দারুণ ফর্মে হুলিয়ান আলভারেজ। ২০২৫-২৬ মৌসুমে এখন পর্যন্ত ১৫ ম্যাচে করেছেন ৯ গোল, সহায়তা করেছেন আরও ৪ গোলে। দারুণ ফর্মে থাকা এই আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ঘিরে ভবিষ্যত ছক কষছে আতলেতিকো মাদ্রিদ। যদিও গুঞ্জন উঠেছে, পিএসজি ও বার্সেলোনা তাঁর ওপর কড়া নজর রেখেছে। তবে মাদ্রিদের ক্লাবের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, কিছুতেই আলভারেজকে ছাড়বে না তারা।
সম্প্রতি মালিকানা পরিবর্তন হয়েছে আতলেতিকো মাদ্রিদের। দলটির মালিকানার বেশিরভাগ শেয়ার এখন যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান অ্যাপোলো স্পোর্টস ক্যাপিটালের। ক্লাবটির নিয়ন্ত্রণ নেওয়ার পর বড় বিনিয়োগের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। আলভারেজকে নিয়েই নতুন যুগে এগোতে চায় অ্যাপোলো।
স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা সের- এর খবর অনুযায়ী, আতলেতিকোর সদ্য নিয়োগ পাওয়া স্পোর্টিং ডিরেক্টর মাতেউ আলেমানির তত্ত্বাবধানে গড়া হচ্ছে দীর্ঘমেয়াদি পরিকল্পনা। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপজয়ী আলভারেজকে ঘিরেই ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা সাজাচ্ছে নতুন নেতৃত্ব। আগামী গ্রীষ্মের ট্রান্সফার উইন্ডোতে দলে বড় আর্থিক বিনিয়োগের প্রস্তুতিও নিচ্ছে দলটি।
২০২৪ সালে আতলেতিকোতে যোগ দেন ২৫ বছর বয়সি আলভারেজ। ক্লাবটির হয়ে ৪৯ ম্যাচে করেছেন ২৪ গোল। ক্লাবটির সাথে ২০৩০ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ আলভারেজ। আতলেতিকো খুব শিগগিরই আলভারেজকে বড় অঙ্কের নতুন চুক্তি অফার করবে বলে জানাচ্ছে স্প্যানিশ সংবাদমাধ্যম।
সম্প্রতি ফরাসি সংবাদমাধ্যম লে’কিপ-এ দেওয়া এক সাক্ষাৎকারে আলভারেজ নিজেও জানান, তিনি আতলেতিকোতে মনোযোগী,
‘আমার ও বার্সেলোনাকে ঘিরে অনেক কথা হচ্ছে। গত বছর পিএসজির সাথেও আলোচনা হয়েছিল, কিন্তু কিছুই ঘটেনি। এখন আমি শুধু আতলেতিকোতে মনোযোগী।’ বর্তমানে লা লিগায় ২৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আতলেতিকো, শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের থেকে ছয় পয়েন্ট পিছিয়ে তারা। চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের দৌড়েও বেশ শক্ত অবস্থানে দলটি।
আইকে/এসএন