নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের আগে বেশ লম্বা সময় অনুশীলন করেছিল বাংলাদেশ দল। যে কারণে নিজেদের ব্যাটিংয়ের ঠিকঠাক পরীক্ষা এবং প্রস্তুতি সম্পন্ন করতে টাইগাররা আগে ব্যাট করবে বলে সবার ধারণা ছিল। তবে প্রথম দুই ম্যাচে টস জিতলেও আগে ব্যাট করেনি লিটস দাসের দল। শেষ টি-টোয়েন্টি শেষে তার কারণ জানিয়েছেন এই বাংলাদেশ অধিনায়ক।
লিটন বলেন, ‘আন্তর্জাতিক ম্যাচে আপনি ভালো ব্যবধানে জিততেছেন এটা বড় বিষয় যে আপনার দল কতখানি উন্নতি করেছে। এমন না যে সবাইকেই প্রতিদিন ব্যাট করতে হবে। এমন দিন আসবে যেখানে সবাই ব্যাটিং করবে এবং এমন না যে এশিয়া কাপে বা সবসময়ই ব্যাটিং করতে হয়। এটা একটা ভালো লক্ষণ যে আমাদের সব ব্যাটসম্যানকে ব্যাটিং করতে হয়নি প্রথম দুই খেলায়। আজকে অনেকেই ব্যাটিং করেছে।’
নেদারল্যান্ডসকে অবশ্য একেবারেই ছোট করেও দেখতে রাজি নন টাইগার অধিনায়ক, ‘আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যেকটা দল বড়, প্রত্যেকেই ভালো দল। তাই আপনাকে একই সম্মান দিতে হবে এবং আমরা ওই সম্মান দিয়ে ক্রিকেট খেলি। আমরা চেষ্টা করি প্রতিদিন কীভাবে আমাদের উন্নতি করা যায়।’
বাংলাদেশ আগে ব্যাট করলে কেমন করে সেটাই জানার ছিল অনেকের। শেষ ম্যাচে নেদারল্যান্ডস টস জিতে লিটনদের সেই সুযোগ করে দেয়। যদিও ম্যাচ ভেস্তে যায় বৃষ্টিতে, যা নিয়ে লিটন বলেন, ‘আবহাওয়ার ওপর তো কারও হাত নেই। ম্যাচে যতটুকু পাওয়ার ছিল, দল হিসেবে মনে হয় আমাদের ওভারঅল কয়েকটা ব্যাটসম্যান ব্যাটিং করেনি লাস্ট দুই গেমে, তারা একটু সুযোগ পেয়েছে। অবশ্য বোলাররাও বল করতে পারলে ভালো হতো, বাট ওটা আমাদের নিয়ন্ত্রণে নেই।’
এসএস/এসএন