এএফসি অ-২৩ টুর্নামেন্টের বাছাইয়ে স্বাগতিক ভিয়েতনাম ২-০ গোলে বাংলাদেশকে হারিয়েছে। পরাজিত হলেও ম্যাচ সেরার স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। তিনি আজ অসাধারণ ছয়টি সেভ করেছেন। না হলে পরাজয়ের ব্যবধান আরো বড় হতো।
শ্রাবণকে ম্যাচসেরা ঘোষণা করা হলেও আনুষ্ঠানিক কোনো ট্রফি বা স্মারক উপহার দেয়া হয়নি। ম্যাচ পরবর্তী লাইভ টেলিকাস্টিং টিভি তার ফ্ল্যাশ ইন্টারভিউ নিয়েছে সেরার স্বীকৃতি স্বরুপ। পাশাপাশি ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেও তিনি এসেছিলেন। ফুটবলে সাধারণত জয়ী দল থেকেই ম্যাচ সেরার স্বীকৃতি আসে। শ্রাবণের পারফরম্যান্স এতটাই অসাধারণ ছিল যে বিজিত দল থেকে বিচারকরা সেরা খেলোয়াড় বেছে নিয়েছেন।
তবে এমন কৃত্তিত্বেরও পরও বেশ বিষন্ন শ্রাবণ, 'আমি ভালো পারফরম্যান্স করেছি এবং আমাকে ম্যাচ সেরার স্বীকৃতি দেয়ায় ধন্যবাদ। তবে দল পরাজিত হওয়ায় আমি ব্যথিত। আমার এই স্বীকৃতি অনুপ্রেরণা হিসেবে আগামী ম্যাচগুলোতে কাজে দেবে।' আজ ভারপ্রাপ্ত হেড কোচ হিসেবে কাজ করা হাসান আল মামুন শ্রাবণের প্রশংসা করে বলেন, 'সে আজ নিশ্চিত ৫-৬ টি গোল সেভ করেছে। এজন্য সে ম্যাচ সেরা হয়েছে। যা আমাদের জন্য অনুপ্রেরণা।'
ভিয়েতনাম বাংলাদেশের চেয়ে শক্তিশালী দল। আবার স্বাগতিক। তবে বাংলাদেশে আজ সেই অর্থে লড়াই করতে পারেনি। এমন পারফরম্যান্সের জন্য নিজেদের পরিকল্পনা সফল না হওয়াকে দায়ী করেছেন কোচ, 'ভিয়েতনাম আসিয়ান অ-২৩ চ্যাম্পিয়ন দল। আমরা মিড ব্লকে গিয়েছিলাম, পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি। আবার যখন বল তৈরিতে ছিলাম তখন তারা প্রেসিং করেছে। আমাদের নাম্বার টেন খুজে পাইনি। আমাদের যে খেলা উইং ক্রস করে অ্যাটাক ফিনিশ করা সেই পরিকল্পনা সফল হয়নি।'
জাতীয় দলের সাবেক অধিনায়ক হাসান আল মামুন জাতীয় দলে কোচ হিসেবে রয়েছেন কয়েক বছর। অ-২৩ দলে সিনিয়র দলের খেলোয়াড় রয়েছেন একাধিক। তাছাড়া তিনি অ-২৩ দলের সঙ্গে শুরু থেকেই রয়েছেন।
পরিকল্পনা বাস্তবায়ন না করার দায় তার উপর বর্তায় পাশাপাশি ম্যাচ চলাকালে খেলোয়াড় পরিবর্তন এবং কৌশলও খানিকটা প্রশ্নবিদ্ধ।
এমকে/টিএ