ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন আজ। ১১টি পদের মধ্যে ১০টিতেই ১ জন করে প্রার্থীতা করছেন। তাই এসব পদে প্রার্থীরা 'অটোপাশ' করে গেছেন। নির্বাচন হচ্ছে কেবল সভাপতি পদে। আর এই পদের জন্য লড়ছেন সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সেলিম শাহেদ এবং ক্রিকেটার মোহাম্মদ মিঠুন।
বিসিবি প্রাঙ্গনে বিকাল ৩টায় শুরু হয়েছে নির্বাচন। ইতোমধ্যে ভোট দিতে হাজির হয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, তারকা ক্রিকেটার তামিম ইকবাল এবং জাতীয় দলের বর্তমান ক্রিকেটার নুরুল হাসান সোহান।
নির্বাচনের আগে বিসিবির একাডেমি ভবনে অনুষ্ঠিত হয় কোয়াবের বার্ষিক সাধারণ সভা। সভা শেষেই শুরু হয় ভোটগহণ। ৩টা থেকে ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণের আনুষ্ঠানিকতা।
এবারই প্রথম বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু এবং সাবেক জাতীয় ক্রিকেটার নাসির আহমেদ নাসুর নেতৃত্বে গঠিত নির্বাচন কমিশন সরাসরি এবং অনলাইন উভয় ধরনের ভোটের ব্যবস্থা করেছে। মোট ২১৫ জন ভোটার কোয়াবের পরবর্তী সভাপতি নির্বাচন করবেন।
তবে, ভোটের আগেই কার্যকরী পরিষদের সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, আকবর আলি, রুমানা আহমেদ, শামসুর রহমান শুভ, ইরফান শুক্কুর, খালেদ মাসুদ পাইলট ও ইমরুল কায়েস।
ইএ/এসএন