আবারও আশা জাগিয়ে শ্রীলঙ্কার কাছে হারল জিম্বাবুয়ে

সিরিজের প্রথম ওয়ানডেতে জিততে জিততে শেষদিকে হোঁচট খেয়ে ৭ রানে হেরেছিল জিম্বাবুয়ে। একই পরিণতি হলো এবার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও। জয়ের আশা জাগিয়েও তিনোতেন্দা মাপোসার এক বাজে ওভারে ম্যাচ থেকে ছিটকে যায় স্বাগতিকরা।

হারারেতে বুধবার (৩ সেপ্টেম্বর) সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৪ উইকেটের ব্যবধানে হেরেছে জিম্বাবুয়ে। ১৭৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯.১ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয় লঙ্কানরা।

অথচ ১৭তম ওভার শেষেও জয়ের আশা ছিল স্বাগতিকদের। ৬ উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ তখন ১৪২ রান। শেষ ১৮ বলে দরকার ৩৪ রান। ক্রিজে জাত ব্যাটার বলতে ছিলেন কেবল কামিন্দু মেন্ডিস। তার সঙ্গী হিসেবে নামেন অভিষিক্ত দুশান হেমন্ত। আর একটি উইকেটের পতন হলেই জয়ের সম্ভাবনা বেড়ে যেত জিম্বাবুয়ের।

কিন্তু ১৮তম ওভারে বল করতে এসে সব নস্যাৎ করে দেন স্বাগতিক দলের পেসার মাপোসা। তার প্রথম বলে বাউন্ডারি হাঁকান কামিন্দু। পরের বলটি তিনি করেন ব্যাটারের কোমরের অনেক উপরে। কাঁধের উপর দিয়ে ফ্লিক করে পেছনে ছক্কা হাঁকান কামিন্দু। আম্পায়ার থেকে আসে নো বলের সংকেতও। তাতে এক বৈধ বলে ১১ রান তুলে নেয় লঙ্কানরা। ওভারে আরও একটি চার ও ছক্কা হজম করেন মাপোসা। সব মিলিয়ে দেন ২৬ রান। এরপর আর কোনো উইকেট না হারিয়ে পরবর্তী ৭ বলে প্রয়োজনীয় ৮ রান তুলে জয় নিশ্চিত করে নেয় লঙ্কানরা। কামিন্দু ১৬ বলে ৪ ছক্কা ও ১ চারের মারে ৪১ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন। হেমন্ত ৯ বলে ১৪ রানে অপরাজিত ছিলেন।

রান তাড়ায় নেমে এদিন লঙ্কানদের জয়ের ভিত গড়ে দিয়েছিলেন দুই ওপেনার পাথু মনিসাঙ্কা ও কুশল মেন্ডিস। দুজনের জুটিতে ১০ ওভারেই আসে ৯৬ রান। ৩২ বলে ৪ চার ও ২ ছক্কায় ৫৫ রান করে মাপোসার শিকার হন নিসাঙ্কা। তার কিছুক্ষণ পর ৩৫ বলে ৩৮ রানের ইনিংস খেলে বিদায় নেন কুশল। দুজনের বিদায়ের পর রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি ও সিকান্দার রাজার তোপে পরবর্তী ৩৯ রানের মধ্যে আরও ৪ উইকেট হারিয়ে বসে শ্রীলঙ্কা। তবে শেষদিকে কামিন্দু হাল ধরায় বিপদ হয়নি তাদের।

এদিন টস হেরে ব্যাট করতে নেমে ব্রায়ান বেনেটের দারুণ ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। ওপেনিংয়ে নেমে ইনিংসের শেষ ওভারে দুশমন্থ চামিরার বলে বোল্ড আউট হওয়ার আগে ৮১ রানের ইনিংস খেলেন তিনি। ৫৭ বল মোকাবিলায় ১২ চারের মারে সাজানো ছিল তার ইনিংস। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২২ বলে ২৮ রানের ইনিংস খেলেন রাজা। লঙ্কানদের হয়ে ৩০ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নেন চামিরা।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি একই মাঠে আগামী ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

ইএ/টিকে

Share this news on:

সর্বশেষ

img
‘আমি আগেও বলেছি, সম্ভবত আর কোনো বিশ্বকাপ খেলব না’ Sep 05, 2025
img
অনশন ভাঙাতে না পেরে শিক্ষার্থীদের সঙ্গে (ববি) ভিসির রাতযাপন! Sep 05, 2025
img
ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ছড়াচ্ছে প্রতারক চক্র : স্বাস্থ্য অধিদপ্তর Sep 05, 2025
img
'স্টুডেন্ট অফ দ্য ইয়ার ৩' এর নতুন মুখ শানায়া কাপুর Sep 05, 2025
img
ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সন্দেহ প্রকাশ জিল্লুর রহমানের! Sep 05, 2025
img
বাস্তব ঘটনাকে কেন্দ্র করে হরর মুভি নিয়ে আসছে আহান শেঠি Sep 05, 2025
img
ইউরোপকে অবশ্যই রাশিয়ার তেল কেনা বন্ধ করতে হবে: ট্রাম্প Sep 05, 2025
img
প্রথমবার একসঙ্গে সিনেমায় জিৎ-টোটা Sep 05, 2025
img
বরুণ-জাহ্নবীর হুক স্টেপ ভাইরাল, সাড়া ফেলেছে বিজুরিয়ার রিমেক Sep 05, 2025
img
সীমানা পুনর্বিন্যাসের দাবিতে ভাঙ্গায় মহাসড়ক অবরোধ Sep 05, 2025
img
অবসর ভেঙে সামোয়ার হয়ে মাঠে ফিরছেন রস টেইলর Sep 05, 2025
img
চীনের যুদ্ধবিমান ও আমেরিকার বোয়িংয়ের ফাঁদে দেশ : রনি Sep 05, 2025
img
প্রার্থিতা প্রত্যাহারে চাপ পাচ্ছেন বুলবুল, নিরাপত্তা চেয়ে চিঠি Sep 05, 2025
img
চবির ঘটনায় প্রশাসনের মামলায় আরও ১ জন গ্রেপ্তার Sep 05, 2025
img
প্রাক্তন প্রেমিকার কাছে ফিরছেন অভিষেক কুমার! Sep 05, 2025
img
আব্দুল কাদেরের পাশে থাকার আশ্বাস ছাত্রদল সভাপতির Sep 05, 2025
img
ফখর-আবরারের নৈপুণ্যে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পাকিস্তান Sep 05, 2025
img
হাসনাতকে উপহার পাঠানোর কারণ জানালেন রুমিন ফারহানা Sep 05, 2025
img
নভেম্বরে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা! Sep 05, 2025
img
মিষ্টি হাসিতে মুগ্ধতা ছড়ালেন নায়িকা মিম Sep 05, 2025