংকের সাক্ষাত শেষে একীভূতকরণের তালিকায় থাকা এক্সিম ব্যাংকের বৈঠক অনুষ্ঠিত হয়। বরাবরের মতো মার্জারের বিপক্ষে তাদের অবস্থান।
ইএ/টিকে