রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের প্রথমদিনের কার্যক্রম শেষ হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ২৮ জন স্বতন্ত্র প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে কোনো প্যানেল বা কোনো ছাত্র সংগঠনের প্রতিনিধিদের মনোনয়নপত্র দাখিল করতে দেখা যায়নি।
নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, এর আগে তিন দফা বাড়ানোর পর গতকাল বুধবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম চলে।
এ সময় মোট রাকসু ও সিনেট প্রতিনিধি নির্বাচনে ৭৮৯ মনোনয়নপত্র উত্তোলন করেন। এরমধ্যে রাকসু ৩৯৫, সিনেট ৮৪, পাশাপাশি হল সংসদ নির্বাচনে অন্তত ৭৫৪ মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রার্থীরা।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ৭ সেপ্টেম্বর মনোনয়ন দাখিল শেষ হওয়ার পর ৮ সেপ্টেম্বর যাচাই-বাছাই, ১০ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ১১ সেপ্টেম্বর প্রাথমিক তালিকা নিয়ে প্রার্থীদের আপত্তি ও নিষ্পত্তি, ১৩ সেপ্টেম্বর প্রত্যাহার ও ১৪ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ, ২৫ সেপ্টেম্বরে ভোটগ্রহণ হবে।
গত মঙ্গলবার আন্দোলনের মুখে নবীন শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি ও প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেয়া হয়। এ কারণে মনোনয়নপত্র বিতরণের সময়সীমা আবারও একদিন বাড়ানো হয়। শেষ দিনে নবীন শিক্ষার্থীরাই বেশি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
রাকসু নির্বাচন কমিশন জানিয়েছে, নবীন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২৯ হাজার।
এদিকে, নির্বাচনে জয় নিয়ে আশাবাদী হলেও সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন স্বতন্ত্র প্রার্থীদের কেউ কেউ।
তবে, প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, দীর্ঘদিন গণতান্ত্রিক চর্চা না থাকায় শিক্ষার্থীদের মধ্যে কিছুটা শঙ্কা থাকা স্বাভাবিক। বর্তমান কমিশন রাকসু নির্বাচনের মধ্য দিয়ে সুষ্ঠু ভোটের নজির স্থাপন করতে চায়।
ইএ/টিকে